empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.12.202506:40 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: অস্ট্রেলিয়ার অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করছে, ফলে AUD/USD পেয়ারের মূল্যের বুলিশ মোমেন্টাম গঠিত হয়েছে

Relevance up to 08:00 2025-12-08 UTC--5
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার জিডিপি বার্ষিক ভিত্তিতে ২.১% বৃদ্ধি পেয়েছে, যা পূর্বাভাসকৃত ২.২%-এর তুলনায় সামান্য কম হলেও, এটি গত দুই বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি। প্রাথমিকভাবে, কোম্পানিগুলোর বড় মাত্রায় ইনভেন্টরি হ্রাসই এই দুর্বল ফলাফলের পেছনে প্রধান কারণ। তবে উৎপাদন বৃদ্ধির ফলে আগামী প্রান্তিকে এই ইনভেন্টরি পুনরায় গঠিত হলে সেটি জিডিপিতে বাড়তি প্রবৃদ্ধির জোগান দিতেও পারে।

Exchange Rates 04.12.2025 analysis

মোট প্রবৃদ্ধির মধ্যে অভ্যন্তরীণ চাহিদা ১.১% ভূমিকা রেখেছে, এবং বেসরকারি বিনিয়োগ মার্চ ২০২১-এর পর থেকে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। একমাত্র নেতিবাচক দিক ছিল বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল গতি, যেখানে আমদানি প্রবৃদ্ধি রপ্তানির তুলনায় বেশি ছিল।

জিডিপি প্রতিবেদন প্রকাশের আগে, অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংকের গভর্নর মিশেল বুলক সতর্ক করে বলেন যে অস্ট্রেলিয়ার অর্থনীতি সম্ভবত সম্ভাব্য প্রবৃদ্ধির সীমায় পৌঁছে গেছে, যদিও মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। আরও একবার মূল্যস্ফীতির চাপ বাড়ায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বোর্ড সদস্যগণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অক্টোবর মাসে বার্ষিক ভিত্তিতে দেশটির মুদ্রাস্ফীতি ৩.৮%-এ পৌঁছানোর প্রেক্ষিতে, রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া সক্রিয়ভাবে সুদের হার বৃদ্ধির পদক্ষেপ নিতে পারে, কারণ মূল্যস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি একসাথে চলমান রয়েছে—যা দ্রুত পদক্ষেপ গ্রহণের উপযুক্ত সুযোগ তৈরি করেছে।

যদিও রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল এবং "সুদের হার হ্রাসে আরও সতর্কতার" মতো সংযত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে, কিন্তু পরিস্থিতি এতটা পরিবর্তিত হয়েছে যে এখন সুদের হার কমানোর কথা আর বিবেচনায়ই নেই। বরং, আগামী ৯ ডিসেম্বরের বৈঠকে সুদের হার বৃদ্ধির পক্ষে ইতিমধ্যেই বেশ কয়েকটি মন্তব্য শোনা যাচ্ছে। ট্রেডাররা এ অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে—১০ বছর মেয়াদি অস্ট্রেলিয়ান বন্ডের ইয়েল্ড গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ ৪.৭২% থেকে মাত্র একধাপ দূরে রয়েছে ।

সব মিলিয়ে, অস্ট্রেলিয়ান ডলারের মূল্যের সামগ্রিক প্রবণতা আরও বুলিশ হয়ে উঠছে।

একই সময়ে, মার্কিন ডলারের মূল্য কার্যত পূর্বাভাসের বিপরীত দিকে এগোচ্ছে। ISM উৎপাদন সূচকের দুর্বল ফলাফল প্রকাশের পর, ১০ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা ৮৯% পর্যন্ত পৌঁছেছে। বুধবার, বেসরকারি খাতে নভেম্বর মাসের ADP বেসরকারি খাতের কর্মসংস্থান প্রতিবেদনের ফলাফলও প্রত্যাশার তুলনায় দুর্বল এসেছে, যেখানে ৩২,০০০ কর্মসংস্থান হ্রাসের বিষয়টি উঠে এসেছে (প্রত্যাশা ছিল +৫,০০০ বৃদ্ধির)।

বুধবার রাতেই ISM পরিষেবা সূচক প্রকাশ হবার কথা রয়েছে, যেখানে প্রত্যাশিত মান ৫৪.৮। এটি প্রত্যাশার তুলনায় দুর্বল হলে (যার সকল ইঙ্গিতই দেখা যাচ্ছে), তাহলে দিনশেষে মার্কিন ডলার শক্তিশালী দরপতনের সম্মুখীন হতে পারে।

এই পেয়ারের মূল্য দীর্ঘমেয়াদি গড়ের উপরে সামান্য উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে অস্ট্রেলিয়ান ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী মোমেন্টাম বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Exchange Rates 04.12.2025 analysis

টেকনিক্যাল চিত্র অনুযায়ী, AUD/USD পেয়ারের মূল্য এখন শক্তিশালী মোমেন্টামের সাথে 0.6530/50 জোনের উপরে স্থির হয়েছে এবং আমরা আশা করছি, মূল্য বৃদ্ধি অব্যাহত থেকে খুব শীঘ্রই নিকটবর্তী লক্ষ্যমাত্রা 0.6620/30-এর দিকে অগ্রসর হবে। AUD-এর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়েছে এবং পরবর্তী লক্ষ্যমাত্রা হলো স্থানীয় সর্বোচ্চ লেভেল 0.6708। বর্তমানে বিগত সপ্তাহের ফলাফল অনুযায়ী, এই পেয়ারের মূল্যের আবার নিম্নমুখী প্রবণতা শুরু হবে—এমন কোনো নিশ্চিত সংকেত আপাতত দেখা যাচ্ছে না।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.