empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

12.01.202612:49 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/CAD পেয়ারের বিশ্লেষণ এবং পূর্বাভাস

Relevance up to 05:00 2026-01-14 UTC--5

Exchange Rates 12.01.2026 analysis

USD/CAD পেয়ারের এখনো বিক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা মার্কিন ডলারের সাম্প্রতিক দুর্বলতার প্রতিফলন—বিশেষ করে সর্বশেষ সংবাদভিত্তিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে এই ইঙ্গিত পাওয়া যায়চ্ছে। একই সময়ে, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকি বৃদ্ধির কারণে USD ও CAD—উভয় মুদ্রার ক্ষেত্রেই একটি মিশ্র প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জোর দিয়ে বলেছেন যে, প্রেসিডেন্টের রাজনৈতিক সদিচ্ছার ভিত্তিতে নয় বরং কেন্দ্রীয় ব্যাংক জনগণের স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেয়। ফেডের স্বাধীনতা নিয়ে এই ইঙ্গিত মার্কেটে রাজনৈতিক চাপ নিয়ে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলস্বরূপ, মার্কিন ডলার সূচকের দরপতন হয়েছে—যা সর্বশেষ ৫ ডিসেম্বর রেকর্ডকৃত লেভেল এবং শুক্রবার আবার পরিলক্ষিত লেভেল থেকে নেমে এসেছে—ফলে USD/CAD পেয়ারের উপর আরও চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন যে তিনি ইরানে চলমান অস্থিরতার প্রতিক্রিয়ায় সম্ভাব্য পাল্টা পদক্ষেপ বিবেচনা করছেন—যার মধ্যে সামরিক শক্তি ব্যবহারের কথাও রয়েছে। এই বক্তব্য রাশিয়া–ইউক্রেন সংকট চলাকালীন সময়ে দেয়া হয়েছে এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। এই বিষয়টি, ফেডের অপেক্ষাকৃত "আক্রমণাত্মক" নীতিমালা না প্রণয়নের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা ডলারকে কিছুটা সহায়তা দিতে পারে।

Exchange Rates 12.01.2026 analysis

এদিকে, কানাডিয়ান ডলারের জন্য আরেকটি বাড়তি নেতিবাচক কারণ হচ্ছে দৈনিক চার্টে অপরিশোধিত তেলের দরপতন—যেহেতু CAD একটি কমোডিটি-নির্ভর কারেন্সি। ফলে মৌলিক দিক থেকে USD/CAD পেয়ার কিছুটা সহায়তা পাচ্ছে।

তাছাড়া, কানাডার শ্রমবাজার পরিস্থিতি অবনতি হওয়ার লক্ষণ আরও একটি নেতিবাচক দিক, যা "ব্যাংক অব কানাডা" কর্তৃক ভবিষ্যতে আর্থিক নীতিমালা কঠোর করার সম্ভাবনাকে হ্রাস করছে—যা CAD-এর ওপর আরও চাপ বাড়িয়ে দিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে, শুক্রবার প্রকাশিত গুরুত্বপূর্ণ নন-ফার্ম পেরোলস (NFP) প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বেকারত্ব হার হ্রাস পেয়ে 4.4%-এ চলে এসেছে, যা শ্রমবাজার নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে। এই ধরনের ফলাফল ইঙ্গিত দেয় যে, ফেড পূর্বের মতো দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে সুদের হার ধরে রাখতে পারে—ফলে ডলারের দুর্বলতা যেন আবার বেড়ে না যায়, তার জন্য এটি একটি সহায়ক কারণ হিসেবে কাজ করছে। এতে করে USD/CAD পেয়ারের বিক্রেতাদের মধ্যে নতুন করে সতর্ক মনোভাব দেখা যেতে পারে।

Exchange Rates 12.01.2026 analysis

ট্রেডিংয়ের আরও স্পষ্ট সুযোগ নির্ণয়ের জন্য আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনগুলোর দিকে নজর রাখা উচিত—বিশেষ করে মঙ্গলবার CPI (ভোক্তা মূল্য সূচক) এবং বুধবার PPI (উৎপাদক মূল্য সূচক) প্রকাশিত হওয়ার কথা। এই প্রতিবেদনগুলো প্রকাশের আগে এখনই ট্রেডারদের "অপেক্ষা ও পর্যবেক্ষণের" কৌশল গ্রহণ করাই যুক্তিযুক্ত।

টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, এই পেয়ারের মূল্যের তাৎক্ষণিক সাপোর্ট ৫০-দিনের EMA-র কাছাকাছি অবস্থানে রয়েছে। যদি এই পেয়ারের মূল্য এই লেভেলের নিচে প্রাইস নেমে যায়, তাহলে মূল সাপোর্ট হিসেবে ২০০-দিনের SMA-তে—1.3850 লেভেলের আশেপাশের লেভেল বিবেচনা করা হবে। যদি USD/CAD পেয়ারের মূল্য এই লেভেলগুলোতে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে আরও গভীর দরপতন দেখা যেতে পারে।

অন্যদিকে, এখন রেজিস্ট্যান্স 1.3900-এর রাউন্ড লেভেলে দেখা যাচ্ছে—যার নিকটে ১০০-দিনের SMA অবস্থান করছে। দৈনিক চার্টে ব্যবহৃত ওসিলেটরগুলো মিশ্র সংকেত দিচ্ছে, যা ইঙ্গিত করছে যে মঙ্গলবার ও বুধবারের মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের প্রকাশের আগে এই পেয়ারের মূল্য এখনো সুস্পষ্টভাবে দিক নির্ধারণ করেনি।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.