empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.12.202511:12 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্য ঐতিহাসিক উচ্চতায় উঠে এসেছে

গতকাল স্বর্ণের মূল্য রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছায়, কারণ বিনিয়োগকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি আসন্ন মূল্যস্ফীতির প্রতিবেদনকে ঘিরে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছিল। একইসাথে ভেনেজুয়েলায় উত্তেজনার মাত্রা বৃদ্ধির ফলে এই মূল্যবান ধাতুর চাহিদাও বেড়েছে। সেইসাথে রুপার মূল্যও নতুন উচ্চতায় পৌঁছায় এবং টানা শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

Exchange Rates 17.12.2025 analysis

স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,325 লেভেল অতিক্রম করে, যেখানে এটি পূর্ববর্তী সেশনে কিছুটা দরপতনের পর পুনরুদ্ধার করে। বৃহস্পতিবার প্রকাশিতব্য মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন সার্বিকভাবে ট্রেডারদের নজরদারির আওতায় থাকবে, কারণ এর ভিত্তিতে বোঝা যাবে—ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার আরও কমানোর জন্য কতটা প্রস্তুত।

স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে ভেনেজুয়েলার ঘটনাবলিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেল ট্যাংকারের উপর অবরোধ জারি করেন। মার্কিন প্রেসিডেন্ট এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি ও স্থল অভিযানের হুমকির পটভূমিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াচ্ছেন।

স্বর্ণ ঐতিহ্যগতভাবে একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়, যেখানে বিনিয়োগকারীরা অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় বিনিয়োগ করে থাকেন। মার্কিন শ্রমবাজার সংক্রান্ত পূর্বে প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল প্রাথমিকভাবে কিছুটা অস্থিরতা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত তা মার্কিন অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে; তবে, বহুল প্রত্যাশিত মূল্যস্ফীতির প্রতিবেদনই এখন প্রধান নিয়ামক হিসেবে বিবেচিত হচ্ছে, যা মার্কেটের সার্বিক পরিস্থিতি পাল্টে দিতে পারে।

এছাড়াও, ভেনেজুয়েলাকে ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং অন্যান্য ভূ-রাজনৈতিক ঝুঁকি স্বর্ণের চাহিদা বাড়িয়ে তুলেছে। ঐ অঞ্চলের অস্থিতিশীলতা বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে এবং বিশ্বব্যাপী ফিন্যান্সিয়াল মার্কেটে অনিশ্চয়তা বৃদ্ধি করতে পারে।

উল্লেখযোগ্য যে, চলতি বছরে স্বর্ণের মূল্য আনুমানিক দুই-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি ১৯৭৯ সালের পর থেকে বার্ষিক ভিত্তিতে সর্বোচ্চ বৃদ্ধির পথে রয়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা মূলত কেন্দ্রীয় ব্যাংকগুলোর সক্রিয় ক্রয় এবং সুদের হার কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি বন্ড থেকে বিনিয়োগকারীদের সরে দাঁড়ানোর কারণে ঘটেছে।

ফেডের নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়েও মার্কেটে উদ্বেগ রয়েছে, কারণ এটি আগামী বছরের আর্থিক নীতির বিষয়ে অতিরিক্ত সংকেত প্রদান করবে। প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি আগ্রাসী হারে সুদের হার কমানোর পক্ষে, আজ ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস ওয়ালারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে, যেখানে ওয়ালারের মনোনয়ন নিয়ে আলোচনা করার কথা রয়েছে। চলতি সপ্তাহে আরও এক বা দুইজন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে, এবং জানুয়ারির শুরুতে নতুন ফেড চেয়ারম্যানের নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে। ফেডের অবস্থান যতটা নমনীয় হবে, স্বর্ণের চাহিদাও ততটাই বৃদ্ধি পাবে।

Exchange Rates 17.12.2025 analysis

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী ক্রেতারা যদি স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,372-এর লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়, তাহলে স্বর্ণের মূল্যের $4,432-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যেটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট কঠিন হবে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা হবে $4,481 এরিয়া। অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে বিক্রেতারা প্রথমে মূল্য $4,304 লেভেলে থাকা অবস্থায় মার্কেটে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তাঁরা সফল হলে, এই রেঞ্জ ব্রেকআউট করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি পজিশনের জন্য একটি বড় ধাক্কা হবে এবং স্বর্ণের মূল্য কমে $4,249 এর নিচে পৌঁছাতে পারে, যা আরও দরপতন $4,186 লেভেলে নেমে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.