empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

18.11.202509:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৮ নভেম্বর

বিটকয়েনের মূল্য $90,000-এর নিচে নেমে গেছে, এবং আশ্চর্যের বিষয় হলো—মূল্য এই লেভেলে থাকা অবস্থায়ও এখনো বড় কোনো ক্রেতা দেখা যাচ্ছে না। ইথেরিয়ামের মূল্যও গতকাল $3,000-এর নিচে নেমে গেছে।

Exchange Rates 18.11.2025 analysis

এই পরিস্থিতিতে ক্রেতার অনুপস্থিতি খুব একটা অপ্রত্যাশিত নয়। বড় ধরনের দরপতনের কারণে রিটেইল ট্রেডাররা চাপে রয়েছে এবং $100,000–$102,000-এর গড় মূল্যে পজিশন ওপেন করা বিনিয়োগকারীরাও এখন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এমন প্রেক্ষাপটে, নভেম্বর ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত স্পট বিটকয়েন ETF-গুলো থেকে ১.১ বিলিয়ন ডলারের নিট আউটফ্লো রেকর্ড করা হয়েছে, আর স্পট ইথেরিয়াম ETF-গুলোর নিট আউটফ্লো হয়েছে ৭২৯ মিলিয়নেরও বেশি।

নিঃসন্দেহে, এই ধরণের পরিস্থিতি বর্তমানে মার্কেটে উদ্বেগ সৃষ্টি করছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এত বড় ধসের প্রেক্ষিতে ট্রেডাররা সম্ভবত তাদের কৌশল পুনরায় মূল্যায়ন করছেন। এর পাশাপাশি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি ও মূল্যস্ফীতির সঙ্গে সংশ্লিষ্ট সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর ওপর—বিশেষ করে ক্রিপ্টো অ্যাসেটের ওপর—বাড়তি চাপ সৃষ্টি করছে।

এটি মাথায় রাখা উচিত যে ETF-গুলো থেকে আউটফ্লো হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে—সম্প্রতি মূল্যের উত্থানের পর লাভ তুলে নেওয়া থেকে শুরু করে অন্য অ্যাসেট ক্লাসে বিনিয়োগ স্থানান্তর করা পর্যন্ত, যেমন স্বর্ণ—যা বর্তমানে তুলনামূলকভাবে অনেক বেশি রিটার্ন দিচ্ছে।

স্বল্প-মেয়াদে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভবিষ্যৎ গতিপথ মূলত নির্ভর করবে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং স্পট ETF-এ নতুন অর্থ প্রবাহের ওপর। যদি মার্কেট স্থিতিশীল হয় এবং মৌলিক সূচকগুলোর ফলাফল ইতিবাচক হয়, তাহলে বছরের শেষ নাগাদ আবারও ক্রিপ্টো মার্কেটে ক্রেতাদের প্রত্যাবর্তন এবং মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে করেকশনের ঝুঁকি এখনো অনেক বেশি রয়ে গেছে।

দৈনিক টাইমফ্রেমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কৌশল নির্ধারণের ক্ষেত্রে আমি বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের বড় ধরনের পুলব্যাকের ওপর নজর রাখব, কারণ মধ্যমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার সম্ভাবনা এখনো পুরোপুরিভাবে বিলীন হয়নি।

স্বল্প-মেয়াদী ট্রেডিং কৌশল এবং বর্তমান পরিকল্পনার বিশ্লেষণ নিচে উপস্থাপন করা হলো।

Exchange Rates 18.11.2025 analysis

বিটকয়েন

বাই সিগন্যাল
  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $92,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $90,500-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $92,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $89,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $90,500 এবং $92,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $87,400-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $89,100-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $87,400-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $90,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $89,100 এবং $87,400-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 18.11.2025 analysis

ইথেরিয়াম

বাই সিগন্যাল
  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $3,106-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $3,028-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $3,106-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $2,969 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $3,028 এবং $3,106-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,897-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,969-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $2,897 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $3,028-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,969 এবং $2,897-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.