empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.01.202611:16 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৩ জানুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

Relevance up to 01:00 2026-01-24 UTC--5

গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে উর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.55% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.91% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন ইন্ডাস্ট্রিয়াল সূচক 0.63% বৃদ্ধি পেয়েছে।

এশীয় ইকুইটি সূচকগুলো রেকর্ড উচ্চতায় পৌঁছিয়েছে এবং বাণিজ্য নীতিমালা সংক্রান্ত অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক ঝুঁকির মধ্যে বিনিয়োগকারীরা মার্কিন ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ায় পুনরায় ডলারের দরপতন শুরু হয়। মূল্যবান ধাতুগুলোর মূল্যও নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। এই পরিস্থিতি মূল মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা ও রাজনৈতিক পটভূমি সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রতিফলিত করে, যার ফলে মার্কেটের ট্রেডাররা অধিক নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিশীল বিনিয়োগের অনুসন্ধান করছেন।

Exchange Rates 23.01.2026 analysis

বিশেষভাবে, এশীয় স্টক মার্কেটগুলোর উত্থান কেবল বিনিয়োগ পুনর্বন্টনেই নয়, বরং সরকারের উদ্যোগে সমর্থিত কঠোর আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল—চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ইতিবাচক অর্থনৈতিক সম্প্রসারণ দেখা যাচ্ছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। ডলারের দরপতন ফেডারেল রিজার্ভের গৃহীত নীতিমালা প্রতি দুর্বল আস্থা এবং মার্কিন সরকারি ঋণের বৃদ্ধি সংক্রান্ত উদ্বেগকেও প্রতিফলিত করে। পুনরায় বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সহ ভূরাজনৈতিক ঝুঁকিও ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ বহির্গমনে ভূমিকা রাখছে।

আজ চীনের কেন্দ্রীয় ব্যাংক 2023 সালের পর প্রথমবারের মতো ইউয়ানের দর ডলার প্রতি 7-এর উপরে নির্ধারণ করেছে—যা ফরেক্স মার্কেটে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দুর্বল মার্কিন মুদ্রা মূল্যবান ধাতুর মূল্যকে ঊর্ধ্বমুখী করছে; স্বর্ণের দাম আউন্স প্রতি $4,965-এর রেকর্ড উচ্চতায় উঠে এসেছে, এবং রূপার দর আউন্স প্রতি প্রায় $100-এ পৌঁছিয়েছে।

উপরোক্ত পরিস্থিতি নীতিমালা সম্পর্কিত অনিশ্চয়তার বৃদ্ধির প্রেক্ষাপটে ঘটছে, যার মধ্যে ফেডের স্বাধীনতার ওপর চ্যালেঞ্জ এবং মার্কিন-ইউরোপ টানাপোড়েন থেকে উদ্ভূত পুনরায় শুল্ক আরোপের উদ্বেগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্রমবর্ধমান সংখ্যক বিনিয়োগকারী মার্কিন ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। বিনিয়োগকারীরা মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে এমার্জিং মার্কেট ফান্ডে রেকর্ড মাত্রায় বিনিয়োগ করছে, যা ডলারের ওপর চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ অনুযায়ী, ভারত এখন জাতীয় মুদ্রাকে সহায়তা এবং রিজার্ভ বৈচিত্র্যময় করার লক্ষ্যে মার্কিন ট্রেজারি বন্ড থেকে বিনিয়োগ কমিয়ে 5-বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নামিয়ে এনেছে—এটি বিশ্বের সবচেয়ে বড় বন্ড মার্কেট থেকে কিছু বড় অর্থনীতির দেশের বিনিয়োগ সরিয়ে নিয়ে আসার বিস্তৃত প্রবণতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আজ ট্রেডাররা বিশ্বের বৃহত্তম অর্থনীতি সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য মার্কিন PMI প্রতিবেদনের ফলাফল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। এছাড়া মার্কেটের ট্রেডাররা ফেডকে কেন্দ্র করে চলমান ঘটনাসমূহের দিকে নজর রাখছে, বিশেষ করে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি শীঘ্রই ফেডের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন।

Exchange Rates 23.01.2026 analysis

S&P 500-এর টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী আজ ক্রেতাদের তাৎক্ষণিক লক্ষ্যমাত্রা হচ্ছে সূচকটির মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,930 অতিক্রম করানো। সূচকটির দর ঐ লেভেলে অতিক্রম করলে আরও উর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাবে এবং $6,946-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সূচকটির মূল্যকে $6,961-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে নিম্নমুখী প্রবণতা শুরু হলে সূচকটির দর $6,914-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,896 পর্যন্ত নেমে যেতে পারে এবং $6,883-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.