empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.12.202510:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্য $4,500-এর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

Relevance up to 02:00 2025-12-24 UTC--5

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আজ স্বর্ণের মূল্য আরেকটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পুনরায় ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও হ্রাসের সম্ভাবনার মধ্যে স্বর্ণের মূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। রূপার মূল্যও নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।

Exchange Rates 23.12.2025 analysis

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যে সুরক্ষিত থাকতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত মূল্যবান ধাতুগুলোর দিকে ঝুঁকছেন। ঐতিহ্যগতভাবে এই অ্যাসেটগুলো "নিরাপদ বিনিয়োগ" হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, ফেডারেল রিজার্ভ থেকে আরও নমনীয় মুদ্রানীতির প্রত্যাশা ডলারের উপর আরও চাপ সৃষ্টি করছে, যার ফলে অন্যান্য মুদ্রাধারীদের কাছে স্বর্ণ ও রূপা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

মূল্যবান ধাতুগুলোর এই মূল্যবৃদ্ধি শুধু স্বল্পমেয়াদি কারণেই ঘটেনি, দীর্ঘমেয়াদি প্রবণতাও এতে ভূমিকা রাখছে—যেমন বিভিন্ন দেশের ক্রমবর্ধমান জাতীয় ঋণ, চলমান মুদ্রাস্ফীতির ঝুঁকি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিনিয়োগ বৈচিত্র্যকরণ।

স্পট মার্কেটে স্বর্ণের মূল্য আজ ১.২% বেড়ে প্রতি আউন্সে $4,500-এর ঠিক নিচে অবস্থান করেছে, যা বিগত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক বৃদ্ধির পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ট্রেডাররা ধারণা করছে, পরপর তিনবার সুদের হার কমানোর পর ফেড আগামী বছর আরও অন্তত দুবার সুদের হার কমাতে পারে।

বিশেষ করে ভেনেজুয়েলায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার ফলে, যেখানে যুক্তরাষ্ট্র দেশটির তেল ট্যাংকারগুলো পরিবহনে বাধা দিচ্ছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর ক্রমাগত চাপ বাড়ছে—এই প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ আরও জোরদার হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের মূল্য প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছে, এবং ১৯৭৯ সালের পর বার্ষিক ভিত্তিতে স্বর্ণের মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পেতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো কর্তৃক অতিরিক্ত স্বর্ণ ক্রয় এবং স্বর্ণ-ভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ETFs) আসা বিনিয়োগ এই দ্রুত মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মে মাস ছাড়া বাকি প্রায় প্রত্যেক মাসেই এই ধরনের ফান্ডে মোট বিনিয়োগের পরিমাণ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা পুনর্গঠনের আগ্রাসী পদক্ষেপ এবং ফেডারেল রিজার্ভের স্বায়ত্তশাসনের বিরুদ্ধে তার প্রকাশ্য হুমকি—এই দুই মিলিয়ে স্বর্ণের মূল্যের বুলিশ প্রবণতা সৃষ্টি হয়েছে।

Exchange Rates 23.12.2025 analysis

আগেই উল্লেখ করা হয়েছে, রূপার দামও ১.৪% বেড়ে আউন্স proti $70-এর কাছাকাছি পৌঁছেছে। ২০২৪ সালে এখন পর্যন্ত এই সাদা ধাতুটির দাম প্রায় ১৪০% বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে স্বর্ণের টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের প্রথমে স্বর্ণের মূল্যকে $4,481-এ রেজিস্ট্যান্সে পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্য পরবর্তী লক্ষ্যমাত্রা $4,531-এর দিকে এগিয়ে যেতে পারে, যার উপরে অতিক্রম করাটা কিছুটা কঠিন হতে পারে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে $4,591 লেভেল বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে, যদি স্বর্ণের মূল্য হ্রাস পায়, তাহলে বিক্রেতারা মূল্য $4,432 লেভেলে থাকা অবস্থায় মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি মূল্য এই রেঞ্জটি ব্রেক করে নিম্নমুখী, তাহলে এটি ক্রেতাদের জন্য গুরুতর ধাক্কা হবে এবং স্বর্ণের মূল্য $4,372 পর্যন্ত এবং সেখান থেকে $4,304 পর্যন্ত হ্রাস পেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.