empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

12.11.202511:58 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট - ১২ নভেম্বর: স্থিতিশীল অবস্থানে S&P 500 ও নাসডাক সূচক

গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.21% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নাসডাক 100 সূচক 0.25% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 1.18% বৃদ্ধি পেয়েছে।

Exchange Rates 12.11.2025 analysis

এশিয়ান স্টক সূচকগুলোর পাশাপাশি ট্রেজারি বন্ডের মূল্যও বেড়েছে, কারণ মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক 0.5% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস ইনকর্পোরেটেডের শেয়ারের মূল্য 4.8% বেড়ে যাওয়ার পর S&P 500 এবং নাসডাক 100-এর ফিউচারস কন্ট্রাক্টেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ইউরোপীয় স্টক মার্কেটও আজ ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে।

ADP রিসার্চ থেকে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে শ্রমবাজারের পরিস্থিতি দুর্বল হতে দেখা গেছে, যার ফলে বন্ড মার্কেট জুড়ে ইয়িল্ড বেড়ে যায়। ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়িল্ড তিন বেসিস পয়েন্ট কমে 4.08%-এ পৌঁছায়। ট্রেডাররা ধারণা করছে আগামী মাসের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় ৭০%।

মঙ্গলবার ADP রিসার্চ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন কোম্পানিগুলোতে গড়ে 11,250টি কর্মসংস্থান হ্রাস পেয়েছে। যদিও গত সপ্তাহে প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদন অনুযায়ী, পূর্ববর্তী দুই মাসের হ্রাসের পর অক্টোবর মাসে বেসরকারি খাতে 42,000টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল।

তবে, বন্ড মার্কেটে আশাবাদী আবহ থাকা সত্ত্বেও বিশ্লেষকরা এখনও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। নিয়োগের গতি কমে যাওয়া গুরুত্বপূর্ণ সংকেত হলেও এটি একমাত্র বিষয় নয় যা ফেডের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। মুদ্রাস্ফীতির হার এখনও লক্ষ্যমাত্রার ওপরে অবস্থান করছে, এবং এটি দীর্ঘস্থায়ী হওয়ার কোনো প্রমাণ পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থা আগের মতোই কঠোর অবস্থান বজায় রাখতে পারে।

স্বল্পমেয়াদে, সুদের হার কমার প্রত্যাশায় বন্ড মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করতে পারে, তবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এখনও অনিশ্চিত। বিনিয়োগকারীদের বন্ডের ইয়েল্ডের সম্ভাব্য ওঠানামা বা অস্থিরতার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত।

Exchange Rates 12.11.2025 analysis

মার্কিন সরকারের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন আজ শেষ হওয়ার সম্ভাবনার কারণে মার্কেট সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে। সিনেট একটি অস্থায়ী অর্থায়ন বিল পাস করায় আজ সরকারি কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। সরকারি কার্যক্রম পুনরায় শুরুর মাধ্যমে অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ হওয়া শুরু হবে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মৌলিক সক্ষমতা মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ হয়ে দাঁড়াবে।

S&P 500 সূচকের টেকনিক্যাল চিত্র

S&P 500 সূচকের ক্ষেত্রে, আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,837 অতিক্রম করানো। এই লেভেল ব্রেক করতে পারলে সূচকটির আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটি $6,854 লেভেলে পৌঁছাতে পারে। একইভাবে, ক্রেতাদের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে সূচকটিকে $6,874 লেভেলের ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ার কারণে মার্কেটে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, তাহলে সূচকটির দর $6,819-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে, ট্রেডিং ইনস্ট্রুমেন্টটির দর দ্রুতই $6,801 পর্যন্ত নেমে যেতে পারে এবং এর পরবর্তী লক্ষ্যমাত্রা হতে পারে $6,784 লেভেল।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.