empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.11.202512:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট, ২৪ নভেম্বর

ফেডের নীতিমালা নমনীয়করণের প্রত্যাশায় মার্কিন স্টক মার্কেটে সামান্য প্রবৃদ্ধি

Exchange Rates 24.11.2025 analysis

মার্কিন স্টক সূচকগুলোতে সামান্য প্রবৃদ্ধির সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে, যেখানে মার্কেটের বিনিয়োগকারীরা এখনো ফেডারেল রিজার্ভ কর্তৃক সম্ভাব্যভাবে সুদের হার হ্রাসের প্রত্যাশা করছে। এনভিডিয়া ও চীনের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রযুক্তি খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহকে আরও জোরদার করেছে এবং আশাবাদ সৃষ্টি করেছে। সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের প্রতি মার্কেটের ট্রেডারদের উচ্চ সংবেদনশীলতা বিবেচনায়, যেকোনো নতুন প্রতিবেদন ট্রেডিংয়ের পরিস্থিতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।

এছাড়াও, বিশ্লেষকরা বলছেন যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ইতিবাচক হওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি আকর্ষণ বৃদ্ধি করছে, যদিও মার্কেটের স্থিতিশীলতা এখনো প্রশ্নবিদ্ধ কারণ ফেডের নীতিমালা সংক্রান্ত অনিশ্চয়তা বজায় রয়েছে। বিনিয়োগকারীরা এখন নতুন প্রতিবেদন প্রকাশের জন্য অপেক্ষায় রয়েছেন, যেগুলোর ফলাফল মার্কিন স্টক সূচকসমূহের স্বল্পমেয়াদী দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

মার্কেটে দুই বিপরীতমুখী চিত্র: AI-খাতের অতিমূল্যায়ন বনাম কারেকশন প্রত্যাশা

Exchange Rates 24.11.2025 analysis

মার্কিন স্টক মার্কেটে বর্তমানে একটি পরস্পরবিরোধী চিত্র গঠিত হচ্ছে: একদিকে কিছু বিনিয়োগকারী বিশ্বাস করে চলেছেন যে, AI-ভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারের দর ভবিষ্যতেও আরও বাড়বে, যদিও অতিমূল্যায়নের চিহ্ন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। অন্যদিকে, মার্কেটের আরেক অংশ আত্মস্থভাবে ভাবছে যে বর্তমানে এই ধরণের কোম্পানির স্টকের মূল্য অনেক বেশি ফুলে ফেঁপে বেড়েছে এবং এই পরিস্থিতিকে অনেকটা ডট-কম যুগের সঙ্গে তুলনা করছে। আশাবাদীরা মনে করছেন, যেকোনো সম্ভাব্য কারেকশন ইতিবাচক মার্কেটের একটি ধাপমাত্র, কিন্তু হতাশাবাদীরা অতিরিক্ত প্রত্যাশা থেকে আগত সম্ভাব্য নেতিবাচক পরিস্থিতির ব্যাপারে সতর্ক করছেন।

AI খাত এখনো ট্রেডাররা আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে, তবে ক্রমবর্ধমান ভোলাটিলিটি বা অস্থিরতা ট্রেডারদের আরও সতর্কভাবে পজিশন ওপেন করতে বাধ্য করছে—যার ফলে অপ্রয়োজনে ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত রয়েছেন তাঁরা। এ ধরনের পরিস্থিতিতে পোর্টফোলিও বৈচিত্র্যময় করা এবং সুষমভাবে মূলধন ব্যবস্থাপনার কৌশলের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। আরও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আপনাদের স্মরণ করিয়ে দিই, InstaSpot স্টক, সূচক এবং ডেরিভেটিভ ট্রেডিংয়ের জন্য স্বাচ্ছন্দময় এবং লাভজনক ট্রেডিং শর্তাবলী প্রদান করে, যার মাধ্যমে ট্রেডাররা মার্কেটে ইন্সট্রুমেন্টের মূল্যের ওঠানামার সুযোগ গ্রহণ করে মুনাফা অর্জন করতে পারেন।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.