যেভাবে ক্ষমতা ও পুঁজির ধারণা স্থাপত্যকলায় প্রতিফলিত হয়
বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ও কেন্দ্রীয় ব্যাংকগুলো কেবলমাত্র অফিস নয়—এগুলো আসলে ক্ষমতা ও পুঁজির দৃশ্যমান প্রতীক। এগুলোর স্থাপত্যশৈলী নিওক্ল্যাসিক বিশালত্ব থেকে শুরু করে অতি-আধুনিক কাঁচ ও স্টিলের গঠন পর্যন্ত বিস্তৃত। এখানে কয়েকটি সবচেয়ে আইকনিক ও ব্যতিক্রমী ভবনের চিত্র তুলে ধরা হলো, যা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার অঘোষিত প্রতীক হয়ে উঠেছে।