empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

16.05.202510:38 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পূর্বাভাস, ১৬ মে – ডলারের জন্য কঠিন পথ

বৃহস্পতিবার EUR/USD পেয়ারের মূল্য দুইবার 1.1181 লেভেলের 127.2% ফিবোনাচি লেভেলের দিকে নেমে যায় এবং দুইবারই সেখান থেকে রিবাউন্ড করে, যা ইউরোর দর বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর ফলে আজ 1.1265–1.1282 রেজিস্ট্যান্স জোনের দিকে মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যদি মূল্য 1.1181 লেভেলের নিচে নিশ্চিতভাবে ক্লোজ করে, তাহলে মার্কিন ডলারের পক্ষে মুভমেন্ট শুরু হতে পারে এবং মূল্য আবারও 1.1074–1.1081 সাপোর্ট জোনের দিকে নেমে যেতে পারে। বিক্রেতারা এখনো মার্কেটে প্রভাব বিস্তার করছে, তবে চাপ ধীরে ধীরে বাড়ছে।

Exchange Rates 16.05.2025 analysis

ঘণ্টাভিত্তিক চার্টে ওয়েভ স্ট্রাকচার এখনো সহজসাধ্য। সর্বশেষ ঊর্ধ্বমুখী ওয়েভ আগের সর্বোচ্চ লেভেল ব্রেক করতে ব্যর্থ হয়েছে, আর সর্বশেষ নিম্নমুখী ওয়েভ আগের সর্বনিম্ন লেভেল ব্রেক করেছে—যা বিয়ারিশ প্রবণতা বজায় রাখছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা অগ্রগতির খবর বিক্রেতারা সমর্থন দিলেও, বিজয়ী হওয়ার আগে তাদের আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।

বৃহস্পতিবারের মৌলিক প্রেক্ষাপট এই পেয়ারের ক্রেতা এবং বিক্রেতা— কারো জন্যই খুব একটা সহায়ক ছিল না। ইউরোজোনে মার্চ মাসে শিল্প উৎপাদন রেকর্ড 2.6% বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি 0.4% থেকে কমে 0.3% হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, এপ্রিল মাসে খুচরা বিক্রয় 0.1% বৃদ্ধি পেয়েছে—যা প্রত্যাশাকে ছাড়িয়েছে, কিন্তু PPI বা উৎপাদক মূল্য সূচক 0.5% হ্রাস পেয়েছে। জেরোম পাওয়েলের মূল্যস্ফীতি বৃদ্ধির পূর্বাভাসের বদলে এই প্রতিবেদন বরং ভবিষ্যতে মুদ্রাস্ফীতি হ্রাসের ইঙ্গিত দিচ্ছে।

একপর্যায়ে, পাওয়েলকেও হয়তো পিছু হটতে হবে এবং চাপের মুখে ফেড হয়তো সুদের হার কমানোর পথে হাঁটতে বাধ্য হবে—যদিও গত বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এমন পদক্ষেপের প্রয়োজন নেই। বৃহস্পতিবার পুরো দিনজুড়ে মার্কেটে এই বিভ্রান্তিকর তথ্যের কারণে সাইডওয়েজ মুভমেন্ট দেখা গেছে, আর ট্রেডাররা ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য চুক্তির প্রতীক্ষায় রয়েছে। এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে—যা এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা অব্যাহত রাখার জন্য যথেষ্ট নয়।

Exchange Rates 16.05.2025 analysis

৪-ঘন্টার চার্টে, পেয়ারটির মূল্য এখনো 1.1213-এর 100.0% ফিবোনাচি লেভেলের নিচে অবস্থান করছে, যা 76.4% রিট্রেসমেন্ট লেভেল 1.0969 পর্যন্ত আরও দরপতনের সম্ভাবনা উন্মুক্ত করে রেখেছে। 1.1213 থেকে একটি রিবাউন্ড ডলারের মূল্য বৃদ্ধির প্রবণতা ফিরিয়ে আনতে পারে, অন্যদিকে এই লেভেলের ওপরে ক্লোজিং হলে সেটি ইউরোর পক্ষে সহায়ক হবে এবং বুলিশ প্রবণতা আবারও ফিরতে পারে—টার্গেট হবে 127.2% ফিবোনাচি লেভেল 1.1495। CCI ইন্ডিকেটরে একটি বিয়ারিশ ডাইভারজেন্স লক্ষ্য করা যাচ্ছে, যা মূল্যপতনের সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে।

কমিটমেন্ট অব ট্রেডার্স (COT) রিপোর্ট:

Exchange Rates 16.05.2025 analysis

সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, প্রফেশনাল ট্রেডাররা 2,196টি লং পজিশন ও 2,118টি শর্ট পজিশন ক্লোজ করেছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের মধ্যে সেন্টিমেন্ট এখনো বুলিশ, এবং এর পেছনে ট্রাম্পের ভূমিকাও রয়েছে। বর্তমানে স্পেকুলেটরদের কাছে 194,000টি লং পজিশন এবং 118,000টি শর্ট পজিশন রয়েছে। কয়েক মাস আগেও এই চিত্র উল্টো ছিল।

বড় বিনিয়োগকারীরা ২০ সপ্তাহ ধরে ইউরোর পজিশন হ্রাস করলেও এখন টানা ১৩ সপ্তাহ ধরে তারা লং পজিশন বাড়াচ্ছে এবং শর্ট পজিশন কমাচ্ছে। যদিও ইসিবি এবং ফেডের আর্থিক নীতিগত ব্যবধান এখনো ডলারের পক্ষে কাজ করছে, তবে ট্রাম্পের রাজনৈতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করতে পারে—এবং সেটিই সবচেয়ে বড় অনিশ্চয়তা।

অর্থনৈতিক ক্যালেন্ডার – ১৬ মে:

যুক্তরাষ্ট্র:

  • বিল্ডিং পারমিট (12:30 UTC)
  • হাউজিং স্টার্টস (12:30 UTC)
  • ইউনিভার্সিটি অব মিশিগান কনজিউমার সেনটিমেন্ট ইনডেক্স (14:00 UTC)

শুক্রবারের অর্থনৈতিক ক্যালেন্ডার অনুযায়ী বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, তবে এর কোনোটিকেই খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে না। সামগ্রিকভাবে, মৌলিক প্রেক্ষাপট মার্কেট সেন্টিমেন্টের উপর সীমিত প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

EUR/USD পূর্বাভাস এবং ট্রেডিং পরামর্শ:

ঘণ্টাভিত্তিক চার্টে যদি মূল্য 1.1181-এর নিচে থাকা অবস্থায় সেশন শেষ হয়, তাহলে পেয়ারটি বিক্রি করা যেতে পারে—লক্ষ্যমাত্রা হবে 1.1074–1.1081 জোন।
বিকল্পভাবে, ৪-ঘন্টার চার্টে 1.1213 লেভেল থেকে আরেকটি রিবাউন্ড হলেও বিক্রির সুযোগ তৈরি হতে পারে।
বর্তমানে, আমি এমন কোনো স্পষ্ট প্যাটার্ন দেখছি না যা এই পেয়ার ক্রয়ের জন্য সহায়ক হতে পারে।

ফিবোনাচি গ্রিড:

  • ঘণ্টাভিত্তিক চার্ট: 1.1265 – 1.1574
  • ৪-ঘন্টার চার্ট: 1.1214 – 1.0179

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.