empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.12.202509:39 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৪ ডিসেম্বর: S&P 500 ও নাসডাক সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.30% বৃদ্ধি পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 0.17% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 0.86% বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 04.12.2025 analysis

বৃহস্পতিবারে এশীয় মার্কেটে জাপানের অ্যাসেটগুলোর দিকে নজর ছিল। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত প্রতিবেদনের ফলাফলের প্রভাবে আগামী সপ্তাহের বৈঠকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়ায় জাপানি সূচকগুলো সবার চেয়েই এগিয়ে ছিল। পাশাপাশি, ৩০ বছরের সরকারি বন্ড বিক্রিতে ২০১৯ সালের পর সবচেয়ে বেশি চাহিদা লক্ষ্য করা গেছে। অন্যদিকে, মার্কেটের ট্রেডারদের একটি বড় অংশ প্রত্যাশা করছে যে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক আগামী সপ্তাহে সুদের হার বাড়াতে পারে।

এশিয়ার অন্যান্য দেশের তুলনায় জাপানের মার্কেট ফেডের সুদের হার সংক্রান্ত প্রত্যাশার প্রতি বেশি সংবেদনশীল, কারণ ফেডের নীতিমালা জাপানি নীতিনির্ধারণীতে প্রভাব ফেলতে পারে। ফেডের সুদের হার কমানোর প্রয়োজনীয়তার প্রতি ক্রমবর্ধমান আস্থার ফলে ইয়েনের উপর চাপ কিছুটা কমে যেতে পারে, যা ভবিষ্যতে জাপানের কেন্দ্রীয় ব্যাংককে আরও সতর্ক নীতিমালা প্রণয়নের সুযোগ দেবে।

টপিক্স এবং নিক্কেই 225 সূচক উভয়ই 1.7%-এর বেশি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে MSCI ইনকর্পোরেটেড এশীয় স্টক সূচক 0.5% বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের স্টক সূচকগুলোতেও টানা দুইদিনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। মার্কিন স্টক মার্কেটের ফিউচার সূচকগুলোর দর স্থিতিশীল রয়েছে।

বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত মার্কিন কোম্পানিগুলোতে নভেম্বর মাসে সর্বোচ্চ পরিমাণ কর্মসংস্থান হ্রাস পেয়েছে, যা শ্রমবাজারের দুর্বলতার বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে, নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ADP কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তুলনামূলক স্বস্তি এসেছে এবং আগামী সপ্তাহে ফেডের সুদের হার কমানোর আশাবাদ মার্কেটে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক হয়েছে।

ফরেক্স মার্কেটে, পূর্ববর্তী সেশনে ডলারের দর 0.4% হ্রাস পাওয়ার পর স্থির অবস্থানে ছিল, যদিও মার্কিন ট্রেজারি বন্ডের ইয়িল্ড বেড়েছে, এবং দুই বছরের বন্ডের ইয়িল্ড কমে প্রায় 3.48%-এ নেমে এসেছে। অন্যদিকে, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বিলম্বের কারণে নেতিবাচক পরিস্থিতির পটভূমিতে ভারতীয় রুপি ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন মূল্যে নেমে গেছে।

চীন দৈনিক ইউয়ান রেফারেন্স রেট প্রত্যাশার তুলনায় অনেক নিচে নির্ধারণ করেছে, যা ইঙ্গিত দেয় যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের দর বৃদ্ধির মাত্রা সীমিত রাখতে চাচ্ছে, যেটি বর্তমানে প্রতি ডলারে ৭-এর মতো গুরুত্বপূর্ণ লেভেলের কাছাকাছি অবস্থান করছে।

Exchange Rates 04.12.2025 analysis

কমোডিটি মার্কেটে, রূপার দর কিছুটা হ্রাস পেলেও এটি এখনও ঐতিহাসিক উচ্চতার কাছাকাছি রয়েছে, কারণ ফেডের সুদের হার কমানোর সম্ভাবনার উপর আস্থা বাড়ছে। স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। অপরদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নতুন করে পরিস্থিতি মূল্যায়ন করায় তেলের দাম বেড়েছে।

S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য থাকবে সূচকটিকে $6,854-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। এটি সূচকটিকে আরও ঊর্ধ্বমুখী হতে সাহায্য করবে এবং সম্ভাব্যভাবে $6,874 লেভেলে পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত করবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার থাকবে সূচকটির মূল্যকে $6,896-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে এলে যদি সূচকটির মূল্য নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,837-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করলে সূচকটি দ্রুত $6,819-তে নেমে যেতে পারে এবং সেখান থেকে $6,801-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.