empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.01.202610:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২১ জানুয়ারি

বিটকয়েনের মূল্য $88,000 এরিয়ায় নেমে এসেছে এবং ইথারের মূল্য প্রায় $2,900 এরিয়ায় অবস্থান করেছে। এতে সেইসকল ট্রেডারদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে যারা মার্কেটে বুলিশ প্রবণতা চলমান থাকার ওপর নির্ভর করেছিলেন, যেটার এখন আর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।

Exchange Rates 21.01.2026 analysis

গ্রিনল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইইউকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি এবং ট্রাম্প কর্তৃক নতুন করে বাণিজ্য শুল্ক আরোপের কারণে বিনিয়োগকারীরা তীব্রভাবে ঝুঁকি গ্রহণ থেকে বিরত রয়েছে—যা ক্রিপ্টো মার্কেটকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, ফলে বিনিয়োগকারীরা আতংকিত হয়ে পড়েছে এবং তাদের লাভ (যারা এই বছরের শুরুর দিকে পজিশন এন্ট্রি করেছে) এবং লোকসান (যারা বিটকয়েনের মূল্য $100,000-এর ওপর ফিরে আসার জন্য অপেক্ষা করেননি) উভয়ই লক ইন করছে।ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্যযুদ্ধের পটভূমিতে, ক্রিপ্টো মার্কেট—সবসময় বাহ্যিক ঘটনার প্রতি সংবেদনশীল—যেখানে উচ্চ মাত্রার অস্থিরতা বিরাজ করছে। মূল্যের দ্রুত উত্থান ও বিক্রির অভিজ্ঞতা না থাকা ট্রেডাররা রাজনৈতিক ও অর্থনৈতিক সংবাদে বিশেষভাবে উৎকণ্ঠাপূর্ণ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ট্রাম্পের সুরক্ষাবাদী পদক্ষেপের ফলে ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে বিনিয়োগ উত্তোলন স্বাভাবিকভাবেই ক্রিপ্টোকারেন্সিগুলো থেকে মূলধন সরে যাচ্ছে। কিন্তু এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ক্রিপ্টো মার্কেট চক্রাকারে চলে। দরপতনের পর অনিবার্যভাবে দর বৃদ্ধি পায়। মূল প্রশ্ন হল বর্তমান বিয়ারিশ প্রবণতা কতক্ষণ অব্যাহত থাকবে এবং কোন উদ্দীপকগুলো বিনিয়োগকারীদের আবার ঝুঁকি গ্রহণে আগ্রহী করতে পারে।দীর্ঘমেয়াদে, বিকেন্দ্রীকরণ ও ব্লকচেইন উন্নয়নের কারণে ক্রিপ্টোকারেন্সিগুলোতে বিনিয়োগের সম্ভাবনা বজায় রয়েছে। যাহোক, স্বল্পমেয়াদে ট্রেডারদের সতর্ক থাকা উচিত, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা উচিত এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া উচিত। আজ ট্রাম্প ডাভোসে বক্তৃতা দেবেন; তাঁর মন্তব্য বর্তমান বিয়ারিশ প্রবণতা দীর্ঘায়িত করতে পারে অথবা তা খুব দ্রুত শেষ করে দিতে পারে। দৈনিক কৌশল হিসেবে আমি বিটকয়েন ও ইথারের উল্লেখযোগ্য দরপতনের সময় ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব, একই সঙ্গে দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা অব্যাহত থাকার ওপর নির্ভর করছি, যা এখনও বিদ্যমান রয়েছে।স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হল।

বিটকয়েন

Exchange Rates 21.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $91,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $90,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $91,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $89,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $90,000 এবং $91,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $87,900-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $89,300-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $87,900-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $90,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $89,200 এবং $87,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

Exchange Rates 21.01.2026 analysis

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,048-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,999-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,048-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $2,961 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,999 এবং $3,048-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,925-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,961-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,925 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $2,999 -এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,961 এবং $2,925-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.