empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.11.202509:26 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৭ নভেম্বর: S&P 500 এবং নাসডাক সূচকে কারেকশন শুরু হয়েছে

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক ০.০৫% হ্রাস পেয়েছে, অন্যদিকে নাসডাক 100 সূচক ০.১৩% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ০.৬৫% হ্রাস পেয়েছে।

Exchange Rates 17.11.2025 analysis

এশিয়ার প্রযুক্তি কোম্পানিগুলোর স্টকের মূল্যের সাথে সঙ্গতি রেখে মার্কিন স্টক সূচকের ফিউচারগুলো ঊর্ধ্বমুখী হয়েছে, কারণ বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নেতৃস্থানীয় কোম্পানি এনভিডিয়া কর্পোরেশনের আয়ের ফলাফল এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদনের দিকে মনোযোগ দিচ্ছেন, যা চলতি সপ্তাহে মার্কেটের পরিস্থিতি নির্ধারণ করবে। এনভিডিয়ার আর্থিক প্রতিবেদনের ফলাফল, যা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আশা জাগানিয়া প্রবৃদ্ধির অনুমান নিশ্চিত বা খণ্ডন করতে পারে, কোম্পানিটির সফলতা নির্ধারণ করবে এবং সামগ্রিক প্রযুক্তি খাতের পরিস্থিতি যাচাইয়ের একটি মাপকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। আয়ের প্রবৃদ্ধি হ্রাসের যেকোনো ইঙ্গিত থাকলে, এটি বিশ্বব্যাপী স্টক মার্কেটে শৃঙ্খলাবদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিনিয়োগকারীরা কেবলমাত্র আর্থিক ফলাফল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মার্কেটের কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনা, প্রতিযোগিতা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে মন্তব্যগুলোর অপেক্ষাও করছেন।

এর পাশাপাশি, ট্রেডাররা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের দিকে মনোযোগ দিচ্ছেন, যা বিশ্বের বৃহত্তম অর্থনীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেবে। মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান এবং ভোক্তা চাহিদা সংক্রান্ত প্রতিবেদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে।

এই প্রেক্ষাপটে S&P 500 ফিউচার ০.৪% এবং নাসডাক 100 সূচকের ফিউচার ০.৬% বৃদ্ধি পায়। যেসব কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে, তাদের মধ্যে রয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স কোং এবং এসকে হাইনিক্স ইনকর্পোরেটেড, যেগুলো দক্ষিণ কোরিয়ায় বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি নিশ্চিত করেছে। ক্রিপ্টোকারেন্সি খাতেও ইতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে, যেখানে বিটকয়েনের মূল্য ১.৮% বৃদ্ধি পেয়েছে এবং $93,000-এর আশেপাশে অবস্থিত নিম্নমুখী লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে।

ইউরোপীয় স্টক মার্কেটের মোটামুটি ইতিবাচক পরিস্থিতির সাথে ট্রেডিং শুরু হয়েছে। ছয় প্রান্তিক পর জাপান প্রথমবারের মতো অর্থনৈতিক সংকোচনের মুখোমুখি হয়ে এই খবর প্রকাশের পর দেশটির স্টক সূচকসমুহ নিম্নমুখী হয়েছে, এবং একই সাথে চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধির কারণে ভ্রমণ ও খুচরা খাত সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দর কমে গেছে।

মার্কেটের অন্যান্য খাতে, স্বর্ণের দর টানা তৃতীয় দিনের মতো নিম্নমুখী ছিল, অপরদিকে মার্কিন ডলারের দর ০.১% বৃদ্ধি পেয়েছে। ট্রেজারি বন্ডের দর স্থিতিশীল ছিল কারণ বিনিয়োগকারীরা আসন্ন অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন—যা ফেডারেল রিজার্ভের সুদের হার সম্পর্কিত প্রক্ষেপণ সম্পর্কে ধারণা দেবে।

গত সপ্তাহে, ফেডের বিভিন্ন কর্মকর্তারা ডিসেম্বর মাসে সুদের হার কমানো উচিত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বা সরাসরি এর বিপক্ষে মত দিয়েছেন।

ট্রেডাররা ডিসেম্বর মাসে এক চতুর্থাংশ পয়েন্ট হারে সুদের হার কমানোর সম্ভাবনা ৫০%-এর নিচে নামিয়ে এনেছেন, কারণ ফেডের কয়েকজন প্রতিনিধির মতে, এই ধরনের পদক্ষেপ নিশ্চিতভাবে নেয়া হবে এমন সম্ভাবনা নেই।

Exchange Rates 17.11.2025 analysis

S&P 500-এর বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজকের জন্য ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির $6,769 লেভেলের রেজিস্ট্যান্স ব্রেক করানো। এটি সূচকটিকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে এবং সম্ভাব্যভাবে নতুন লক্ষ্যমাত্রা $6,784 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। একইভাবে, ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে সূচকটির দর $6,801 লেভেলের উপরে ধরে রাখা—যা ক্রেতাদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ার কারণে দরপতন হয়, তাহলে সূচকটির দর $6,756 লেভেলের আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। স্টক সূচকটি এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটি দ্রুত $6,743 লেভেলে নেমে যেতে পারে এবং সেখানে থেকে $6,727 লেভেলের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.