empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

23.12.202509:16 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৩ ডিসেম্বর

Relevance up to 01:00 2025-12-24 UTC--5

বিটকয়েনের মূল্য $90,000 লেভেলে অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে এবং এটির মূল্য আবারও কমে প্রায় $87,000-এর কাছাকাছি চলে গেছে, বর্তমানে একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে বিটকয়েনের ট্রেড করা হচ্ছে। একইসাথে, ইথেরিয়ামের মূল্যও $3,000 লেভেলের নিচে নেমে গিয়ে স্বল্পমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা কমে গেছে।

Exchange Rates 23.12.2025 analysis

এই প্রেক্ষাপটে, ক্রিপ্টো জগতে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কোম্পানি স্ট্র্যাটেজি, যার নেতৃত্বে রয়েছেন মাইকেল সেইলর, গত সপ্তাহে অনেকদিন পর প্রথমবারের মতো বিটকয়েন ক্রয় করেনি। তবে প্রতিষ্ঠানটি তাদের রিজার্ভ $748 মিলিয়ন বাড়িয়েছে, যার ফলে তাঁদের মোট রিজার্ভ $2.19 বিলিয়ন এবং 671,268 বিটকয়েনে দাঁড়িয়েছে।

এই রিজার্ভ বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে কোম্পানিটি সম্ভবত ক্রিপ্টো মার্কেটে আরেকটি বড় দরপতনের প্রস্তুতি নিচ্ছে এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্কতা-মূলক অবস্থান গ্রহণ করছে।

রিজার্ভে এই বৃদ্ধির ফলে বোঝা যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অস্থিরতার মধ্যে সংস্থাটি কৌশলগত ঝুঁকি ব্যবস্থাপনার পন্থা গ্রহণ করেছে। অন্য যেসব প্রতিষ্ঠান হয়তো আরও আক্রমণাত্মকভাবে ক্রয়ের কৌশল অবলম্বন করছে, স্ট্র্যাটেজি বরং সতর্ক রয়ে গেছে এবং প্রতিকূল পরিস্থিতিতে ব্যাকআপ হিসেবে যথেষ্ট লিকুইড অ্যাসেট ধরে রাখছে।

এটি লক্ষণীয় যে, কোম্পানিটি শুধু স্বল্পমেয়াদি দরপতনের আশঙ্কাই করছে না, বরং সম্ভবত "ক্রিপ্টো উইন্টার" নামে পরিচিত দীর্ঘমেয়াদি অস্থিরতার জন্যও প্রস্তুতি নিচ্ছে। এই রিজার্ভ বৃদ্ধি মূলত এমন এক সময়ের প্রত্যাশা উপস্থাপন করছে, যখন মার্কেটে অত্যন্ত কম সক্রিয় ট্রেডিং কার্যক্রম বিরাজ করবে এবং মূল্য ব্যাপকভাবে উঠানামা করবে।

স্ট্র্যাটেজির এই পদক্ষেপটি মার্কেটের অন্যান্য ট্রেডারদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে এমনকি সবচেয়ে দৃঢ়ভাবে ক্রিপ্টোকে সমর্থনকারী সংস্থাগুলোও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি উপেক্ষা করতে পারছে না এবং সম্ভাব্য নেতিবাচক পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এর ফলে মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে মনোভাব আরও সতর্ক হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতের বিনিয়োগ কৌশলে প্রভাব ফেলতে পারে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের দিক থেকে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের দরপতনের সময়গুলো কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি, দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতা বজায় থাকবে বলে প্রত্যাশা করছি, যেটি এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো।

Exchange Rates 23.12.2025 analysis

বিটকয়েন

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $89,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $87,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $89,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $86,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $87,900 এবং $89,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $85,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $86,800-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $85,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $87,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $86,800 এবং $85,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 23.12.2025 analysis

ইথেরিয়াম

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,018-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,977-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,018-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $2,942 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,977 এবং $3,018-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,902-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,942-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,902 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $2,977-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,942 এবং $2,902-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.