empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

05.01.202610:52 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৫ জানুয়ারি — S&P 500 এবং নাসডাক সূচকে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

গত শুক্রবার মার্কিন স্টক মার্কেটে মিশ্র ফলাফলের মধ্য দিয়ে সপ্তাহ শেষ হলেও, সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব বিরাজ করেছে। S&P 500 সূচক 0.19% বৃদ্ধি পায়, যেখানে নাসডাক 100 সূচক সামান্য 0.03% হ্রাস পায়। অন্যদিকে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.66% পর্যন্ত বৃদ্ধি পায়। ১০-বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের রিটার্ন এক বেসিস পয়েন্ট কমে 4.18%-এ পৌঁছায়।

Exchange Rates 05.01.2026 analysis

স্টক মার্কেটে পূর্ববর্তী লোকসান পুষিয়ে নেয়া হয়েছে এবং গত বছর পরিলক্ষিত 'ঊর্ধ্বমুখী প্রবণতা' পুনরায় শুরু হয়েছে, যার প্রধান চালিকা শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অগ্রগতি। বিনিয়োগকারীরা ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির পরও প্রযুক্তিভিত্তিক শেয়ারে তাদের বিনিয়োগ আরও বাড়িয়েছেন।

এশিয়ান ইকুইটি সূচকসমূহ 1.6% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়, যার প্রধান কারণ হিসেবে চিপ উৎপাদনকারী কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স কোং এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোংয়ের স্টক দর বৃদ্ধিকে বিবেচনা করা হচ্ছে। ইমার্জিং মার্কেট সূচকও রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ইতিবাচক মনোভাব এখন পর্যন্ত সামরিক সংঘাত থেকে উদ্ভূত সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকিকে ছাপিয়ে গেছে। বিনিয়োগকারীরা মনে করছেন যে বৃহৎ টেক কোম্পানিগুলো পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারবে, যা ভূরাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাবকে ছাপিয়ে যেতে সক্ষম হবে। তবে প্রযুক্তি খাতে অতিমাত্রায় নির্ভরতা মার্কেটের ইতিবাচক পরিস্থিতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। প্রয়োজনীয় বৈচিত্র্যকরণ পরিলক্ষিত না থহলে, ভবিষ্যতে যেকোনো বড় ধাক্কায় স্টক মার্কেট আরও বেশি দরপতনের ঝুঁকির সম্মুখীন হতে পারে। বিশেষত, যদি AI-ভিত্তিক স্টকগুলোর মূল্য অতিশয় বেড়ে গিয়ে থাকে, তাহলে ভবিষ্যতে তীব্র দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।

উইকেন্ডে ভেনেজুয়েলার উপ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের পর, রূপার মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পায় — যা 4.8% বৃদ্ধি পায়, স্বর্ণের মূল্য 2% বেড়েছে। অপরদিকে তেলের মূল্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি, যদিও বৈশ্বিক সরবরাহ নিয়ে কিছুটা শঙ্কা বিরাজ করছে। এখন পর্যন্ত, বিনিয়োগকারীদের 'ঝুঁকি গ্রহণের প্রবণতার হার' অনুযায়ী তাঁরা স্পষ্টভাবে নেতিবাচক ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে যাচ্ছে — যা বিগত আট বছরের মধ্যে বৈশ্বিক ইকুইটি মার্কেটের সর্ববৃহৎ বার্ষিক প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে।

শ্যাক্সো ব্যাংকের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাই এখনো স্টক মার্কেটের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে, এবং প্রযুক্তি খাতে বিনিয়োগের ইতিবাচক প্রবণতা এখনো মার্কেটের অন্যান্য অনুঘটকের চেয়ে বেশি প্রভাব ফেলছে।

Exchange Rates 05.01.2026 analysis

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল খাত এবং প্রাকৃতিক সম্পদ নিয়ে বৃহৎ পরিকল্পনার ঘোষণা দেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, শুরুতে বিরূপ প্রতিক্রিয়া দেখালেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতার আহ্বান জানান এবং কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেন।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে, S&P 500 সূচকের ক্ষেত্রে ক্রেতাদের জন্য প্রথম গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হলো $6,871-এর রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করানো। যদি সূচকটির দর স্পষ্টভাবে এই লেভেল অতিক্রম করে, তাহলে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $6,883 লেভেল বিবেচনা করা যায়। সেইসাথে সূচকটির দর $6,896 লেভেলের উপর থাকা অবস্থায় মার্কেটের ক্রেতাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে হবে—যা বুলিশ পজিশন আরও সম্ভাবনাময় করে তুলবে।অন্যদিকে, যদি সূচকটির মূল্য কমে যায় এবং 'ঝুঁকি গ্রণের প্রবণতা' দুর্বল হয়ে যায়, তাহলে সূচকটি $6,854 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। যদি এই লেভেলটি ব্রেক করে সূচকটির দর নিম্নমুখী হয়, তাহলে সূচকটির দর দ্রুত $6,837 লেভেলে নেমে যেতে পারে এবং সেখান থেকে $6,819 পর্যন্তও পৌঁছাতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.