empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.01.202612:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৮ জানুয়ারি

বিটকয়েন সফলভাবে পুনরুদ্ধার করেছে এবং বর্তমানে এটির মূল্য $89,300-এ অবস্থান, আর ইথেরিয়ামের মূল্যও $3,000 লেভেল অতিক্রম করেছে এবং ঐ লেভেলের উপরে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

মূলত মার্কিন ডলারের ওপর বাড়তি চাপের কারণে বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক উত্থান পরিলক্ষিত হয়েছে, যা বর্তমানে চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে রয়েছে। গতকাল ডলার সূচক 2022 সালের পর থেকে সর্বনিম্ন লেভেলে নেমে গিয়েছিল, এবং আপাতত এই পরিস্থিতি সমাধানের কোনো দৃশ্যমান পরিকল্পনা দেখা যাচ্ছেনা। এতে বিটকয়েনসহ ঝুঁকিপূর্ণ অ্যাসেটের ক্রেতারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।

Exchange Rates 28.01.2026 analysis

এদিকে বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নিকট ভবিষ্যতে ইথেরিয়ামের মূল্য $3,300-এর উঠে আসতে পারে। অপশন মার্কেট ডেটা এবং অন-চেইন মেট্রিকসের ভিত্তিতে ক্রিপ্টো মার্কেটে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। এই সম্ভাব্য ঊর্ধ্বমুখী প্রবণতার মূল চালিকা শক্তিগুলোর মধ্যে রয়েছে লেয়ার টু (L2) ব্লকচেইনে কার্যক্রমের বৃদ্ধি এবং ইথেরিয়াম DEX ইকোসিস্টেমে ট্রেডিং ভলিউমের বৃদ্ধি। আরবিট্রাম, অপটিমিজম এবং জেডকে-রোলআপসের মতো লেয়ার টু সমাধানগুলোর প্রতি বাড়তি আকর্ষণ দ্রুত ও সস্তা লেনদেনের প্রতি ব্যবহারকারীদের চাহিদা নির্দেশ করে। এই নেটওয়ার্কগুলোতে গ্যাস ফি হ্রাস পাওয়ায় এগুলো নতুন অংশগ্রহণকারীদের আকর্ষণ করছে এবং উদ্ভাবনী DeFi অ্যাপ্লিকেশনগুলোর ডেভলপমেন্ট কার্যক্রম উৎসাহিত করে, যা পরোক্ষভাবে ইথেরিয়াম টোকেনের চাহিদা বাড়াবে। L2 প্রটোকলগুলোর টোটাল ভ্যালু লকড (TVL)-এর বৃদ্ধিও এই প্রবণতার একটি শক্তিশালী সূচক।

তবে সম্ভাব্য ঝুঁকিগুলোর কথা মনে রাখা জরুরি, যেমন স্মার্ট কনট্র্যাক্ট হ্যাক এবং সার্বিকভাবে মার্কেটে উচ্চ মাত্রার অস্থিরতা। তবু বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে L2 সমাধান ও DEX প্ল্যাটফর্মে উদ্ভাবনগুলো নিকট ভবিষ্যতে ইথেরিয়াম ইকোসিস্টেমের পরবর্তী উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল উৎস হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের গুরুত্বপূর্ণ পুলব্যাকগুলোর ওপর নজর রাখব, দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা অব্যাহত রয়েছে বলে প্রত্যাশা করছি।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

Exchange Rates 28.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $90,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $89,500-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $90,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $88,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $89,500 এবং $90,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $88,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $88,800-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $88,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $89,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $88,800 এবং $88,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 28.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,058-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,016-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,058-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,985 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,016 এবং $3,058-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,938-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,985-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,938 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $3,016-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,985 ও $2,938-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.