empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.01.202610:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৭ জানুয়ারি

বিটকয়েনের মূল্য প্রায় $89,000-এ পৌঁছেছে এবং ইথেরিয়ামের মূল্য $3,000 লেভেলের কাছাকাছি চলে এসেছে, তবে এ পর্যন্তই—বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো প্রবল বুলিশ প্রবণতা দেখা যাচ্ছে না।

Exchange Rates 27.01.2026 analysis

গতকাল জানা যায় যে ওয়াশিংটনে তুষারঝড়ের কারণে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বিশদ আইন ক্ল্যারিটির সংশোধনী ও ভোটাভুটির শুনানি আবারও বাতিল করা হয়েছে। শুরুতে মঙ্গলবার সিনেট অ্যাগ্রিকালচার কমিটির বৈঠক নির্ধারিত ছিল, কিন্তু কমিটি এখন সেই বৈঠক বৃহস্পতিবারে পিছিয়ে দিয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হল নির্ধারিত এই শুনানিগুলোতে প্রথমবারের মতো সিনেটে ক্রিপ্টো আইন নিয়ে সংশোধনী ও ভোটাভুটি সংক্রান্ত আলোচনা শুরু হবে; কারণ সমান্তরালভাবে সিনেট ব্যাংকিং কমিটির প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হওয়ায় সেই শুনানিও স্থগিত করতে হয়েছে। অ্যাগ্রিকালচার কমিটির কাছে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন(CFTC) নিয়ন্ত্রণের এখতিয়ার রয়েছে, আর সিনেটের ব্যাংকিং কমিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC)-কে দেখাভাল করে—এই দুই সংস্থাই ক্রিপ্টোকারেন্সি খাত নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
গত সপ্তাহে রিপাবলিকানদের নেতৃত্বাধীন সিনেট অ্যাগ্রিকালচার কমিটি তাদের বিল প্রকাশ করেছিল, তবে তা ডেমোক্র্যাটদের সমর্থন পায়নি। ক্ল্যারিটি আইনকে এখনও অন্যতম প্রধান অনুঘটক হিসেবে বিবেচনা করা হচ্ছে যা মার্কেটে বুলিশ প্রবণতা ফিরিয়ে আনতে পারে; তাই আমরা নিকট ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো শক্তিশালী পুনরুদ্ধারের প্রত্যাশা করছি না।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক ট্রেডিং হিসেবে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামে যেকোনো উল্লেখযোগ্য দরপতনের ভিত্তিতে ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব—কারণ দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা বিদ্যমান রয়েছে বলে ধারণা করছি।


স্বল্প-মেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হল।

বিটকয়েন

Exchange Rates 27.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $89,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $88,600-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $89,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $88,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $88,600 এবং $89,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $87,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $88,300-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $87,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $88,600 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $88,300 এবং $87,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 27.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,988-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,950-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,988-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,926 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,950 এবং $2,988-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,895-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,926-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,895 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,950-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,926 এবং $2,895-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.