empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.07.202512:09 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: XAU/USD। বিশ্লেষণ ও পূর্বাভাস

Exchange Rates 28.07.2025 analysis

আজকের সেশনে সামগ্রিকভাবে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করা সত্ত্বেও স্বর্ণের মূল্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, যদিও ডলারের মূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের মূল্যের রিবাউন্ডের সম্ভাবনাকে ব্যাহত করছে।

Exchange Rates 28.07.2025 analysis

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির সমাপ্তি ঘোষণা করেছেন, যার আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর 15% প্রাথমিক শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তির খবরের পাশাপাশি এসেছে। এছাড়া, সোমবার মার্কিন ও চীনা কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে নতুন আলোচনার খবরও এসেছে। এই সম্মিলিত খবরগুলো ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করছে।

তবে, বর্তমান পরিস্থিতিতে সক্রিয়ভাবে স্বর্ণ কেনাবেচা থেকে বিরত থাকা এবং ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিমালার ব্যাপারে স্পষ্ট সংকেতের জন্য অপেক্ষা করাই বাঞ্ছনীয়। মূল মনোযোগ থাকা উচিত মঙ্গলবার শুরু হতে যাওয়া দুইদিনব্যাপী ফেডের বৈঠকের দিকে, যেখানে প্রত্যাশা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রের স্থিতিশীল শ্রমবাজার এবং বছরের দ্বিতীয়ার্ধে নতুন করে শুল্ক আরোপের কারণে মুদ্রাস্ফীতির আশঙ্কার প্রেক্ষিতে বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখা হবে। একি সময়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ফেডের চেয়ার জেরোম পাওয়েলকে তার সুদের হার সংক্রান্ত অবস্থানের জন্য সমালোচনা করেছেন, যা স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থার ওপর রাজনৈতিক চাপের আশঙ্কা সৃষ্টি করছে। এদিকে, ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার এবং ট্রাম্প মনোনীত ভাইস চেয়ার ফর সুপারভিশন মিশেল বোম্যান জুলাই মাসের আসন্ন বৈঠকে সুদের হার কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন, যা ডলার ক্রেতাদের মধ্যে বাড়তি উত্তেজনার কারণ হয়েছে।

এই পরিস্থিতিতে, বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে ফেডের সিদ্ধান্ত এবং এরপরে পাওয়েলের বিবৃতি ও প্রেস কনফারেন্সই হবে মূল ইভেন্ট, যেগুলোতে ভবিষ্যৎ সুদের হার হ্রাসের কোনো ইঙ্গিত আছে কিনা তা ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা উচিত। পাশাপাশি, সপ্তাহজুড়ে গুরুত্বপূর্ণ মার্কিন মৌলিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, যা ডলারের মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং স্বর্ণবাজারকেও প্রভাবিত করতে পারে।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, শুক্রবারের সর্বনিম্ন লেভেল ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হওয়ায় সেটি বিয়ারিশ মুভমেন্টের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হয়েছিল। তবে দৈনিক চার্টে অসিলেটরগুলো মিশ্র সংকেত প্রদান করতে রয়েছে এবং $3316 লেভেলের নিচে মুভ ধরে রাখতে না পারা এখনও নিম্নমুখী প্রবণতাকে নিশ্চিত করে না। তাই স্বর্ণের সেল পজিশন কেবল তখনই বিবেচনায় নেওয়া উচিত যখন মূল্য এই সাপোর্ট লেভেলের নিচে নেমে যায়, যার ফলে মূল্য $3300-এর রাউন্ড লেভেল বা তার নিচে নেমে যেতে পারে।

অন্যদিকে, যদি স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হয়, তাহলে 4-ঘণ্টার চার্টে 200-পিরিয়ডের SMA এর কাছাকাছি $3350-এ রেজিস্ট্যান্স রয়েছে। এই লেভেল ব্রেকআউট করে মূল্য ঊর্ধ্বমুখী হলে সেটি স্বল্পমেয়াদে শর্ট-কভারিং শুরু করতে পারে এবং স্বর্ণের মূল্যকে $3371–3373-এর সাপ্লাই জোনের দিকে নিয়ে যেতে পারে। এই এরিয়ার উপরে ক্রয় অব্যাহত থাকলে $3400-এর সাইকোলজিক্যাল লেভেল এবং তার ওপরে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

Exchange Rates 28.07.2025 analysis

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.