empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.01.202611:11 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান বজায় রেখেছে

স্বর্ণের মূল্য বাড়ছে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় দিনের মতো আউন্স প্রতি $5,000 লেভেলের উপরে অবস্থান করেছে। মার্কিন ডলারের দুর্বলতার মধ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার বিষয়টি মূল্যবান ধাতুর চলমান মূল্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

Exchange Rates 27.01.2026 analysis

আজ মূল্যবান ধাতু স্বর্ণের দর 1.4% বৃদ্ধি পেয়েছে, যা ধারাবাহিকভাবে টানা সাত দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেয়ার পর এবং ডলার সূচকের আরও পতনের পর স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে এই জল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে ইয়েনের সমর্থনে যুক্তরাষ্ট্র জাপানকে সাহায্য করতে পারে। রূপার দর 7%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য ও ইরানকে ঘিরে সংঘাত আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা আরও বেড়ে যাবে।স্টক মার্কেটের অস্থিরতা ও জাতীয় মুদ্রার দরপতন থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা ক্রমশ স্বর্ণের দিকে ঝুঁকছে, যেটিকে ঐতিহ্যগতভাবে একটি নির্ভরযোগ্য নিরাপদ-বিনিয়োগ

হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত মার্কিন ও ইউরোপের সরকারি বন্ডের প্রতি আস্থা হ্রাস স্বর্ণকে মূলধন সুরক্ষার বিকল্প উপায় হিসেবে আকর্ষণীয় করে তুলেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছরে স্বর্ণের দর দ্বিগুণেরও বেশি বেড়েছে—এটি মার্কেটে আতংকের নির্দেশক হিসেবে মূল্যবান ধাতুর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে।

1979 সালের পর বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি বৃদ্ধির পর স্বর্ণের দর ইতোমধ্যে এই বছরে 17% বেড়েছে, যা মূলত তথাকথিত ডিপ্রেসিয়েশন ট্রেডিংয়ের কারণে, যেখানে বিনিয়োগকারীরা মুদ্রা ও ট্রেজারি বন্ড থেকে সরিয়ে নেয়। জাপানের বন্ড মার্কেটে ব্যাপক বিক্রির প্রবণতা বড় সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতার সাম্প্রতিক উদাহরণ।

ইউরোপীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমুন্ডি এসএ-এর তথ্য অনুযায়ী, আমেরিকা অন্য দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ কমিয়ে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। আমুন্ডি উল্লেখ করেছে, "দীর্ঘ মেয়াদে, কারেন্সি ও বন্ডের দরপতনের বিরুদ্ধে স্বর্ণের বেশ কার্যকর একটি সুরক্ষার মাধ্যম এবং ক্রয়ক্ষমতা সংরক্ষণের একটি ভাল উপায়।" অনেক বিনিয়োগকারী ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখছেন, কারণ ফেডের পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেই বিষয়টি এখনও অনিশ্চিত। ফেডের চেয়ারম্যান নমনীয় অবস্থান গ্রহণ করলে সুদের হার আরও হ্রাস করা হবে এমন প্রত্যাশা মজবুত হবে, যা সুদ না দেয় এমন মূল্যবান ধাতুগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এই বুধবার সুদের হার হ্রাসের পদক্ষেপে বিরতি নেবে। কয়েক মাস ধরেই ফেডের ভেতরে সৃষ্ট মতবিরোধের পর শ্রমবাজারের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ফেড সদস্যগণ মতৈক্যে পৌঁছাতে পারেন।

Exchange Rates 27.01.2026 analysis

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $5,137 লেভেল ব্রেক করাতে হবে। এর ফলে স্বর্ণের মূল্যের $5,223-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,317 এরিয়া নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে, মূল্য $5,051-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই লেভেল ব্রেকআউট করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,975 পর্যন্ত নেমে যেতে পারে, সেইসাথে $4,893 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.