empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.03.202211:50 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন শেয়ার বাজার: ইউক্রেন যুদ্ধ গড়ালো দ্বিতীয় মাসে। পশ্চিমা দেশগুলোর শীর্ষ সম্মেলন।

Exchange Rates 24.03.2022 analysis

এসএন্ডপি -৫০০

যখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযান দ্বিতীয় মাসে প্রবেশ করেছে, ঠিক তখন ন্যাটো, জি ৭ এবং ইইউ দেশগুলোর নেতারা একটি অসাধারণ শীর্ষ সম্মেলনে মিলিত হতে চলেছেন৷

বুধবার মার্কিন শেয়ায়র বাজারের সূচকগুলো কিছুটা কমে বন্ধ হয়েছে, ডাও জোন্স এবং নাসডাক হারিয়েছে ১.৩% এবং এসএন্ডপি -৫০০ হ্রাস পেয়েছে ১.২% ।

ইউএস সূচকগুলো এসএন্ডপি-৫০০ সূচকের ৫০ দিনের মুভিং এভারেজের (MA)উপরে থাকলেও ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শুরুতে নিম্ন স্তরে ছিল।

গতকাল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেছেন যে নির্দিষ্ট কিছু দেশের কাছে প্রাকৃতিক গ্যাস বিক্রি হবে এবং তা মার্কিন ডলার বা ইউরোতে নয় রুবলে হবে। রাশিয়ার সর্বশেষ পদক্ষেপ হলো রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ইউরোপীয় ইউনিয়নের আমদানিকারকদের রুবল কিনতে বাধ্য করার একটি প্রচেষ্টা, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করা যায়।

জার্মান অর্থনীতিবিদ জেনস সুয়েডেকুম, ডাই ওয়েল্টকে বলেছেন যে এই সিদ্ধান্ত শুধুমাত্র রাশিয়ান গ্যাস রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করার সম্ভাবনা আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ পশ্চিমা কোম্পানিগুলো নিষেধাজ্ঞার কারণে রুবল কিনবে না। অধিকন্তু, রাশিয়ার দাবিগুলো দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহের চুক্তির শর্তাবলী লংঘন করেছে - বেশিরভাগ চুক্তির মূল মুদ্রা রুবল (RUB) নয়, তা হলো মার্কিন ডলার (USD)।

ইউক্রেনে যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। রাশিয়ান সেনাবাহিনী মূলত তার মূল অবস্থানে রয়ে গেছে। ইউক্রেন সরকার পশ্চিম ও মধ্য ইউক্রেনের নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে। ইউক্রেনের রাজধানী শহরের উত্তর উপকণ্ঠে অবস্থান থাকা সত্ত্বেও রাশিয়ান বাহিনী এখনও কিয়েভকে ঘিরে ফেলেনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার স্থল সেনাদের প্রতিহত করে যুদ্ধ-ক্ষমতা বজায় রেখেছে। মারিউপোলে প্রচণ্ড লড়াই চলছে, এবং শহরটি পুরোপুরি রুশ বাহিনী দ্বারা বেষ্টিত। শহরের অন্তত ১ লক্ষ বাসিন্দা সেখানে ভয়ানক পরিস্থিতিতে রয়ে গেছে। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং মানবিক সাহায্য বিতরণ অত্যন্ত কঠিন। অবরুদ্ধ খারকিভ ও চেরনিহিভ শহরেও মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। বোমা হামলার তীব্রতা কমছে, এবং যুদ্ধের গতিপথ ক্রমশ স্থবির হয়ে পড়ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের নিন্দা করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জি-৭ দেশগুলো আজ একটি যৌথ শীর্ষ সম্মেলন আহ্বান করতে চলেছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে, যার লক্ষ্য ক্রেমলিনকে যুদ্ধবিরতিতে বাধ্য করা।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, ব্রেন্ট প্রতি ব্যারেল ১২১.৮০ ডলারে পৌঁছেছে। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, গত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ কমেছে ২.৫ মিলিয়ন ব্যারেল।

এসএন্ডপি-৫০০ সুচক 4,456 এ ট্রেড করছে এবং আশা করা হচ্ছে 4,420-4,500 রেঞ্জের মধ্যে থাকবে।

মার্কিন টেকসই পণ্য অর্ডার পরিসংখ্যান আজ প্রকাশিত হবে - অর্থনীতিবিদরা আশা করছেন অর্ডারগুলো ০.৫% হ্রাস পাবে। যাইহোক, প্রধান বাজারের খেলোয়াড়রা ইউক্রেনের পরিস্থিতির উপর আজকের শীর্ষ সম্মেলনের দিকে মনোনিবেশ করছে।

USDX 98.80 এ ট্রেড করছে এবং এবং আশা করা হচ্ছে 98.50-99.10 রেঞ্জের মধ্যে থাকবে।

USD/CAD 1.2580 এ ট্রেড করছে এবং আশা করা হচ্ছে 1.2500-1.2700 রেঞ্জের মধ্যে থাকবে।

ইউক্রেনের শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি প্রয়োজন যাতে মার্কিন শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতি আবার শুরু হয়।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.