empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

12.01.202610:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: একাধিক কারণের সমন্বয়ে স্বর্ণের মূল্য নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

Relevance up to 02:00 2026-01-13 UTC--5

মার্কিন বিচার বিভাগ ফেডারেল রিজার্ভকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার পর, স্বর্ণ ও রূপার মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা আবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে, ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতিও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়িয়ে দিয়েছে।

Exchange Rates 12.01.2026 analysis

প্রতিবেদন অনুযায়ী, স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,600 লেভেলে পৌঁছে গেছে এবং রূপার মূল্য $85-এর কাছাকাছি চলে আসে—এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ ছিল ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ওই মন্তব্য, যেখানে তিনি বলেন, সম্ভাব্য ফৌজদারি মামলাকে আরও বৃহৎ দৃষ্টিকোণে দেখতে হবে; বিশেষ করে হোয়াইট হাউসের পক্ষ থেকে সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে ফেডের ওপর চলমান চাপ ও হুমকির প্রেক্ষাপটে। গত বছর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সরাসরি ফেডের সমালোচনা করেন এবং তার প্রশাসনের সেই ধারাবাহিক আক্রমণই ডলারের দরপতনের বিশেষ ভূমিকা রাখে।

আজকের এশিয়ান ট্রেডিং সেশনে ডলারের দরপতনের বিষয়টি মূল্যবান ধাতুতে বিনিয়োগ প্রবাহ বাড়িয়ে দেয়, বিশেষ করে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ইন্সট্রুমেন্টগুলোতে। রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ব্যবস্থার উপর সম্ভাব্য ঝুঁকির কারণে ট্রেডাররা স্বর্ণ ও রূপার প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন, যার ফলে এগুলোর মূল্য বৃদ্ধির মাত্রা এক নজিরবিহীন স্তরে পৌঁছে যায়।

এদিকে, ইরানে প্রাণঘাতী বিক্ষোভ পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে এবং ইসলামিক রিপাবলিকের পতনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ ও রূপার মতো নিরাপদ বিনিয়োগে মূলধন সংরক্ষণের আকর্ষণ বৃদ্ধি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, তিনি ইরান পরিস্থিতি নিয়ে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছেন। এসময় তিনি পুনরায় গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং ন্যাটো জোটের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। এই ঘটনাগুলো এক সপ্তাহ আগেই ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর ক্ষমতা দখলের পরে ঘটেছে।

এটি এখন স্পষ্ট যে মূল্যবান ধাতুগুলো একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতার কেন্দ্রে রয়েছে, যেখানে একাধিক অনুকূল পরিস্থিতি একসাথে কাজ করছে এবং এর ফলে মার্কেটে চাহিদা বিপুলভাবে বেড়ে গেছে। এর মধ্যে অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস, তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার সংকট এবং ফেডের উপর চাপ সৃষ্টির ঘটনা—এসব উপাদান স্বর্ণ ও রূপার মূল্য বৃদ্ধিকে সমর্থন করছে। ইতোমধ্যেই, বেশ কয়েকজন অ্যাসেট ম্যানেজার জানিয়েছেন যে তারা তাদের স্বর্ণ হোল্ড করা থেকে বেরিয়ে আসার চিন্তা করছেন না, বরং এই অ্যাসেটের দীর্ঘমেয়াদি মূল্য বৃদ্ধি ও নিরাপত্তার উপর পুরোপুরিভাবে আস্থা রাখছেন।

ভবিষ্যতে মূল্যবান ধাতুর মূল্য বিভিন্ন বিষয়ের দ্বারা নির্ধারিত হবে, যার মধ্যে রয়েছে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের অগ্রগতি, মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে ফেডের চেয়ারম্যানকে ঘিরে যেকোনো সম্ভাব্য পদক্ষেপ এবং বিনিয়োগকারীদের সামগ্রিক মনোভাব। তীব্র অনিশ্চয়তার এ প্রেক্ষাপটে স্পষ্ট কোনো পূর্বাভাস দেওয়া কঠিন, তবে এটুকু নিশ্চিত যে স্বর্ণ ও রূপা আগামী দিনগুলোতেও বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ঝুঁকি ব্যবস্থাপনা এবং মূলধন সংরক্ষণের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে যাবে।

স্বর্ণের টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী, ক্রেতাদের জন্য তাৎক্ষণিক লক্ষ্যমাত্রা হচ্ছে স্বর্ণের মূল্যের $4,591-এর রেজিস্ট্যান্স লেভেলটি ব্রেক করানো। স্বর্ণের মূল্য এই লেভেল অতিক্রম করলে, $4,647-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যদিও এই লেভেল ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী বেশ চ্যালেঞ্জিং হতে পারে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে $4,708 লেভেল বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $4,531 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। এই লেভেল ব্রেক করলে সেটি ক্রেতাদের জন্য একটি স্পষ্ট ধাক্কা হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4,531 লেভেলে নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $4,481 লেভেল পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.