empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.12.202513:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: বিশ্লেষণ ও পূর্বাভাস

Relevance up to 04:00 2025-12-18 UTC--5

Exchange Rates 17.12.2025 analysis

EUR/USD পেয়ারের মূল্য বর্তমানে 1.1700-এর সাইকোলজিক্যাল লেভেলের আশেপাশে স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে এবং আগের দিনের তীব্র দরপতনের পরে এখানে মূল্যের মুভমেন্ট কিছুটা থেমেছে। একইসাথে, মৌলিক প্রেক্ষাপট এখনও এই পেয়ারের ক্রেতাদের জন্য অনুকূল রয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই পেয়ারের স্পট মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাই এখন বেশি।

Exchange Rates 17.12.2025 analysis
নভেম্বর মাসে নন-ফার্ম পে-রোলস (NFP) প্রতিবেদন পর মার্কিন ডলারের দর কিছুটা গতিশীল হয়; যেখানে দেখা যায়, উক্ত মাসে খুব কম কর্মসংস্থান সৃষ্টি হয়ে ছিল, যা অক্টোবরের শুরুর পর থেকে দেখা যায়নি। এই পরিস্থিতি ফেডারেল রিজার্ভের নমনীয় মুদ্রানীতি পটভূমিতে ঘটেছে, যা EUR/USD পেয়ারকে সহায়তা করছে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো (BLS)-এর মতে, নভেম্বর মাসে মার্কিন অর্থনীতিতে মাত্র 64,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে বিশ্লেষকরা 50,000 কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করেছিল। অন্যদিকে, অক্টোবর মাসে কর্মসংস্থানের সংখ্যা 105,000 হ্রাস পেয়েছিল। বেকারত্বের হারও বেড়ে 4.4% থেকে 4.6%-এ উঠে এসেছে।

এই ধরনের মিশ্র ফলাফলের পরেও, মার্কেটের ট্রেডাররা এখনও প্রত্যাশা করছে যে ফেডারেল রিজার্ভ আগামী বছরে অন্তত দুইবার সুদের হার কমাবে। এই "ডোভিশ বা নমনীয়" অবস্থানের প্রত্যাশা আরও শক্তিশালী হয়েছে ফেড চেয়ারম্যান পদের সম্ভাব্য পরিবর্তন সংক্রান্ত খবর দিয়ে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডের চেয়ারম্যান পদের জন্য একাধিক প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন—এর মধ্যে বর্তমান গভর্নর ক্রিস্টোফার ওয়ালার, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হ্যাসেট এবং সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শ রয়েছেন।

অন্যদিকে, ইউরোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেটে এই আত্মবিশ্বাস বাড়ছে যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে তাদের সুদের হার কমানোর কার্যক্রম সম্পন্ন করেছে। তবে বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইসিবির গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রেডাররা নতুন পজিশনে এন্ট্রি করতে কিছুটা সতর্কতা অবলম্বন করছে। কারণ, ইসিবির চূড়ান্ত সিদ্ধান্ত ইউরোর চাহিদার উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং EUR/USD পেয়ারের মূল্যের নতুন প্রবণতা সৃষ্টি করতে পারে।

বুধবার ইউরোজোনের চূড়ান্ত ভোক্তা মূল্যসূচক (CPI) প্রকাশিত হবে, যা মার্কেটের সার্বিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ভোক্তা মূল্য সূচক, যা একদিকে ডলারের চাহিদা নির্ধারণ করবে এবং অন্যদিকে EUR/USD পেয়ারের মূল্যের পরবর্তী উল্লেখযোগ্য মুভমেন্টের অন্যতম মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.