empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

22.12.202512:21 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ইতিবাচক সংবাদের প্রভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা

Relevance up to 01:00 2025-12-23 UTC--5

গত শুক্রবার ঘোষণা করা হয় যে, মার্কিন সিনেটের অনুমোদনের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের মনোনীত দুইজন ক্রিপ্টো-বান্ধব প্রার্থী গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন, যা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে এবং সপ্তাহজুড়ে উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

Exchange Rates 22.12.2025 analysis

উল্লেখ্য যে, মাইকেল সেলিগকে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (CFTC)-র প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কাজ করেছেন এবং ক্রিপ্টো সংক্রান্ত নীতিমালা ও মার্কেটের কাঠামোর উপর দৃষ্টিপাত করেছেন। তিনি মনে করেন অধিকাংশ ক্রিপ্টো অ্যাসেট সিকিউরিটিজ নয়, বরং কমোডিটি হিসেবে বিবেচনা উপযোগী। তিনি স্টেবলকয়েন, টোকেনাইজেশন ও স্পট মার্কেটের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেন।

এদিকে, ট্রাভিস হিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স কর্পোরেশন (FDIC)-এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি বর্তমানে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ করছেন এবং ইতিপূর্বে তিনি প্রকাশ্যে ক্রিপ্টো কোম্পানিগুলোকে "ব্যাংকিং খাত থেকে পৃথক" করার বিপক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি, তিনি ব্যাংকগুলোর জন্য আলাদা নিয়ন্ত্রণ কাঠামোর অনুমোদন ছাড়াই ক্রিপ্টো অ্যাসেট নিয়ে কাজ করার অনুমতি দিয়েছেন এবং স্টেবলকয়েন নীতিনির্ধারণে ব্যাংকিং মডেলের পক্ষে মত দিয়েছেন।

সেলিগ ও হিলের এই নিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ওপর নিয়ন্ত্রণগত চাপ শিথিল হতে পারে এমন একটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। এর আগে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ক্রিপ্টো কোম্পানিগুলোর উপর যে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছিল, তা এই ইন্ডাস্ট্রির অগ্রগতিকে অনেকাংশে বাধাগ্রস্ত করেছিল। বর্তমানে তুলনামূলকভাবে নমনীয় দৃষ্টিভঙ্গিসম্পন্ন নিয়ন্ত্রকরা এই সংস্থাগুলোর দায়িত্ব গ্রহণের ফলে কোম্পানিগুলোর উদ্ভাবন ও প্রবৃদ্ধির সুযোগ আরও বাড়বে।

তবে মনে রাখতে হবে—এই খাতে এখনও স্পষ্ট ও নির্ভরযোগ্য নীতিমালার অভাব রয়েছে; তাই আগামীতে এমন নিয়মনীতি প্রণয়ন করতে হবে যা ইন্ডাস্ট্রির স্বার্থ ও বিনিয়োগকারীর সুরক্ষা উভয় বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখবে। প্রবৃদ্ধি ও উদ্ভাবনে বাধা না দিয়ে প্রতারণা ও অপব্যবহারের বিরুদ্ধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।

তারপরও, সেলিগ ও হিলের নিয়োগ নিঃসন্দেহে ক্রিপ্টো কমিউনিটির জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা। তাদের আগমন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ ব্যবস্থার নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে, যেখানে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের পরিবর্তে উদ্ভাবন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে।

ট্রেডিংয়ের পরামর্শ:

Exchange Rates 22.12.2025 analysis

বিটকয়েনের টেকনিক্যাল চিত্র অনুযায়ী, বর্তমানে ক্রেতারা বিটকয়েনের মূল্যকে $89,600 লেভেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিটকয়েনের মূল্য এই লেভেল অতিক্রম করলে বিটকয়েনের মূল্য সরাসরি $92,300 পর্যন্ত অগ্রসর হতে পারে; সেখান থেকে $95,000 লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা থাকবে $95,900 লেভেলে অবস্থিত সর্বোচ্চ লেভেলের কাছাকাছি, এবং এই লেভেল ব্রেক করে বিটকয়েনের মূল্য ঊর্ধ্বমুখী হলে মার্কেটে বুলিশ প্রবণতা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। যদি বিটকয়েনের দরপতন হয়, তাহলে আমি মূল্য $87,400 লেভেলে থাকা অবস্থায় পুনরায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করছি। বিটকয়েনের মূল্য এই লেভেলের নিচে ফিরে আসলে এটির মূল্য দ্রুত $85,500 পর্যন্ত নামতে পারে, এবং পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $83,220 এরিয়া বিবেচনা করা যেতে পারে।

Exchange Rates 22.12.2025 analysis

ইথেরিয়ামের মূল্য স্পষ্টভাবে $3,105 লেভেলের ওপরে কনসোলিডেশন হলে এটির মূল্য সরাসরি $3,233 লেভেলের দিকে অগ্রসর হতে পারে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা থাকবে $3,349 লেভেলে, এবং মূল্য এই লেভেল অতিক্রম করলে মার্কেটে বুলিশ প্রবণতা দেখা যাবে ও ক্রেতাদের বিদ্যমান আগ্রহ আরও শক্তিশালী হবে। যদি ইথেরিয়ামের মূল্য কমে যায়, তাহলে আমি মূল্য $2,997 লেভেলে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করছি। মূল্য এই লেভেলের নিচে নামলে ETH-এর মূল্য দ্রুত $2,858 পর্যন্ত নেমে যেতে পারে, এবং পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $2,763 লেভেল বিবেচনা করা যেতে পারে।

চার্টের বিশ্লেষণ:

  • লাল লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট মন্থর হতে পারে বা তীব্র মুভমেন্ট শুরু হতে পারে;
  • সবুজ লাইন হল ৫০ দিনের মুভিং অ্যাভারেজ;
  • নীল লাইন হল ১০০ দিনের মুভিং অ্যাভারেজ;
  • হালকা সবুজ লাইন ২০০ দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।

সাধারণত, যেকোনো অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা টেস্ট করলে মার্কেটে মুভমেন্ট থেমে যেতে পারে অথবা নতুন মোমেন্টাম শুরু হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.