empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.01.202610:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৯ জানুয়ারি: ফেডের সিদ্ধান্ত ঘোষণার পর S&P 500 এবং নাসডাক সূচকে সামান্য পরিবর্তনের সাথে লেনদেন শেষ হয়েছে

Relevance up to 02:00 2026-01-30 UTC--5

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.01% বৃদ্ধি পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 0.17% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.42% হ্রাস পেয়েছে।

Exchange Rates 29.01.2026 analysis

ইক্যুইটি মার্কেটে অনিশ্চয়তার মধ্যেও কমোডিটি মার্কেটের রেকর্ড ঊর্ধ্বমুখী প্রবণতা ত্বরান্বিত হচ্ছে। ডলারের দুর্বলতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে স্বর্ণ, তামা ও রূপার দর ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। স্বর্ণের দর 2.7% বেড়ে আউন্স প্রতি $5,564-এ পৌঁছেছে, যেটির মূল্য এই মাসে প্রায় 29% বেড়েছে। রূপার মূল্য এই বছর 66% পর্যন্ত বেড়েছে, যা 2025 সালে 148% বৃদ্ধি পেয়েছে। তামার দর 7.9% বৃদ্ধি পেয়েছে, এবং ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। এই সমস্ত অ্যাসেট ডলারে মূল্যায়িত হওয়ায় এগুলো দুর্বল ডলারের সুবিধা এসেছে।

কমোডিটি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দুর্বল ডলারের কারণে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেতে পারে এই উদ্বেগের কারণে মার্কিন ট্রেজারি বন্ডের দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি না করলে গত বছর জুনে তিনি যে ধরণের হামলা করেছিলেন তার চেয়েও কঠোর সামরিক হামলা চালানো হতে পারে। ইরান আলোচনা থেকে বিরত থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আলোচনায় অগ্রগতি না থাকা এবং ইরানের পারমাণবিক সক্ষমতার বৃদ্ধি আন্তর্জাতিক হুমকি ও অনভিপ্রেত অবিশ্বাসের দ্বারা ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। তেলের বাজারে এর প্রভাব সুস্পষ্ট—বিনিয়োগকারারা মূল তেল প্রবাহ বহনকারী রুটে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন। যেকোনো সামরিক সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যা নিশ্চিতভাবেই তেলের মূল্যের উত্থান ঘটাবে এবং বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক সম্প্রদায় সংযম ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানালেও আগেও আমরা দেখতে পেয়েছি যে মার্কিন নীতিমালা খুব একটা বৈশ্বিক মতৈক্যের ভিত্তিতে পরিচালিত হয় না।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রযুক্তি কোম্পানিগুলোর মিশ্র আর্থিক ফলাফলের মাঝেই ট্রেডাররা সাহসী হয়ে ঝুঁকি নেয়ার বদলে নির্বাচিত অ্যাসেটে পজিশন ওপেন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এই ধরণের ঝুঁকি সুরক্ষামূলক অ্যাসেট যেমন স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।

Exchange Rates 29.01.2026 analysis

S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী থেকে আজ ক্রেতাদের তাৎক্ষণিক কাজ হলো সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,993 ব্রেক করানো। সেই লেভেল অতিক্রম করলে স্পষ্টভাবেই ঊর্ধ্বমুখী মোমেন্টাম শক্তিশালী হবে এবং সূচকটির মূল্যের $7,013-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য অপরিহার্য লক্ষ্য হলো সূচকটির মূল্যকে $7,033-এর উপরে ধরে, যা ক্রেতাদের অবস্থানকে দৃঢ় করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ার কারণে নিম্নমুখী মুভমেন্ট দেখা হলে সূচকটির দর $6,975-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; এই লেভেলের ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $6,961-এ নেমে যাবে এবং পরবর্তীতে $6,946-এ দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.