empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.01.202611:56 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্য $5,100-এ পৌঁছেছে

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের মূল্য $5,000 অতিক্রম করেছে। চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের মূল্যের চমকপ্রদ বৃদ্ধির ধারাবাহিকতা পরিলক্ষিত হচ্ছে। মূলত ট্রাম্প প্রশাসনের শাসনামলে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং বিনিয়োগকারীদের মধ্যে সরকারি বন্ড ও কারেন্সিভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার কারণে এই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে।

Exchange Rates 26.01.2026 analysis

রূপার মূল্যও উল্লেখযোগ্যভাবে 6% এরও বেশি বৃদ্ধি পেয়ে ঐতিহাসিক সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। বিশ্লেষকরা মূল্যবান ধাতুর চাহিদা আরও বাড়ার পূর্বাভাস দিচ্ছেন।

নিরাপদ বিনিয়োগের খ্যাতিসম্পন্ন অ্যাসেটগুলোর চাহিদা বৃদ্ধির পিছনে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার তীব্রতা, ডলারের ধারাবাহিক দরপতন, উচ্চ লিকুইডিটি এবং ফেডারেল রিজার্ভের নমনীয় আর্থিক নীতিমালাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে।

কেবলমাত্র মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির কারণেই মূল্যবান ধাতুগুলোর মূল্য বৃদ্ধি ঘটেনি। বিনিয়োগকারীরা স্বর্ণ ও রূপাকে কেবল মূলধন সংরক্ষণের মাধ্যম হিসেবে দেখছেন না, বরং ফিন্যান্সিয়াল মার্কেটের অস্থিরতার মাঝে মূলধন বৃদ্ধির একটি সুযোগ হিসেবেও দেখছেন। স্বল্পমেয়াদে স্টক মার্কেটে উত্থান পরিলক্ষিত হলেও অস্থিতিশীলতা লক্ষণ দেখা যাচ্ছে, যার ফলে বিনিয়োগকারীরা স্থিতিশীলতা ও রিটার্নের প্রত্যাশায় বিকল্প অ্যাসেটের দিকে আগ্রহী হচ্ছেন।মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ দিকে আগ্রহী হচ্ছে। ঐতিহাসিকভাবে অর্থনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী হিসেবে প্রমাণিত স্বর্ণ ও রূপা বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠছে।অর্থনীতিকে উদ্দীপ্ত করার লক্ষ্যে ফেডের নমনীয় আর্থিক নীতিমালা মার্কেটে লিকুইডিটি বাড়াচ্ছে; এর একটি অংশ অনিবার্যভাবে মূল্যবান ধাতুগুলোতে প্রবাহিত হয়ে সেগুলোর মূল্য বৃদ্ধিকে সমর্থন করছে। ট্রাম্পের গৃহীত নীতিমালা ও ফেডের ডোভিশ বা নমনীয় অবস্থানের প্রভাবে ডলার দুর্বল হওয়ায় বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ ও রূপা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

মধ্যমেয়াদে মূল্যবান ধাতু স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে—এটি স্পষ্ট। তবু এই অ্যাসেটগুলোর মূল্যের অস্থিরতার বিষয়টি মনে রাখা জরুরি। ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্বর্ণ ও রূপার মূল্যের করেকশন হতে পারে। বিনিয়োগকারীদের সতর্কতা অবলম্বন করে পোর্টফোলিও বৈচিত্র্যময় করে ঝুঁকি হ্রাস করতে হবে।

Exchange Rates 26.01.2026 analysis

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের প্রথমে স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $5,137 অতিক্রম করাতে হবে। এতে স্বর্ণের মূল্যের $5,223-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যার ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $5,317 লেভেল নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $5,051-এর নিচে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয় এবং এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হয়, তবে তা বুলিশ পজিশনের লিকুইডেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং স্বর্ণের মূল্য $4,975-এ নেমে যাবে, পরবর্তীতে $4,893 পর্যন্ত দরপতনেরও সম্ভাবনা রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.