empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

05.01.202611:10 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ট্রাম্প ভেনেজুয়েলার তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ চান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর ভেনেজুয়েলার নেতৃত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের দেশটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন।

Exchange Rates 05.01.2026 analysis

প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, "আমাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। আমাদের সেই তেল এবং অন্যান্য সম্পদের উপর নিয়ন্ত্রণ দরকার, যা দ্বারা আমরা তাদের অর্থনীতি পুনর্গঠন করতে পারি।"

গত উইকেন্ডে মাদক পাচার, অস্ত্র রাখার অভিযোগ ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিউ ইয়র্কে নিয়ে আসার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের জন্য মার্কিন তেল কোম্পানিগুলো শত শত কোটি ডলার বিনিয়োগ করবে।

ট্রাম্প বলেন, "দেশটি এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। তাদের পুনরুদ্ধারে সহায়তা করার এবং একইসঙ্গে নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের কাছে অনন্য একটি সুযোগ রয়েছে।"

তবে ভেনেজুয়েলার জ্বালানি খাতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, তেল অবকাঠামোর পুনর্গঠনের নামে এটি সহজেই এক ধরনের 'নতুন উপনিবেশবাদী আচরণে' পরিণত হতে পারে, যেখানে মার্কিন কোম্পানিগুলোর স্বার্থে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ শোষণ করা হবে।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের সঙ্গে কাজ করবে, তবে এখনো তার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি। রোববার রাতে এক বিবৃতিতে রোদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী 'পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের' ভিত্তিতে একটি উন্নয়ন প্রক্রিয়ার কাঠামোর মধ্যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আমন্ত্রণ জানাচ্ছেন।

ভেনেজুয়েলায় 'পরিস্থিতির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে' ট্রাম্প যখন এমন মন্তব্য করছেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একাধিক টিভি সাক্ষাৎকারে বলেন, "আমরা মূলত তেল খাতের দিকে দৃষ্টি দিচ্ছি। আমরা নজর রাখছি যে ডেলসি রোদ্রিগেজের সরকারের মধ্যে কেউ মার্কিন নীতির বিরোধিতা করে কিনা।" রুবিও আরও বলেন, "আমরা চাই ভেনেজুয়েলা একটি নির্দিষ্ট পথে অগ্রসর হোক, কারণ আমরা মনে করি এটি শুধু ভেনেজুয়েলার জনগণের জন্য নয়, আমাদের নিজস্ব জাতীয় স্বার্থের জন্যেও ভালো হবে।"

ট্রাম্প আবারও সতর্ক করে বলেন, "যদি ডেলসি রোদ্রিগেজ সঠিক পথ না বেছে নেন, তাহলে তাকে চড়া মূল্য দিতে হতে পারে—সম্ভবত মাদুরোর থেকেও বেশি।"

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.