empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

07.10.202508:08 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: XAU/USD পেয়ারের বিশ্লেষণ ও পূর্বাভাস — স্বর্ণের মূল্যের রেকর্ড-গড়া ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে

Exchange Rates 07.10.2025 analysis

মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছর আরও দুইবার সুদের হার কমাবে—এমন ধারণা বিনিয়োগকারীদের মধ্যে ক্রমেই দৃঢ় হয়ে উঠছে, যা গত সাত সপ্তাহব্যাপী এই ঐতিহ্যবাহী নন-ইয়িল্ডিং অ্যাসেট স্বর্ণের মূল্যের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এর পাশাপাশি মার্কিন সরকারি কার্যক্রমের দীর্ঘস্থায়ী শাটডাউনের ফলে অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফলের উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব এবং চলমান বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরও বেড়েছে।

জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (LDP) নেতৃত্ব নির্বাচনে সানায়ে তাকাইচির জয়ের ফলে ব্যাংক অব জাপান কর্তৃক সুদের হার বৃদ্ধির পদক্ষেপ বিলম্বিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। যদিও এটি জাপানি ইয়েন বিক্রির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে, তবুও স্বর্ণের মূল্যের বুলিশ মোমেন্টামের ওপর তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

ফাইন্যান্সিয়াল মার্কেটে সাধারণ ঝুঁকিভিত্তিক বিনিয়োগের ধারা সক্রিয় থাকার পরও—যা সাধারণত নিরাপদ বিনিয়োগে মূলধন প্রবাহের পরিপন্থী—এবার স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেনি। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে XAU/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো বজায় রয়েছে, এবং চলমান বুলিশ প্রবণতা আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।

CME ফেডওয়াচ টুল অনুযায়ী, অক্টোবরে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদের হার কমার সম্ভাবনা এখন ৯৫%, আর ডিসেম্বরে এই সম্ভাবনা ৮৩%—যা স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও শক্তিশালী করছে। এর পাশাপাশি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেমোক্রেটদের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকারি কার্যক্রমের শাটডাউনের সমাপ্ত ঘটাতে না পারেন, তবে হোয়াইট হাউস থেকে বৃহৎমাত্রার সরকারি কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। এতে করে অনিশ্চয়তা আরও বাড়বে এবং নিরাপদ অ্যাসেট হিসেবে স্বর্ণের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে।

LDP-এর নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে তাকাইচির জয়ের ফলে অক্টোবর মাসে ব্যাংক অব জাপান সুদের হার বাড়াবে না—এমন প্রত্যাশা আরও জোরালো হয়েছে, যা XAU/USD পেয়ারকে বাড়তি সহায়তা দিচ্ছে। তবে ব্যাংক অব জাপানের এই সম্ভাব্য 'নমনীয়' আর্থিক নীতিমালার কারণে ইয়েন দরপতনের শিকার হয়েছে, এবং ফলে ডলারের দর বৃদ্ধি পেয়েছে—সার্বিকভাবে মার্কেটে বিদ্যমান আশাবাদের সাথে মিলিয়ে এই কারণটিও স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা সীমিত রাখতে পারে, বিশেষত যখন মার্কেটে ওভারবট স্ট্যাটাস থাকে।

মার্কিন সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ মার্কিন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলোর প্রকাশনা বিলম্বিত হয়েছে। এই প্রেক্ষাপটে, ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্যদের বক্তব্য মার্কিন ডলারের মূল্যকে প্রভাবিত করতে পারে এবং পরোক্ষভাবে স্বর্ণের মূল্যকে সহায়তা দিতে পারে।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে, স্বর্ণের মূল্য $3,900-এর সাইকোলজিক্যাল লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি নতুন বুলিশ প্রবণতা নিশ্চিতকরণ হবে, এবং এটি স্বল্পমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে পুনরায় জোরদার করবে। তবে, দৈনিক RSI (রিলেটিভ স্ট্রেন্থ সূচক) 70-এর অনেক ওপরে রয়েছে, যা স্পষ্টভাবে ওভারবট স্ট্যাটাস নির্দেশ করে। অর্থাৎ, ক্রেতাদের এখন কিছুটা সতর্ক হয়ে এগোনো উচিত।

অন্যদিকে, যেকোনো কারেকটিভ পুলব্যাককে নতুন করে স্বর্ণের ক্রয়ের সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। $3,900–$3,885 এরিয়াতে সাপোর্ট খুঁজে পাওয়া যেতে পারে। স্বর্ণের মূল্য দৃঢ়ভাবে এই লেভেল ব্রেক করে টেকনিক্যাল কারণে ভিত্তিতে বিক্রির প্রবণতা তৈরি হতে পারে এবং স্বর্ণের মূল্য $3,850 সাপোর্টের দিকে যেতে পারে।

$3,850 থেকে শুরু করে $3,800-এর রাউন্ড লেভেল পর্যন্ত এরিয়াটি প্রধান রিভার্সাল জোন হিসেবে নজরে রাখা উচিত।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.