empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.01.202612:38 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টো ট্রেডারদের আশাবাদ ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পুনরায় দরপতন শুরু হয়েছে। বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই $86,000 পর্যন্ত নেমে গিয়েছিল, যখন ইথেরিয়ামের মূল্য প্রায় $2,780-এ নেমে এসেছিল—যা ক্রেতাদের জন্য ইতোমধ্যেই বিরাজমান কঠিন পরিস্থিতিকে আরও নেতিবাচক করে তুলেছে।


সেইসাথে, নতুন তথ্য অনুযায়ী স্পট বিটকয়েন ইটিএফ-গুলো থেকে গত সপ্তাহে মোট $1.33 বিলিয়নের বিনিয়োগ বহিপ্রবাহ রেকর্ড করা হয়েছে। স্পট ইথার ইটিএফেও বিনিয়োগ বহিপ্রবাগ লক্ষ করা গেছে। এই নেতিবাচক প্রবণতা মার্কেটে চাপ বাড়াচ্ছে এবং পুনরুদ্ধারের ব্যাপারে ট্রেডারদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে। ইটিএফ থেকে বিনিয়োগ বহিপ্রবাহের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে।

Exchange Rates 26.01.2026 analysis

প্রথমত, এটি বছরের শুরুতে পরিলক্ষিত ঊর্ধ্বমুখী প্রবণতার পরে মুনাফা গ্রহণের প্রবণতার কারণে হয়েছে—অনেকে বিটকয়েনের মূল্য বেশ নিম্ন থাকা অবস্থায় এটি ক্রয় করেছিলেন, তারা বর্তমান মূল্যকে যথেষ্ট উচ্চ মনে করে মুনাফা নিশ্চিত করতে চেয়েছেন।


দ্বিতীয়ত, বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত সম্পর্কে উদ্বেগ বাড়ছে। ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পুনরায় শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের পোর্টফোলিও পুনর্বিবেচনা করতে এবং ঝুঁকিপূর্ণ অ্যাসেটসহ ক্রিপ্টো থেকে.পজিশন হ্রাস করতে প্ররোচিত করেছে।


তৃতীয়ত, আইনগত দিক থেকে অনিশ্চয়তা বিদ্যমান। ক্ল্যারিটি আইন সম্পর্কে এখনও কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। প্রস্তাবিত সংশোধিত আইনটি আইনপ্রণেতারা তৎক্ষণাৎ প্রত্যাখান করেছেন। ক্রিপ্টো সম্পর্কিত নিয়মগুলোর ব্যাপারে নিয়ন্ত্রণ কাঠামোগত অনিশ্চয়তা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে এবং বিদ্যমান হোল্ডাররা বিনিয়োগ সরিয়ে নিতে যেতে বাধ্য হচ্ছে। বহু প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগে নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষা করছে। মার্কেটের নিম্নমুখী প্রবণতা ও নেতিবাচক সংবাদের কারণে বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রেডিংয়ের পরামর্শ:

Exchange Rates 26.01.2026 analysis

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী বিটকয়েনের ক্রেতারা এখন মূল্য $88,500-এ ফেরত নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, যা সরাসরি $90,500-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে এবং তারপর বিটকয়েনের মূল্য $92,100-এ পৌঁছাতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $94,000-এর লেভেল নির্ধারণ করা হয়েছে। ওই লেভেল ব্রেক করলে সেটি মার্কেটে বুলিশ প্রবণতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে, বিটকয়েনের মূল্য $86,300-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার আশা করা হচ্ছে। ওই এরিয়ার নিচে দরপতন হলে বিটকয়েনের মূল্য দ্রুত $83,200-এ নেমে যেতে পারে, এবং প্রায় $81,200 পর্যন্ত দরপতন হতে পারে।

Exchange Rates 26.01.2026 analysis

ইথেরিয়ামের ক্ষেত্রে, $2,887-এর উপরে স্পষ্টভাবে কনসলিডেশন হলে সরাসরি $2,970-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $3,050-এর লেভেল নির্ধারণ করা হয়েছে। ইথেরিয়ামের মূল্য ওই লেভেলে অতিক্রম করলে মার্কেটে বুলিশ প্রবণতা শক্তিশালী হবে এবং ক্রেতাদের আগ্রহ পুনরায় বৃদ্ধি পাবে। যদি ইথারের দরপতন হয়, তাহলে মূল্য $2,789-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে প্রত্যাশা করা হচ্ছে। ওই জোনের নিচে দরপতন ঘটলে ইথেরিয়ামের মূল্য দ্রুত প্রায় $2,684-এ নেমে যেতে পারে, এবং পরবর্তীতে প্রায় $2,585 পর্যন্ত দরপতন হতে পারে।

চার্টে যা যা দেখা যাচ্ছে:

  • লাল লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে অথবা সক্রিয় মুভমেন্ট শুরু হতে পারে;
  • সবুজ লাইন ৫০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • নীল লাইন ১০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • হালকা সবুজ লাইন ২০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।

সাধারণত, অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা পৌঁছালে মার্কেটের বর্তমান মোমেন্টাম থেমে যেতে পারে অথবা নতুন প্রবণতার সূচনা হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.