empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.01.202609:12 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ জানুয়ারি

Relevance up to 01:00 2026-01-31 UTC--5

গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $81,000 পর্যন্ত নেমে এসেছিল, আর ইথেরিয়ামের মূল্য নতুন নিম্ন লেভেল $2,682-এ পৌঁছেছিল এবং এখন পর্যন্ত খুব বেশি পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কেটে বিয়ারিশ প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেকারণে বর্তমান পরিস্থিতিতে ক্রিপ্টো অ্যাসেট ক্রয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

Exchange Rates 30.01.2026 analysis

যুক্তরাষ্ট্রে আয়ের প্রতিবেদন পেশের মৌসুমের শুরুতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দুর্বল ফলাফল প্রকাশ করায় ঝুঁকি গ্রহণের প্রবণতা তীব্রভাবে কমে গিয়েছে, যার ফলে ক্রিপ্টো মার্কেটে তীব্র দরপতন পরিলক্ষিত হচ্ছে এবং স্টক মার্কেটেও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ও মার্কেটের পরিস্থিতিকে প্রভাবিত করে থাকতে পারে।


বর্তমানে কেভিন ওয়ার্শকে ফেডের চেয়ারম্যান পদের জন্য শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এবং বিটকয়েনের জন্য নেতিবাচক। ফেড চেয়ারম্যান পদে ওয়ার্শকে নিয়োগ দেয়ার সম্ভাবনার মধ্যেই ক্রিপ্টো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এর জন্য যথেষ্ট কারণও রয়েছে।প্রথমত, ওয়ার্শকে মূলত 'হকিশ বা কঠোর অবস্থানধারী' হিসেবে বিবেচনা করা হয়—তার অবস্থানে মুদ্রাস্ফীতির ঝুঁকি ও কঠোর মুদ্রানীতির প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়। এর মানে, তিনি নিযুক্ত হলে দ্রুত মুদ্রানীতি নমনীয় করার, অর্থাৎ সুদের হার হ্রাসের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। দ্বিতীয়ত, হকিশ বা কঠোর অবস্থান সাধারণত বাস্তব সুদ এবং সরকারি বন্ডের আয় বাড়ায়। এর ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট যেমন বিটকয়েনে বিনিয়োগ করা কমিয়ে দিচ্ছেন এবং নিশ্চিত রিটার্ন প্রদানকারী রক্ষণাত্নক ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করছে। উচ্চ সুদের হার বজায় রাখা হলে সেটি সাধারণত অন্যান্য বিনিয়োগকে, যার মধ্যে ক্রিপ্টোও রয়েছে, কম আকর্ষণীয় করে তোলে। তৃতীয়ত, ওয়ার্শ লিকুইডিটি সংক্রান্ত নীতিমালার ক্ষেত্রে আরও কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে—এর মানে ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিট হ্রাস করা হতে পারে এবং অর্থনীতিতে সস্তা অর্থের প্রবাহ হ্রাস পেতে পারে। এই ধরনের কঠোর আর্থিক অবস্থান সাধারণত অ্যাসেটের মূল্যকে, বিশেষত ক্রিপ্টোকারেন্সির মূল্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।

ফলে, কেভিন ওয়ার্শকে ফেড চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার সম্ভাবনাই ইতিমধ্যেই মার্কেটে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা সৃষ্টি করেছে। কঠোরতর মুদ্রানীতির আশঙ্কায় ট্রেডাররা ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রি করতে শুরু করেছে, যার ফলে বিটকয়েনের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘমেয়াদে ফেড চেয়ারম্যান হিসেবে ওয়ার্শের নিযুক্তি ক্রিপ্টো মার্কেটকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। আজ ট্রাম্প পাওয়েলের পদে স্থলাভিষিক্ত করার জন্য প্রার্থীর নাম ঘোষণা করবেন, তাই মার্কেটে অনিবার্যভাবে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের ওপর ভিত্তি করে ট্রেডিং চালিয়ে যাব, দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতার এখনও সমাপ্তি ঘটেনি বলে প্রত্যাশা করছি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

Exchange Rates 30.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $83,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $82,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $83,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $82,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $82,900 এবং $83,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $80,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $82,100-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $80,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $82,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $82,100 এবং $80,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 30.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,990-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,961-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,990-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,938 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,961 এবং $2,990-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,910-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,938-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,910 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,961-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,938 এবং $2,910-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.