empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.12.202509:51 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৯ ডিসেম্বর — S&P 500 ও নাসডাক সূচক বার্ষিক উচ্চতার কাছাকাছি অবস্থান করছে

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে সামান্য দরপতন পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 0.03% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 0.04% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.02% হ্রাস পেয়েছে।

বছরের শেষ প্রান্তিকেও, বিশ্বব্যাপী স্টক মার্কেটগুলোতে প্রবৃদ্ধি বজায় রয়েছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের সম্প্রসারণে মাধ্যমে সৃষ্টি হওয়া রেকর্ড প্রবৃদ্ধির ফলে মার্কেটগুলো এপ্রিলের মন্দাভাব থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে—যেসময় ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি মার্কেটে উদ্বেগের অন্যতম কারণ ছিল। MSCI অল কান্ট্রি অয়ার্ল্ড ইনডেক্স, যা বিশ্বের অন্যতম ব্রড স্টক মার্কেট সূচক, গত সপ্তাহে 1.4% বৃদ্ধির পর স্থিতিশীল থেকেছে এবং একটি নতুন শীর্ষ লেভেলের কাছাকাছি অবস্থান করছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্টক সূচক টানা সপ্তম দিনের মতো 0.3% প্রবৃদ্ধি প্রদর্শন করেছে, যেটি মূলত প্রযুক্তি এবং মাইনিং কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির প্রভাবে হয়েছে।

Exchange Rates 29.12.2025 analysis

শুক্রবার S&P 500 সূচক একেবারে সর্বোচ্চ লেভেলে কাছাকাছি থাকা অবস্থায় দৈনিক ট্রেডিং সেশন শেষ হয়েছে, যার ফলে মার্কিন স্টক সূচকের ফিউচারের ক্ষেত্রে হালকা দরপতন দেখা গেছে।

রূপার মূল্য নাটকীয়ভাবে বেড়েছে এবং এটির মূল্য প্রথমবারের মতো আউন্স প্রতি $80 অতিক্রম করেছে। স্পেকুলেটিভ ট্রেডিং ফ্লো এবং চলমান চাহিদা-সরবরাহ ভারসাম্যহীনতার কারণে এই ধরনের পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। অপরদিকে, স্বর্ণের মূল্য নতুন উচ্চতায় পৌঁছে সামানয় হ্রাস পেয়েছে, এবং তামার মূল্য 6%-এরও বেশি বেড়ে লন্ডন মেটাল এক্সচেঞ্জে রেকর্ড লেভেলে পৌঁছেছে।

গত কয়েক মাসে, মূল্যবান ধাতুগুলো ফিনান্সিয়াল মার্কেটের অন্যতম জনপ্রিয় বিনিয়োগে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পক্ষ থেকে ক্রয়ের হার বৃদ্ধি, ETF-এ (এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড) প্রবাহিত মূলধন, এবং ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে পরপর তিনবার সুদের হার হ্রাস। স্বল্প সুদের পরিস্থিতি সাধারণত এমন কমোডিটিকে সহায়তা করে যেগুলো সুদ দেয় না—ফলে ট্রেডাররা ২০২৬ সালে সুদের হার আরও হ্রাসের সম্ভাবনায় আগাম বাজি ধরছেন।

আইজি অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা রূপার ক্ষেত্রে প্রজন্মগত বাবলের সাক্ষী হচ্ছি। সোলার প্যানেল, ইভি, AI ডেটা সেন্টার এবং ইলেকট্রনিক্সের মতো শিল্প খাতে ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধির ফলে, ক্রমহ্রাসমান মজুদের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে এবং যার মাধ্যমে ফিজিক্যাল প্রিমিয়াম অতিরিক্ত মাত্রায় পৌঁছেছে।"

গত সপ্তাহে ভেনেজুয়েলায় পরিস্থিতির অবনতি—যেখানে যুক্তরাষ্ট্র দেশটির তেল ট্যাংকার আটকে দিচ্ছে, এবং একই সঙ্গে নাইজেরিয়ায় আইসিসের বিরুদ্ধে ওয়াশিংটনের হামলা—মূল্যবান ধাতুগুলোকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও জনপ্রিয় করে তুলেছে।

অন্যদিকে, তেলের দাম কিছুটা বেড়েছে, যা মূলত ২০২৬ সালে চীনের পক্ষ থেকে সম্ভাব্য চাহিদা বৃদ্ধির আশাবাদের কারণে ঘটেছে। তা সত্ত্বেও, ডিসেম্বর মাসে টানা পাঁচ মাস ধরে দরপতন পরিলক্ষিত হয়েছে, যা গত দুই বছরের মধ্যে দীর্ঘতম দরপতনের ধারাবাহিকতার রেকর্ড।

বিটকয়েনের মূল্য প্রায় ৩% বেড়েছে, এবং ডলারের দর স্থিতিশীল অবস্থানে রয়েছে।

Exchange Rates 29.12.2025 analysis

S&P 500-এর টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আজ ক্রেতাদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে সূচকটিকে $6,930-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম

করানো। যদি এই লেভেল সফলভাবে ব্রেক করা যায়, তবে নতুন ট্রেডারদের সূচকটির $6,949 লেভেল ব্রেকআউটের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে, সূচকটিকে $6,963 লেভেলের উপরে ধরে রাখতে পারলে ক্রেতাদের অবস্থান আরও মজবুত হবে। অন্যদিকে, যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে মার্কেটে দরপতন হয়, তাহলে সূচকটির মূল্য $6,914 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে গেলে সূচকটির মূল্য দ্রুত $6,896 পর্যন্ত নেমে আসতে পারে এবং এর নিচে $6,883 লেভেল পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.