empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.01.202609:29 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট — ২৭ জানুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছিল। S&P 500 সূচক 0.50% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.43% বৃদ্ধি পেয়েছে। শিল্পখাতভিত্তিক ডাও জোন্স সূচক 0.64% বৃদ্ধি পেয়েছে।

স্টক মার্কেটে টানা পাঁচ সেশনে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে, একই সময়ে সোমবারের অস্থিরতার পর কারেন্সি পেয়ার স্থিতিশীল হয়েছে, মূলত ইয়েনকে শক্তিশালী করার জন্য সম্ভাব্য হস্তক্ষেপ সম্পর্কে জল্পনার পর মার্কেটে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।

Exchange Rates 27.01.2026 analysis

বৈশ্বিক স্টক মার্কেটের অন্যতম বিস্তৃত মানদণ্ড MSCI অল কান্ট্রি ইনডেক্স রেকর্ড উচ্চতার খুব কাছাকাছি পৌঁছেছে। মার্কিন স্টক সূচকগুলোতে সোমবারের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মার্কিন স্টক ফিউচারগুলো ইউরোপীয় ও মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে।

দুই দিন বৃদ্ধির পর ডলারের বিপরীতে ইয়েনের সামান্য দরপতন হয়েছে, যা কারেন্সি মার্কেটে সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপ সম্পর্কে জল্পনার মধ্যে ঘটেছে, আর রেকর্ড উচ্চতার কাছাকাছি স্বর্ণ ও রূপার ট্রেড করা হচ্ছে।

সর্বশেষ ট্রেডিং সেশনগুলোতে জাপানের বন্ড মার্কেটে উদ্ভূত উত্থান-পতন ও ইয়েনের দর নির্ধারণে সম্ভাব্য হস্তক্ষেপকে কেন্দ্র করে সব ধরনের অ্যাসেটে বাড়তি অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। এখন ট্রেডাররা ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, যা বুধবার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয় প্রতিবেদন প্রকাশিত হবে — যার মাধ্যমে AI-চালিত ঊর্ধ্বমুখী প্রবণতার দৃঢ়তা মূল্যায়ন করা যায়।

বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণের অপেক্ষায় রয়েছেন, যাতে করে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী নীতিগত পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়। ট্রেডাররা প্রায় নিশ্চিত যে সুদ হার অপরিবর্তিত থাকবে, তবে মুদ্রানীতি আবার নমনীয়করণের ইঙ্গিত দেয়া হলে তা নতুন করে স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী উস্কে দিতে পারে। মূল প্রশ্নটি রয়ে গেছে: মুদ্রাস্ফীতির বর্তমান হার নিয়ে ফেড কতটুকু সন্তুষ্ট এবং তারা কী আগত প্রতিবেদন মূল্যায়নকালে অপেক্ষা-ও-পর্যবেক্ষণের অবস্থান গ্রহণ করতে প্রস্তুত?

সিইও ডেভিড সলমন উল্লেখ করেছেন যে অর্থনৈতিকভাবে সবকিছু অনুকূলভাবে গঠিত হচ্ছে। তিনি বৈশ্বিক বাজারে অনুকূল শর্তগুলোর কথা উল্লেখ করেছেন এবং কার্যকর নীতিমালা ও ইতিবাচক নিয়ন্ত্রণমূলক প্রবণতাকে গুরুত্ব দিয়েছেন।

Exchange Rates 27.01.2026 analysis

S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $6,975 অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল অতিক্রম করলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত পাওয়া যাবে এবং পরবর্তী লেভেল $6,993-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার হলো সূচকটির মূল্যকে $7,013-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গেলে নিম্নমুখী প্রবণতা ক্ষেত্রে সূচকটির দর $6,961-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর দ্রুত $6,946-এ নেমে যেতে পারে এবং পরবর্তীতে $6,930-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.