empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.12.202511:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বিটকয়েনের মূল্য $85,000-এ নেমে গেছে

নতুন মাসের শুরুতেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিটকয়েন ৬%–এর বেশি দরপতনের সম্মুখীন হয়েছে এবং এটির মূল্য $85,500–এর নতুন লেভেলে গিয়ে পৌঁছেছে। এই দরপতন ইঙ্গিত দেয় যে, হয়তো মার্কেটে ঊর্ধ্বমুখী কারেকশন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আমরা বিটকয়েনের মূল্যের $75,000 এবং $70,000 রেঞ্জের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে পৌঁছানোসহ নতুন সর্বনিম্ন লেভেলে পৌঁছাতে দেখতে পারি।

Exchange Rates 01.12.2025 analysis

যখন বিটকয়েন এবং অন্যান্য অল্টকয়েনের ট্রেডাররা "অন্ধকার শেষ হয়েছে" বলে ধারণা করছে, তখন মার্কেটে টোকেনাইজড অ্যাসেটের মূল্যের মুভমেন্ট নিয়ে জোরালো জল্পনাকল্পনা চলছে। এক্সচেঞ্জের ক্রিপ্টোকারেন্সি বিভাগের প্রধানের মতে, আমেরিকান স্টক এক্সচেঞ্জ নাসডাক টোকেনাইজড স্টকের প্রস্তাবনায় SEC-এর অনুমোদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাসডাকের ডিজিটাল অ্যাসেট স্ট্র্যাটেজির প্রধান ম্যাট সাভারেস বলেছেন, "আমরা যত দ্রুত পারি কাজ এগিয়ে নিয়ে যাব। আমার মনে হয় আমাদের জনসভায় পাওয়া মন্তব্যগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে এবং এরপর SEC থেকে আসা যেকোনো প্রশ্নের উত্তর দিতে হবে।" তিনি যোগ করেন, "আমরা আশাবাদী যে, আমরা তাদের সঙ্গে যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারব।"

অ্যাসেট টোকেনাইজেশন—তা স্টক, বন্ড, রিয়েল এস্টেট হোক কিংবা আর্ট—বিনিয়োগকারী ও ইস্যুকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। উচ্চ মূল্যের অ্যাসেটকে ছোট, সহজলভ্য ডিজিটাল টোকেনে ভাগ করে টোকেনাইজেশন খুচরা বিনিয়োগকারীদের এন্ট্রির প্রতিবন্ধকতা কমায় এবং এমন মার্কেটেও বিনিয়োগের সুযোগ দেয়, যা পূর্বে তাদের নাগালের বাইরে ছিল। পাশাপাশি, টোকেনাইজেশন এই অ্যাসেটগুলোর লিকুইডিটি উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, যার ফলে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ও প্ল্যাটফর্মে কেনাবেচার প্রক্রিয়া আরও সহজ হয়।

তবে, যেকোনো নতুন প্রযুক্তির মতো—টোকেনাইজেশনেও কিছু নির্দিষ্ট ঝুঁকি ও চ্যালেঞ্জ আছে। নিয়ন্ত্রণ কাঠামও বিষয়ক অনিশ্চয়তা এখনো টোকেনাইজড অ্যাসেটের ব্যাপক গ্রহণযোগ্যতার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের নিয়ন্ত্রণ কাঠামো আলাদা হওয়ায়, আন্তর্জাতিক পর্যায়ে টোকেনাইজড অ্যাসেট সরবরাহ কোম্পানিগুলোর জন্য জটিলতা তৈরি হয়।

নাসডাক গত ৮ সেপ্টেম্বর যে প্রস্তাবনা জমা দেয়, তাতে পাবলিক কোম্পানির টোকেনাইজড স্টক—ডিজিটাল রূপে রূপান্তরিত শেয়ার—ক্রয় ও বিক্রয়ের জন্য বিনিয়োগকারীদের অনুমতি দেওয়ার অনুরোধ অন্তর্ভুক্ত রয়েছে। এটি লক্ষণীয় যে, গত অক্টোবরে রবিনহুডের সিইও ভ্লাদ টেনেভ বলেছিলেন, অবশেষে সম্পূর্ণ আর্থিক ব্যবস্থা টোকেনাইজেশনের সাথে খাপ খাইয়ে নেবে। গত সেপ্টেম্বরের ৩ তারিখে, গ্যালাক্সি ডিজিটালের সিইও মাইক নভোগ্রাটজ জানান, তার কোম্পানি সোলানা নেটওয়ার্কে মেজর ব্লকচেইনে মূলধন টোকেনাইজ করার দিক থেকে প্রথম নাসডাকে তালিকাভুক্ত প্রতিষ্ঠান।

বর্তমানে, সোলানা ব্লকচেইন টোকেনাইজড স্টকের অফারিং এবং ট্রেডিং মার্কেটে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে রয়েছে, গত চার মাস ধরে এটির মার্কেট শেয়ার ৯৫%-এর বেশি। চলতি বছরের অক্টোবর মাসে এই শেয়ার পৌঁছায় ৯৯%-এ।

ট্রেডিংয়ের পরামর্শ

Exchange Rates 01.12.2025 analysis

বিটকয়েনের টেকনিক্যাল চিত্র অনুযায়ী, এখন ক্রেতারা এটির মূল্যকে $86,500–এ ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যা সরাসরি $89,200–এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে; সেখান থেকে $92,000-এ পৌঁছানোর সম্ভাবনা খুব একটা দূরে নয়। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা থাকবে $95,500–এর লেভেল; এই লেভেল ব্রেক করলে মার্কেটে বুলিশ প্রবণতা শুরু হওয়ার ইঙ্গিত দেবে। যদি বিটকয়েনের মূল্য কমে যায়, তাহলে মূল্য $83,900–এ থাকা অবস্থায় আমি ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করছি। এই ট্রেডিং ইনস্ট্রুমেন্টের মূল্য এই লেভেলের নিচে নেমে গেলে BTC-এর মূল্য দ্রুত $81,200–এ নেমে যেতে পারে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা হবে $78,290 লেভেল।

Exchange Rates 01.12.2025 analysis

ইথেরিয়ামের টেকনিক্যাল চিত্র অনুযায়ী, $2,845–এর ওপর কনসলিডেশন হলে সেটি সরাসরি $2,947-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা হবে $3,068 লেভেল; মূল্য এই লেভেল অতিক্রম করলে সেটি মার্কেটে পুনরায় বুলিশ প্রবণতা শুরু হওয়ার ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেবে। যদি ইথেরিয়ামের মূল্য কমে যায়, তাহলে আমি মূল্য $2,732–এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করছি। এই ট্রেডিং ইনস্ট্রুমেন্টের মূল্য এই লেভেলের নিচে ফেরত গেলে ETH-এর মূল্য দ্রুত $2,626–এ নেমে যেতে পারে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা থাকবে $2,524 এরিয়া।

চার্টে যা দেখা যাচ্ছে

  • লাল লাইনগুলো সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে বা তীব্র মুভমেন্ট শুরু হতে পারে।
  • সবুজ লাইন ৫০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
  • নীল লাইন ১০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।
  • লাইম লাইন ২০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।

টেকনিক্যালভাবে, মূল্য যেকোনো মুভিং অ্যাভারেজ লেভেলে পৌঁছালে বা অতিক্রম করলে মার্কেটে চলমান মুভমেন্ট থেমে যেতে পারে অথবা নতুন মোমেন্টামের সূচনা হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.