empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.07.202510:43 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: কেন মার্কেট আশাবাদের ঢেউয়ে ভাসছে? (তেলের দর বৃদ্ধির এবং স্বর্ণের দরপতনের সম্ভাবনা রয়েছে)

সম্প্রতি সংঘটিত কিছু ঘটনা — যেমন ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক চুক্তি — এখনও ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর চাহিদা ধরে রাখতে সহায়তা করছে। আপাতত বিনিয়োগকারীরা চীন ও ভারতের সঙ্গে কোনো চুক্তি না হওয়ায় উদ্বিগ্ন নন।

তাহলে মার্কেট ট্রেডাররা এত আশাবাদী কেন?

এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর বিশ্লেষণ দাবি করে।

গত ছয় মাসে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কার্যত পুরো বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। আমেরিকার হারানো আধিপত্য পুনরুদ্ধার বা 'মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন'-এর ধারণাটি আসলে কোনো মৌলিক অর্থনৈতিক সংস্কার কিংবা বাস্তব খাতে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর ভিত্তি করে নয়। বরং এটি দুর্বল বাণিজ্য অংশীদারদের জোর করে যুক্তরাষ্ট্রকে চাদা দেয়ার ধারণার ওপর দাঁড়িয়ে আছে — সহজভাবে বললে, এটি শুল্ক ও জোরপূর্বক বিনিয়োগের মাধ্যমে অন্য দেশগুলোকে অর্থনৈতিকভাবে লুণ্ঠন করা। সাম্প্রতিক ঘটনাবলি প্রেসিডেন্টের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করেছে — অন্যান্য দেশের ক্ষতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের পুরনো অবস্থান ফিরিয়ে আনা। আমি এই বিষয়ে পূর্ববর্তী এক বিশ্লেষণে বিস্তারিতভাবে লিখেছি, যা পড়ার পরামর্শ দিচ্ছি।

তবুও মার্কেটে এত শান্ত অবস্থা বিরাজ করতে কেন?
কেন তারা ইউরোপ বা অন্যান্য অঞ্চলের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির বিষয়ে উদ্বিগ্ন নয়?

বিনিয়োগকারীদের জন্য স্বল্পমেয়াদি অর্থনৈতিক বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ — তারা এগুলোকেই বিভিন্ন অ্যাসেটের দর বৃদ্ধির সম্ভাবনা মূল্যায়নের মাধ্যম হিসেবে দেখে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো — ভবিষ্যতের ঘটনাগুলো কতটা পূর্বানুমেয়। ইউরোপ, কানাডা, ভিয়েতনাম বা জাপানের কী হবে, তা বিনিয়োগকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয়। বরং তারা এমন একটি পূর্বানুমেয় নিয়ম কাঠামো খোঁজেন যেখানে তারা নিরাপদে কার্যক্রম পরিচালনা করতে পারেন। এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের মধ্যে চুক্তির সফলতা ট্রেডারদের টেনশন কমিয়ে দিয়েছে এবং কর্পোরেট শেয়ারের চাহিদা বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও এর বাণিজ্য অংশীদারদের (ইইউ, জাপান) মধ্যে শুল্ক-ভিত্তিক দ্বন্দ্ব চলতেই থাকবে, তবে এ বিষয়ে স্বচ্ছতা এখনও মার্কেটে সিদ্ধান্তের প্রধান চালক হিসেবে কাজ করছে।

এই কারণেই ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠক থেকে সুদের হারে পরিবর্তন না এলেও, মার্কেটের ট্রেডাররা তেমন কোনো বড় প্রতিক্রিয়া দেখাবে না বলেই ধারণা করা হচ্ছে। মূল দৃষ্টি থাকবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের প্রেস কনফারেন্সের দিকে। যদি তিনি ইঙ্গিত দেন যে ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে, তাহলে ফেড আবার সুদের হার হ্রাসের বিষয়টি বিবেচনায় নিতে পারে — যা গত বছর স্থগিত করা হয়েছিল। ট্রাম্পের বিজয়ের প্রেক্ষাপটে এই ধরনের বার্তা স্টক সূচকগুলোর আরও ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি ঘটাতে পারে।

একই ধারাবাহিকতায়, মার্কিন ডলারও প্রধান মুদ্রাগুলোর বিপরীতে শক্তিশালী হতে পারে — যদিও নিজে থেকে ডলারের ভেতরে কোনো মৌলিক উন্নতি ঘটেনি, বরং এর প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলো তাদের নিজ নিজ অর্থনীতির লুণ্ঠনের ফলে দুর্বল হয়ে পড়তে পারে।

আজ মার্কেটে কী প্রত্যাশা করা যায়?

আমার ধারণা, স্টক মার্কেটে সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে — তা পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দিক বা না দিক। ট্রাম্পের সাফল্য থেকে আগত মোমেন্টাম এখনও মার্কেটকে চালিত করছে। তার পাশাপাশি, আজকের দ্বিতীয় প্রান্তিকের জিডিপি প্রতিবেদন থেকে ইতিবাচক বার্তা আসতে পারে — যেখানে ০.৫% পতনের বিপরীতে ২.৫% প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে। ADP বেসরকারি খাতের কর্মসংস্থান এবং মূল PCE মূল্যসূচকের সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলও মার্কেটের পরিস্থিতি ও ডলারকে সমর্থন দিতে পারে — যেখানে পূর্বাভাস অনুযায়ী এই সূচকটি ৩.৫% থেকে কমে ২.৪% হতে পারে।

মার্কেটের সার্বিক পরিস্থিতি:

আমার বিশ্বাস, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে মার্কেটে ইতিবাচক পরিস্থিতি বজায় থাকবে।

Exchange Rates 30.07.2025 analysis

Exchange Rates 30.07.2025 analysis

দৈনিক পূর্বাভাস
#CL (WTI ক্রুড অয়েল)
WTI অয়েলের দর বর্তমানে 64.85–69.50 রেঞ্জের ঊর্ধ্বসীমার কাছাকাছি অবস্থান করছে — যেখানে এটি জুনের শেষ থেকে অবস্থান করছে। রাশিয়া এবং এর বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার সম্ভাবনা মূল্যকে $71.40 পর্যন্ত ঠেলে দিতে পারে। ক্রয়ের জন্য সম্ভাব্য লেভেল হলো $69.53।

স্বর্ণ
স্পট স্বর্ণের দর একটি বুলিশ ফ্ল্যাগ কন্টিনিউশন প্যাটার্ন থেকে নিচের দিকে ব্রেক করার পর এখন কনসোলিডেশনে রয়েছে। এটি স্বর্ণের আরও দরপতনের সম্ভাবনা সৃষ্টি করতে পারে, যেখানে সম্ভাব্য লক্ষ্যমাত্রা $3283.20। বিক্রয়ের জন্য সম্ভাব্য লেভেল হলো $3317.90।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.