empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

20.11.202510:18 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গেছে

টানা দুই দিন বৃদ্ধির পর স্বর্ণের মূল্য আবার স্থিতিশীল হয়েছে, কারণ ট্রেডাররা আগামী মাসে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার হ্রাস সংক্রান্ত প্রত্যাশাগুলো পুনর্মূল্যায়ন করছেন। পূর্ববর্তী সেশনে প্রায় ১% বেড়ে যাওয়ার পর, স্বর্ণের মূল্য কমে এসেছে। সাধারণত, উচ্চ সুদের হার স্বর্ণের মতো রিটার্নবিহীন অ্যাসেটের ধরে রাখার ক্ষেত্রে খরচ বাড়িয়ে দেয়। গতকাল প্রকাশিত ফেডের বৈঠকের কার্যবিবরণীতে চলমান সুদের হার হ্রাসের পদক্ষেপে বিরতির ইঙ্গিত দেওয়ার পরে, ট্রেডাররা চলতি বছরের শেষ নাগাদ ফেডের অবস্থানে নীতিগত পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই কম বলে ধরে নিচ্ছেন।

Exchange Rates 20.11.2025 analysis

মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতাও স্বর্ণের মূল্যকে প্রভাবিত করছে। শক্তিশালী ডলার সাধারণত স্বর্ণের মূল্যের উপর চাপ সৃষ্টি করে, কারণ এটি অন্যান্য মুদ্রায় ক্রয়কারীদের জন্য মূল্যবান ধাতুটিকে আরও ব্যয়বহুল করে তোলে। মার্কিন ডলার সূচক সাম্প্রতিক সময়ে যে স্থিতিশীলতা দেখিয়েছে — সেটি ফেড আর্থিক নীতিমালা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি নতুন করে মূল্যায়নের কারণে হয়েছে — সেই প্রেক্ষাপটে স্বর্ণের দরপতন মোটেও আশ্চর্যের বিষয় নয়।

বিশ্লেষকরা এখন আসন্ন অর্থনৈতিক প্রতিবেদন, বিশেষ করে মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনগুলোর জন্য অপেক্ষা করছেন, যেগুলো থেকে ফেডের সুদের হার সংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। তবে, অক্টোবর মাসের বেকারত্বের প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি, যা ফেডের সদস্য এবং ট্রেডারদের জন্য অনিশ্চয়তামূলক একটি পরিস্থিতি সৃষ্টি করেছে। অক্টোবরের এই প্রতিবেদন নভেম্বরের প্রতিবেদনের সঙ্গে একত্রে প্রকাশিত হবে — যা ফেডের চলতি বছরের শেষ বৈঠকের পর প্রকাশিত হবে।

এদিকে, অক্টোবরের বৈঠকের বিবরণে দেখা গেছে যে ফেডের অনেক কর্মকর্তাই সম্ভবত ২০২৫ সালের শেষ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখাকে যথাযথ বলে মনে করেছেন।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, এ বছর স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে — ৫০%-এর বেশি বৃদ্ধি পেয়ে অক্টোবরে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। ফেডের দুটি পূর্ববর্তী সুদের হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং স্বর্ণ-ভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে উল্লেখযোগ্য প্রবাহ — সবই স্বর্ণের মূল্যের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে সমর্থন জুগিয়েছে।

Exchange Rates 20.11.2025 analysis

বর্তমানে স্বর্ণের টেকনিক্যাল চার্ট অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে তাৎক্ষণিক রেজিস্ট্যান্স লেভেল $4124-এ নিয়ে যাওয়া জরুরি। এই লেভেল অতিক্রম করলে স্বর্ণের মূল্যের $4186-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, এবং এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যমাত্রা থাকবে $4249-এর লেভেল।

অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন ঘটে, তাহলে মূল্য $4062-এর নিচে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে। যদি তারা এতে সফল হয়, তবে স্বর্ণের মূল্য এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলো লিকুইডেট হতে পারে এবং স্বর্ণের মূল্য $4008 পর্যন্ত নেমে যেতে পারে, যার পরে সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে $3954-এর দিকে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.