empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.01.202609:56 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট — ২০ জানুয়ারি

বিনিয়োগ স্থানান্তর ও বন্ডের লভ্যাংশ বৃদ্ধির মধ্যে S&P 500 সূচকের দরপতন অব্যাহত রয়েছে

Exchange Rates 20.01.2026 analysis

S&P 500 সূচকে এখনও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে — বিনিয়োগ স্থানান্তর এবং যুক্তরাষ্ট্র ট্রেজারি বন্ডের ইয়েল্ড বৃদ্ধির বিষয়টি স্টক মার্কেটের উপর চাপ সৃষ্টি করছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে বিনিয়োগ পুনঃবন্টন করছে, ফলে ইকুইটি সূচকগুলো এবং বিশেষ করে সুদের হারের প্রতি সংবেদনশীল খাতগুলোতে চাপের মাত্রা তীব্র হচ্ছে।

বাড়তি ঝুঁকি হিসেবে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নতুন করে শুল্ক আরোপের সম্ভাব্যতার বিষয়টিও রয়েছে। যদি এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হয়, তাহলে মার্কেটে দরপতন ত্বরান্বিত হতে পারে এবং বিশেষত স্বল্প-মূলধনসম্পন্ন কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ সেগুলো সাধারণত অনিশ্চিত বাণিজ্য পরিস্থিতি এবং ব্যয় বৃদ্ধির প্রতি অধিক সংবেদনশীল।

মার্কেটের মুভমেন্ট ও স্বল্পমেয়াদী প্রবণতা কাজে লাগিয়ে ইকুইটি, ইনডেক্স ও ডেরিভেটিভ ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে InstaSpot-এ ট্রেড করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

অস্থিরতা বেড়েছে: শুল্ক আরোপের হুমকি ও ইউরোপের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা স্টক মার্কেটে চাপ সৃষ্টি করছে।

Exchange Rates 20.01.2026 analysis

মার্কিন ইকুইটি মার্কেটে উচ্চ মাত্রার অস্থিরতা বিরাজ করছে এবং নেতিবাচক প্রবণতার সাথেই সাপ্তাহিক লেনদেন শেষ হতে পারে। মার্কেটে মূলত শুল্ক আরোপের ঝুঁকি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্রতর বৈরি সম্পর্কের কারণে চাপ সৃষ্টি হয়েছে। এই পটভূমিতে বিনিয়োগকারীরা সচেতনভাবে বাড়তি সতর্কতা অবলম্বন করছে এবং পোর্টফোলিওতে ইকুইটির অংশ কমাচ্ছে।

যদি শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তাহলে মার্কেটে অশান্ত পরিস্থিতি দেখা যেতে পারে। সেইসাথে ভোক্তা পর্যায়ে ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে, লজিস্টিক খরচ এবং ব্যবসায়িক খরচও বৃদ্ধি পেতে পারে। এতে কোম্পানিগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং আগামী প্রান্তিকগুলোতে মোট মুনাফার হার কমে যেতে পারে। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

শুল্ক আরোপের ঝুঁকি ও ফেডের অবস্থান নিয়ে অনিশ্চয়তার মাঝে মার্কিন ডলার দুর্বল হচ্ছে

Exchange Rates 20.01.2026 analysis

শুল্ক আরোপের হুমকি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন অর্থনীতি ও দেশটির বৈদিশিক বাণিজ্যিক পরিস্থিতির দিকে আরও সজাগভাবে দৃষ্টি দেয়া দরকার ।

ফেডের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের প্রত্যাশাও বাড়তি অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই ধরনের গুঞ্জনের মাঝে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের আকর্ষণ কিছুটা কমে গেছে, যা বিকল্প মুদ্রা ও সুরক্ষামূলক অ্যাসেটগুলোর চাহিদাকে সমর্থন করতে পারে।

মনে করিয়ে দিচ্ছি যে, ট্রেডাররা InstaSpot-এর ট্রেডিং সলিউশন ব্যবহার করে অস্থিরতার মধ্যেও কারেন্সি ও ইকুইটি ট্রেড করতে পারেন, যার মধ্যে স্টক, ইনডেক্স এবং ডেরিভেটিভ অন্তর্ভুক্ত রয়েছে। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.