empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

14.05.202509:35 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা

Exchange Rates 14.05.2025 analysis

তেলের বাজারে আবারও প্রাণ ফিরে এসেছে: গত সপ্তাহের শুরু থেকে ব্রেন্ট অয়েলের মূল্য 12% এর বেশি বেড়েছে, এবং এই মোমেন্টাম শুধুমাত্র গুজব নয়, বরং বাস্তব ঘটনাবলির ভিত্তিতে হয়েছে। তেলের মূল্যের এই মুভমেন্টের মূল চালিকাশক্তি ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য আলোচনা, যার ফলস্বরূপ পারস্পরিক শুল্ক সাময়িকভাবে হ্রাস করার ঘোষণা আসে। দীর্ঘস্থায়ী বাণিজ্য উত্তেজনায় ক্লান্ত ট্রেডারদের জন্য এটি ছিল স্বস্তির নিঃশ্বাস।

তবে রাশিয়া ও ইউক্রেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার অন্যান্য ভূরাজনৈতিক চাপ প্রশমিত হওয়া সত্ত্বেও এখনো তেলের বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। এটি ইঙ্গিত করে যে মার্কেটের ট্রেডাররা তেলের চাহিদা পুনরুদ্ধারের মূল চালিকা শক্তি হিসেবে রাজনৈতিক ইস্যুর চেয়ে বাণিজ্য ইস্যুতেই বেশি আস্থা রাখছে।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ তথ্য থেকেও তেলের মূল্য কিছুটা সমর্থন পেয়েছে। গত দুই সপ্তাহে সক্রিয় ড্রিলিং রিগের সংখ্যা 483 থেকে কমে 474-এ এসেছে—যা সরাসরি নির্দেশ করে যে উৎপাদকরা লোকসান করতে অনিচ্ছুক এবং ট্রেডাররা আগের দাম ভুলে গিয়ে বাস্তবতার সাথে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।

দিন প্রতি উৎপাদন কমে 13.46 থেকে 13.37 মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। একইসঙ্গে, বাণিজ্যিক মজুতও মৌসুমের স্বাভাবিক ধারা ভেঙে কমেছে—গত দুই সপ্তাহে যথাক্রমে 2 মিলিয়ন ও 2.7 মিলিয়ন ব্যারেল হ্রাস পেয়েছে। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়—বরং অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও তেলের ব্যাপক চাহিদার প্রমাণ।

গ্যাসের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রাকৃতিক গ্যাসের মূল্যও এই ঊর্ধ্বমুখী প্রবণতার বাইরে ছিল না। বসন্তে দরপতনের পর Henry Hub ফিউচার $3.70 প্রতি MMBtu লেভেল অতিক্রম করে, যা মে মাসের সর্বোচ্চ $3.80-এর কাছাকাছি পৌঁছেছে। মার্কিন কন্টিনেন্টাল অঞ্চলে গ্যাস উৎপাদন দিন প্রতি 105.8 থেকে 103.7 বিলিয়ন কিউবিক ফিট কমে যাওয়ায় গ্যাসের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে।

যদিও প্রধান LNG টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে রপ্তানি সাময়িকভাবে 15.1 Bcf/d-এ নেমে এসেছে, তবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি এখনও মধ্যমেয়াদে বুলিশ প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। মে মাসের শেষের দিকের তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী কুলিং মেশিন ব্যবহারের জন্য গ্যাসের চাহিদা বাড়তে পারে, যদিও সেটি সীমিত পরিসরে।

তেল ও গ্যাসের টেকনিক্যাল পূর্বাভাস

ব্রেন্টের মূল রেজিস্ট্যান্স জোন $67—যেটি এপ্রিল মাসে একটি সাপোর্ট লেভেল ছিল। যদি এই লেভেল ব্রেক করার পর ট্রেডিং সেশনের ক্লোজিং হয়, তাহলে $71 পর্যন্ত দর বৃদ্ধির সম্ভাবনা উন্মুক্ত হবে, যা একটি সম্পূর্ণ ট্রেন্ড রিভার্সালের সংকেত হতে পারে।

Exchange Rates 14.05.2025 analysis

একইভাবে WTI-এর জন্য মূল লেভেল $64, পরবর্তী টার্গেট $68। এই লেভেল ব্রেকআউট করে উপরে ক্লোজিং হলে তা কারেকটিভ ধাপের সমাপ্তি নিশ্চিত করবে এবং মে মাসের নিম্ন স্তর থেকে 20%-এর বেশি প্রবৃদ্ধি ঘটবে—যা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে একটি বুল মার্কেটের সূচনা হিসেবে গণ্য করা হয়।

ব্রেন্টের সাপোর্ট প্রায় $62.5-এ রয়েছে, এবং WTI-এর সাপোর্ট $59। মূল্য এই লেভেলের নিচে নেমে গেলে এপ্রিলের লো-লেভেলে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।

প্রাকৃতিক গ্যাসেও একই ধরনের মোমেন্টাম লক্ষ্য করা যাচ্ছে। রেজিস্ট্যান্স $3.80, পরবর্তী লক্ষ্যমাত্রা $4.20। সাপোর্ট $3.50 এবং $3.35-এ রয়েছে। RSI টেকনিক্যাল সূচক এখন ওভারবট জোনের কাছাকাছি পৌঁছে গেছে, তবে যতক্ষণ পর্যন্ত মূল্য $3.70-এর ওপরে থাকে, ততক্ষণ পর্যন্ত রিভার্সাল সিগন্যাল দিচ্ছে না।

উপসংহার

স্থানীয় মোমেন্টাম শক্তিশালী, তবে একটি নিশ্চিত ট্রেন্ড রিভার্সালের জন্য আরও দৃঢ় টেকনিক্যাল সংকেত এবং নিউজফ্লো প্রয়োজন। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হ্রাস এবং সীমিত মৌসুমি চাহিদার মধ্যেও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। বুলিশ পজিশন এখনও বজায় রয়েছে, তবে একটি নিশ্চিত বুলিশ প্রবণতার সম্ভাবনা আগামী ১-২ সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.