empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.12.202510:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৪ ডিসেম্বর

বিটকয়েনের মূল্য $94,000 লেভেলের কাছাকাছি পৌঁছেছে, তবে এখনও এই লেভেলের উপরে স্থিতিশীলতা অবস্থান গ্রহণ করতে পারেনি। অপরদিকে, ইথেরিয়ামের মূল্যও $3,100-এর লেভেল অতিক্রম করেছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপেক্ষিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে, ব্ল্যাকরক ২০২৬ সালের জন্য একটি নতুন পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে সতর্ক করে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সরকারি ঋণের লাগাতার বৃদ্ধি দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডগুলোকে ঐতিহাসিকভাবে ব্যবহৃত সুরক্ষিত বিনিয়োগ হিসেবে আগের মতো কার্যকর রাখবে না। এমন পরিস্থিতিতে বিটকয়েনের মতো ডিজিটাল অ্যাসেটসমূহের গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বাড়তে পারে। এই প্রতিবেদনে টোকেনাইজেশন এবং স্টেবলকয়েনের বাড়তে থাকা গুরুত্ব উল্লেখ করা হয়েছে — যা প্রথাগত আর্থিক ব্যবস্থা ও ডিজিটাল অর্থনীতির মধ্যে সেতুবন্ধন গঠনের অবকাঠামো হিসেবে কাজ করছে।

Exchange Rates 04.12.2025 analysis

বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাসেট ম্যানেজারের এমন পূর্বাভাস বিনিয়োগ ঝুঁকি সম্পর্কিত দৃষ্টিভঙ্গির একটি মৌলিক পরিবর্তনকে নির্দেশ করে। দীর্ঘদিন "নিরাপদ বিনিয়োগস্থল" হিসেবে বিবেচিত প্রথাগত ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টগুলো বর্তমানে বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে আকর্ষণ হারাচ্ছে, ফলে বিকল্প অ্যাসেট ক্লাসের ক্ষেত্রে সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে, বিটকয়েনের প্রতি বাড়তে থাকা আগ্রহ কেবলমাত্র এটির বিকেন্দ্রীকৃত প্রকৃতির কারণেই নয়, বরং এটি মুদ্রাস্ফীতি ও ফিয়াট কারেন্সির অবমূল্যায়নের বিরুদ্ধে একটি সম্ভাব্য সুরক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, "যখন প্রথাগত আর্থিক প্রতিষ্ঠানের ওপর আস্থা দুর্বল হয়ে পড়ে, তখন বিটকয়েন এমন বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠতে পারে, যারা তাদের মূলধন সুরক্ষিত রাখতে চান এবং বৃদ্ধি করতে চান।"

তবে, ইতিবাচক পূর্বাভাস থাকা সত্ত্বেও এটি মনে রাখা জরুরি যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখনও অস্থিতিশীল এবং সকল পূর্বাভাস অনিশ্চিত। ট্রেডারদের যথাযথভাবে ঝুঁকি বিশ্লেষণ করা উচিত এবং শুধুমাত্র সেই পরিমাণ অর্থই বিনিয়োগ করা উচিত যা হারানোর সামর্থ্য রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে, বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের ভিত্তিতে আমি ট্রেডিং চালিয়ে যাবো, মধ্যমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা এখনও অটুট রয়েছে বলে প্রত্যাশা করছি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

Exchange Rates 04.12.2025 analysis

বিটকয়েন

বাই সিগন্যাল:

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $95,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $93,500-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $95,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $92,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $93,500 এবং $95,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল:

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $91,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $92,500-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $91,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $93,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $92,500 এবং $91,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 04.12.2025 analysis

ইথেরিয়াম

বাই সিগন্যাল:

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,293-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,210-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,293-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $3,165 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,210 এবং $3,293-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল:

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,095-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $3,165-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $3,095 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $3,210-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $3,165 এবং $3,095-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.