empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.01.202614:21 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ট্রাম্প শীঘ্রই ফেডের নতুন চেয়ারম্যান নিযুক্ত করবেন—ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে

Exchange Rates 27.01.2026 analysis

মার্কিন ডলার সূচক (DXY), যার মাধ্যমে ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর নির্ধারণ করা হয়, দরপতনের শিকার হয়েছে এবং রাউন্ড লেভেল 97.00-এর আশেপাশে এটি ট্রেড করা হচ্ছে।

ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সূচকটিকে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পরিলক্ষিত সর্বনিম্ন লেভেলে নিয়ে এসেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে মে মাসে জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হওয়ার পরে তিনি শীঘ্রই ফেডের নতুন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন। রয়টার্স জানিয়েছে যে বুকমেকারদের সবচেয়ে পছন্দের প্রার্থী হলেন ব্ল্যাকরকের প্রধান রিক রাইডার।

এসজিএইচ ম্যাক্রো অ্যাডভাইসরের প্রধান মার্কিন অর্থনীতিবিদ টিম ডয় জানিয়েছেন যে ফেডের পরবর্তী চেয়ারম্যানকে নীতিগত অবস্থানকে সামষ্টিক অর্থনৈতিক পটভূমি থেকে অথবা ফেড সদস্যদের ওপর প্রভাব থেকে আলাদা করে বিশ্লেষণ করা যাবে না। আবার আংশিকভাবে ফেডারেল সরকারি কার্যক্রম স্থগিত থাকার শঙ্কা থাকায় ডলারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

মার্কিন প্রশাসন পুনরায় আংশিক শাটডাউনের ঝুঁকিতে রয়েছে, কারণ সিনেটে ডেমোক্র্যাট নেতা চ্যাক শুমার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তহবিলসহ একটি ফান্ডিং প্যাকেজের বিরোধিতা করার অভিপ্রায় প্রকাশ করেছেন। সরকারকে তহবিল দেওয়ার জন্য কংগ্রেসকে 30 জানুয়ারির মধ্যে ব্যবস্থা নিতে হবে; না করলে আংশিক শাটডাউন ঘটবে।

বুধবারের বৈঠকে ফেড সম্ভবত 2025 সালে তিনবার হ্রাসের পর সুদের হার অপরিবর্তিত রাখবে। ট্রেডিংয়ের সুযোগের জন্য ফেডের চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের প্রতি ঘনিষ্ঠভাবে মনোযোগ দেওয়া উচিত, যেখানে মার্কিন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও সুদের হারের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যেতে পারে। ফেডের কর্মকর্তারা হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে মন্তব্য ডলারের সাম্প্রতিক দরপতনের মাত্রা সীমিত হতে পারে। আজ ADP থেকে কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন এবং মার্কিন ভোক্তা সূচক সংক্রান্ত প্রতিবেদনের প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, ডলার সূচকের রাউন্ড লেভেল 97.00-এর ঠিক নিচে রেজিস্ট্যান্স লেভেল পরিলক্ষিত হচ্ছে। তবু দৈনিক চার্টে অসিলেটরগুলো নেগেটিভ এবং রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স ওভারসোল্ড জোনের কাছাকাছি রয়েছে, যা একটি করেক্টিভ বাউন্সের সম্ভাবনা ইঙ্গিত করে। যদি মার্কিন ডলার সূচক (DXY) 97.00 লেভেলে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে দ্রুত সেপ্টেম্বরের সর্বনিম্ন লেভেল প্রায় 96.20-এর দিকে দরপতনের সম্ভাবনা রয়েছে। উক্ত লেভেলের উপর অবস্থান বজায় থাকলে সূচকটির দর 97.40-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 27.01.2026 analysis

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.