empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.12.202511:44 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৩ ডিসেম্বর: S&P 500 এবং নাসডাক সূচকে প্রবৃদ্ধির গতি হ্রাস পেয়েছে

Relevance up to 02:00 2025-12-24 UTC--5

গত শুক্রবার, মার্কিন স্টক সূচকগুলোতে ইতিবাচকভাবে সাপ্তাহিক লেনদেন শেষ হয়েছে—S&P 500 সূচক 0.64% বৃদ্ধি পেয়েছিল, নাসডাক 100 সূচক 0.52% বৃদ্ধির পর লেনদেন শেষ হয় এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.47% বৃদ্ধি পেয়েছিল।

বিশ্বব্যাপী স্টক মার্কেটে ধারাবাহিকভাবে চতুর্থ দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, কারণ বিনিয়োগকারীরা বছরের শেষ দিকে একটি "ঊর্ধ্বমুখী প্রবণতার" প্রত্যাশা করছেন। MSCI অল কান্ট্রি ইনডেক্স মঙ্গলবারেও প্রবৃদ্ধি প্রদর্শন করেছে, যেখানে আগের সেশনে সূচকটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এশিয়া-প্যাসিফিক স্টক সূচক 0.5% বেড়েছে, যদিও মার্কিন স্টক ফিউচার তুলনামূলকভাবে স্থির রয়েছে এবং উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি।

Exchange Rates 23.12.2025 analysis

কমোডিটি মার্কেটে, স্বর্ণের মূল্য চলতি বছর ৫০তম বারের মতো নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি, রূপার মূল্যও নতুন উচ্চতায় পৌঁছেছে।

কারেন্সি মার্কেটে জাপানি ইয়েনের প্রতি ট্রেডাররা বিশেষভাবে দৃষ্টিপাত করছি। পরপর দ্বিতীয় দিনের মতো ইয়েন শক্তিশালী হয়েছে এবং প্রতি ডলারে 156 ইয়েনের নিচে নামতে পেরেছে। জাপানের ফাইন্যান্স মিনিস্টার সাতসুকি কাটায়ামার এক সাক্ষাৎকারের পর এই মুভমেন্টটি ঘটে, যেখানে তিনি বলেন—জাতীয় মুদ্রার মূল্যের অস্থিরতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাপানের "স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে"। এই মন্তব্য মূলত সেইসকল ট্রেডারদের জন্য একটি 'সতর্কবার্তা', যারা এবার ইয়েনের মূল্য 157.78 পর্যন্ত কমে আসার উপর বাজি ধরেছিল, যদিও গত শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বৃদ্ধি করে।

ইক্যুইটি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব সোমবার S&P 500 সূচককে ডিসেম্বরের দরপতন পুনরুদ্ধারে সহায়তা করে এবং সূচকটিকে টানা অষ্টম মাসের মতো প্রবৃদ্ধির পথে এগিয়ে দেয়—যা ২০১৮ সালের পর দীর্ঘতম ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা। টেসলা ইনকর্পোরেটেড এবং এনভিডিয়া কর্পোরেশনের স্টকের দর বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

২০২৩ সালের মতো আরেকটি সফল বর্ষ পার করার পর, এখন মূল প্রশ্ন হলো—২০২৬ সালেও বিনিয়োগকারীরা এই ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারবেন কিনা। বর্তমানে মার্কেটে পজিশনের পরিমাণ বাড়ছে, অথচ ফান্ড ম্যানেজাররা ইতিহাসের মধ্যে সবচেয়ে কম নগদ অর্থ ধরে রেখেছেন। প্রযুক্তি কোম্পানিগুলোর উচ্চ মূল্যায়ন নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রত্যাশা ধীরে ধীরে এগুলোকে ছাপিয়ে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান স্টিফেন মিরান জানিয়েছেন, "যদি ফেড আগামী বছরেও সুদের হার না কমায়, তাহলে তা মার্কিন অর্থনীতিকে মন্দার ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে।" তাঁর এই মন্তব্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটে বিনিয়োগের আগ্রহ আরও বাড়িয়েছে।

অন্যদিকে, এশিয়ায় চীনা স্টক মার্কেট সবচেয়ে দুর্বল ফলাফল প্রদর্শন করেছে, কারণ সিটি গ্রুপ ইনকর্পোরেটেডের বিশ্লেষকরা এগুলোর রেটিং কমিয়ে দিয়েছে। এর মূল কারণ হচ্ছে তুলনামূলক দুর্বল মুনাফার পূর্বাভাস ও সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের হতাশাজনক ফলাফল।

তেলের বাজারে, টানা চার দিন মূল্য বৃদ্ধির পর আজ তেলের দর কিছুটা স্থিতিশীল হয়েছে। কারণ, সাম্প্রতিক সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনো ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহে বিধিনিষেধ বজায় রেখেছে। ব্রেন্ট ক্রুডের দর চার দিনের ব্যবধানে প্রায় ৫% বেড়ে ব্যারেলপ্রতি $62-এ পৌঁছেছে, অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম $58-এর কাছাকাছি রয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার দুটি তেল ট্যাংকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং তৃতীয় একটি ট্যাংকার আটকানোর চেষ্টা চলছে, যার মাধ্যমে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর চাপ সৃষ্টি করছে।

Exchange Rates 23.12.2025 analysis


টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, আজ S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির নিকটবর্তী রেজিস্ট্যান্স লেভেল $6,874 ব্রেক করানো। এটি করা গেলে স্বল্পমেয়াদে সূচকটি নতুন লক্ষ্যমাত্রা $6,896 লেভেলে পৌঁছাতে পারবে। পাশাপাশি ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে সূচকটিকে $6,905-এর উপরে ধরে রাখা, যা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। অন্যদিকে, ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি আগ্রহ হ্রাস পেলে, যদি সূচকটির মূল্য নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,854 লেভেলের আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে, সূচকটির দর দ্রুত $6,837 পর্যন্ত নেমে যেতে পারে এবং সেখান থেকে $6,819-এর দিকেও নামতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.