empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

05.12.202509:11 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৫ ডিসেম্বর

Relevance up to 01:00 2025-12-06 UTC--5

বিটকয়েনের মূল্য $94,000 লেভেল থেকে অল্প পরিমাণে কমেছে এবং বর্তমানে $92,000 রেঞ্জে ট্রেড করছে, তবে একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর হওয়ার সম্ভাবনা এখনো বজায় রয়েছে। ইথেরিয়ামের মূল্য এখনো $3,100 লেভেলের ওপরে অবস্থান করছে, যা অত্যন্ত ইতিবাচক একটি সংকেত।

গতকাল, ব্ল্যাকরকের সিইও নিশ্চিত করেন যে কিছু রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ইতোমধ্যে বিটকয়েন ক্রয় করছে। নভেম্বর মাসের কারেকশনের ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের উদ্দেশ্যে বড় অংকের বাই পজিশন গঠনের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছিল।

Exchange Rates 05.12.2025 analysis

এই বিবৃতিটি নিঃসন্দেহে ক্রিপ্টো মার্কেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ সংকেত। বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগ প্রতিষ্ঠান ব্যাকরকের এই বক্তব্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মানসিকতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীন এই তহবিলগুলোর নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, এগুলো বিটকয়েনের আগ্রহ প্রকাশ করায় এটি মূলত ক্রিপ্টোকারেন্সির প্রতি মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে বিটকয়েনকে সাধারণত একটি স্পেকুলেটিভ অ্যাসেট বা ছোট পোর্টফোলিওকে ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার অংশ হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে এটি যেন রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলে পরিণত হচ্ছে।

এটা স্পষ্ট যে, নভেম্বর মাসের কারেকশন — যদিও তা অনেক ট্রেডারের জন্য তা কষ্টদায়ক ছিল — আরও আকর্ষণীয় মূল্যে বিটকয়েন ক্রয়ের সুযোগ সৃষ্টি করেছিল। যেসব রাষ্ট্রীয় তহবিল দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল মূলধন প্রবৃদ্ধি খুঁজছে, তারা এই পরিস্থিতির সুফল নিতে পারে। তাদের বিনিয়োগ পরিকল্পনার প্রেক্ষাপট অধিকাংশ প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি বিনিয়োগকারীদের তুলনায় অনেক দীর্ঘমেয়াদী, ফলে তারাই একমাত্র ক্রিপ্টো মার্কেটের অস্থিরতা সামলাতে সক্ষম।

দৈনিক ট্রেডিং কৌশলের ক্ষেত্রে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের উপর ভিত্তি করে ট্রেডিং চালিয়ে যাব, কারণ মধ্যমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা এখনো অপরিবর্তিত রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হলো।

Exchange Rates 05.12.2025 analysis

বিটকয়েন

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $93,400-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $92,300-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $93,400-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $91,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $92,300 এবং $93,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $90,300-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $91,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $90,300-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $92,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $91,700 এবং $90,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 05.12.2025 analysis

ইথেরিয়াম

বাই সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,238-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,177-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,238-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি $3,144 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,177 এবং $3,238-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,095-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $3,144-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $3,095 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা 2: যদি মূল্য $3,177-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $3,144 এবং $3,095-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.