empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

15.05.202508:04 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ব্রেন্টের দর $65-এ পৌঁছানো কেবলমাত্র ঝড়ের আগের নিস্তব্ধতা কেন?

Exchange Rates 15.05.2025 analysis

ব্রেন্ট ক্রুড বর্তমানে টিকে থাকার জন্য লড়াই করছে, এটি এমন একটি সময় যখন ইরানে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা ও মার্কিন শুল্ক কূটনীতিতে নতুন মোড় দেখা যাচ্ছে। অন্যদিকে, প্রাকৃতিক গ্যাস এখন চাপের মুখে আছে—চাহিদা হ্রাস এবং টেকনিক্যাল কারেকশনের অনিশ্চয়তাই এর পেছনের মূল কারণ। চলুন এই নাজুক ভারসাম্যের পেছনের চালিকাশক্তিগুলো বিশ্লেষণ করি এবং দেখি পরবর্তী দিকনির্দেশনা কী হতে পারে।

তেলের মৌলিক বিশ্লেষণ
বর্তমানে তেলের বাজারকে তিনটি বোর্ডে খেলা একটি দাবার ম্যাচের মতো মনে হচ্ছে: রাজনীতি, চাহিদা এবং মজুত।

রাজনৈতিক ফ্রন্ট:
যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। নতুন করে ২০টি কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যারা চীনে ইরানি তেল সরবরাহ করে।

কূটনৈতিক মোড়:
ভারত কার্যত তার "অয়েল অ্যামনেস্টি" সম্প্রসারণ করেছে, দেশটি আরও তিনটি রাশিয়ান ইনসুরারকে স্বীকৃতি দিয়েছে যারা পরিবহন ঝুঁকি বহন করছে।

এই ধরনের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে, ডোনাল্ড ট্রাম্প আবারও একটি মূল্য-নির্ধারক বিষয় হিসেবে ফিরে এসেছেন। গোল্ডম্যান স্যাকসের একটি গবেষণায়, যেখানে তার ৯০০টির বেশি টুইট বিশ্লেষণ করা হয়েছে, দেখা গেছে—তেলের ক্ষেত্রে ট্রাম্পের "কমফোর্ট জোন" হলো যখন এটির মূল্য ব্যারেলপ্রতি $40–50 থাকে।

অর্থাৎ, ব্রেন্টের দর বর্তমানে $65–66-এ অবস্থান করছে বলে ধরে নেওয়া যায়, ওয়াশিংটন মূল্য কমাতে সরাসরি ও পরোক্ষ পদক্ষেপ নিতে পারে—বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের আগে, যেখানে "তেলের মূল্যের স্থিতিশীলতা" একটি নিঃশব্দ পূর্বশর্ত।

তবুও, ব্রেন্টের মূল্য যে গত দুই সপ্তাহের মধ্যে উচ্চস্তরে রয়েছে, তার কিছু কারণ আছে:

  • মার্কিন ডলারের দুর্বলতা,
  • নিষেধাজ্ঞা সংক্রান্ত বক্তব্যের তীব্রতা বৃদ্ধি,
  • এবং যুক্তরাষ্ট্র-চীনের আলোচনা থেকে মার্কেটে কিছুটা আশাবাদ ফিরে আসা।

এই ইতিবাচক বিষয়গুলো API-এর সর্বশেষ প্রতিবেদনের থেকে আসা নেতিবাচক পরিসংখ্যানের চমককে ছাপিয়ে ভারসাম্য এনে দিয়েছে, যেখানে দেখা গেছে—মার্কিন অপরিশোধিত তেলের মজুত 4.29 মিলিয়ন ব্যারেল বেড়েছে (যেখানে প্রত্যাশা ছিল 2.4 মিলিয়ন ব্যারেল হ্রাস)। এখন ট্রেডাররা অফিসিয়াল EIA প্রতিবেদনের দিকে দৃষ্টি দিচ্ছে।

ব্রেন্টের টেকনিক্যাল বিশ্লেষণ
ব্রেন্টের দর বর্তমানে $66.00–66.50 রেঞ্জের গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সে আটকে আছে এবং এখনো $68.50 লেভেল ব্রেক করার চেষ্টা করছে—যেটি পূর্বের সেল-অফ জোন ছিল। তাৎক্ষণিক সাপোর্ট $65.60-এ রয়েছে।

Exchange Rates 15.05.2025 analysis

তার নিচে রয়েছে $64.20 এর লেভেলে—এপ্রিল মাসে এই লেভেল থেকেই পূর্ববর্তী ঊর্ধ্বমুখী মুভমেন্টের সূচনা হয়েছিল। যদি EIA প্রতিবেদনের ফলাফল আশানুরূপ না হয়, তাহলে $65.60-এর ব্রেক করে একটি নিম্নমুখী কারেকশন দেখা যেতে পারে।

তবে আপাতত মার্কেট স্ট্রাকচার ইঙ্গিত দিচ্ছে, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

প্রাকৃতিক গ্যাস: ধীর গতির মূল্য হ্রাসের পর বিস্ফোরণের সম্ভাবনা?


LNG রপ্তানি ফ্যাসিলিটিতে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কারণে প্রাকৃতিক গ্যাসের দাম $3.60/MMBtu-এর নিচে নেমে এসেছে। চাহিদা কমে যাওয়াও এর পেছনে ভূমিকা রেখেছে। ক্যামেরন LNG, চেনিয়ের এবং ফ্রিপোর্ট সাময়িকভাবে উৎপাদন কমিয়ে দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের গড় LNG রপ্তানি এপ্রিলের সর্বোচ্চ 16.0 bcf/d থেকে কমে 15.1 bcf/d-এ নেমে এসেছে।

স্বল্পমেয়াদে চাহিদা হ্রাস পেলেও মূল মৌলিক চিত্র অপরিবর্তিত—যুক্তরাষ্ট্র এখনো বৈশ্বিক LNG খাতের নেতৃত্বে রয়েছে এবং গ্রীষ্মকালীন বিদ্যুৎ চাহিদা শিগগিরই বাড়তে যাচ্ছে।

টেকনিক্যালি, গ্যাসের মূল্য এখন $3.566-এ হরাইজন্টাল সাপোর্ট ও ডিসেন্ডিং রেজিস্ট্যান্সের মধ্যে একটি ট্রায়াংগেল প্যাটার্নে আটকে আছে। এর ঊর্ধ্বসীমা হলো $3.726। এই প্যাটার্ন থেকে যে দিকেই ব্রেক করবে, সেটিই পরবর্তী বড় মুভমেন্ট নির্ধারণ করবে।

বর্তমানে, স্বল্পমেয়াদে একটি বিয়ারিশ প্রবণতা সক্রিয় রয়েছে, তবে যদি ক্রেতারা মোমেন্টাম পায়, তাহলে $3.85 বা তার ওপরে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে।

উপসংহার: ব্রেন্ট এবং গ্যাস এখন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে

তেল ও গ্যাস উভয়ই এখন ভূরাজনীতি এবং চাহিদা-সরবরাহের ছকের মধ্যে দাঁড়িয়ে আছে। মূল বিষয় হলো—প্রবণতা অনুসরণ করা এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনামের সতর্ক থাকা, বিশেষ করে তখন যখন সেই প্রবণতা নির্ধারিত হয় এমন একজন ব্যক্তির মাধ্যমে যার গোল্ডেন টুইটের প্রভাব রয়েছে এবং যার কৌশল বলছে—"ব্রেন্টের দর $45 হলে বিস্ময়ের কিছু নেই।"

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.