empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

11.11.202508:02 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: চাপের মুখে EUR/USD — মার্কিন শাটডাউনের ইতি টানতে সমঝোতায় অগ্রগতি হলেও ডলারের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী শাটডাউন অবসানের জন্য সিনেটররা একমত হলেও EUR/USD পেয়ারের তুলনামূলকভাবে শান্ত প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। মার্কেটে ট্রেডিং শুরুর সময় এই পেয়ারের মাত্র ২০ পিপস দরপতন হয় — বিক্রেতারা এই নিম্নমুখী মোমেন্টাম ধরে রাখতে পারেনি। স্বল্পমেয়াদী "নিম্নমুখী" মোমেন্টাম স্তিমিত হয়ে যায় এবং এই পেয়ারের নিয়ন্ত্রণ ক্রেতাদের হাতে চলে যায়, যদিও তারাও এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনও সফলতা অর্জন করতে পারেনি। এই পেয়ারের মূল্য 1.1590 রেজিস্টেন্স লেভেল (D1 টাইমফ্রেমে টেনকান-সেন লাইন) অতিক্রম করার চেষ্টা করছে — তবে বেশ নিস্প্রাণভাবে, যেন কোনো গতি নেই।

Exchange Rates 11.11.2025 analysis

আমার মতে, এই সতর্কতার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এখনও আনুষ্ঠানিকভাবে শাটডাউন শেষ হয়নি। সিনেটররা এটির সমাপ্তি ঘটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন — দ্বিদলীয় চুক্তিতে পৌঁছেছেন — তবে সেটাই যথেষ্ট নয়। দ্বিতীয়ত, আমরা একটি অস্থায়ী বাজেটের ব্যাপারে (৩১ জানুয়ারি পর্যন্ত) কথা বলছি। এবং তৃতীয়ত, শাটডাউন শেষ হওয়ার মানে হলো, শীঘ্রই শ্রমবাজার পরিসংখ্যান ব্যুরো সেপ্টেম্বর এবং সম্ভবত অক্টোবরের সরকারি শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করবে। অর্থাৎ, সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়া ডলারের জন্য একটি মৌলিক ইতিবাচক ঘটনা — তবে পরবর্তী ঘটনাবলী আমেরিকান মুদ্রার পক্ষে নাও যেতে পারে।

তাহলে, উইকেন্ডে কী ঘটেছে? মাত্র গত শুক্রবার, রিপাবলিকান পার্টির এক প্রতিনিধি ঘোষণা দেন যে ডেমোক্র্যাটদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। কিন্তু পরে দেখা যায়, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের প্রস্তাবিত আপসের পক্ষে সমর্থন জানিয়েছেন।

স্মরণ করিয়ে দেই, এখানে মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থায়ন। ডেমোক্র্যাটরা ওবামাকেয়ারের আওতায় প্রদত্ত ভর্তুকি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণ করতে চাচ্ছে এবং সাম্প্রতিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা বাতিল করার বিরোধিতা করেছে (এবং এখনও করছে) । রিপাবলিকানরা চাচ্ছে একটি "স্পষ্ট" বিলে, যার মধ্যে কোনও রাজনৈতিক মুখাপেক্ষী সংশোধনী থাকবে না।

রিপাবলিকানরা শুরু থেকেই আশা করছিল যে কিছু "বিপরীতধর্মী" ডেমোক্র্যাট সরকারি কার্যক্রম পুনরায় চালু করার বাজেটের পক্ষে ভোট দেবে। শেষ পর্যন্ত তাদের এই হিসাব মিলে গেছে, যদিও এজন্য বেশ কিছু ছাড়ও দিতে হয়েছে। মূলত, ওই আটজন ডেমোক্র্যাট অস্থায়ী বাজেট অনুমোদনের বিনিময়ে রিপাবলিকান নেতাদের কাছ থেকে স্বাস্থ্য বীমা ভর্তুকি সাময়িকভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি পেয়েছেন। যদি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, তবে ১ ফেব্রুয়ারি আবারও নতুন করে শাটডাউন ঘটতে পারে।

তবে আমি আবারও বলছি — বর্তমান শাটডাউন ঘিরে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসার সময় আসেনি। সিনেটররা কেবল একটি "ভোট" দিয়েছেন: মূল ভোটটি আগামী কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এর পরে সংশোধিত বিলটি পুনরায় ভোটের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে, কারণ এই বিলের মূল সংস্করণে পরিবর্তন এসেছে। নিম্ন কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলেই চলবে, তবে কিছু রিপাবলিকান আগেই বলেছেন, তারা এমন কোনও "আপোষমূলক বাজেট" সমর্থন করবেন না যেখানে ডেমোক্র্যাটদের দাবি মানা হবে না রাখা। তারা অবস্থান পরিবর্তন করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে নতুন অর্থবছরের সম্পূর্ণ বাজেট কখন পাস হবে, তাও অজানা।

তবে ধরুন, শীঘ্রই এই শাটডাউন শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি ডলার শক্তিশালী হবে? তাৎক্ষণিকভাবে ডলার ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে — এটা অসম্ভব নয়। তবে, এরপরের ঘটনাপ্রবাহ মার্কিন মুদ্রার জন্য স্পষ্টভাবে নেতিবাচক হতে চলেছে।

বর্তমানে CME ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসের সম্ভাবনা ৬৫%। যদি সেপ্টেম্বর/অক্টোবরের নন ফার্ম পে-রোল প্রতিবেদন প্রত্যাশার চেয়ে দুর্বল হয় এবং মার্কিন শ্রমবাজারের পরিস্থিতি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা নির্দেশ করে, তাহলে এই সম্ভাবনা ৯০-৯৯% পর্যন্ত বেড়ে যেতে পারে। জানুয়ারির বৈঠকে অতিরিক্ত সুদের হার হার কর্তনের সম্ভাবনাও (বর্তমানে যা ২৫%) বাড়বে। এই পরিস্থিতিতে মার্কিন ডলার চাপের মুখে থাকবে এবং EUR/USD পেয়ারের ক্রেতারা শুধুমাত্র মূল্যের 1.1590 (D1-র বলিঙ্গার ব্যান্ডের মিডিয়ান লাইন) রেজিস্টেন্স লেভেল ব্রেক করাতেই করতে পারবে না, বরং আরও গুরুত্বপূর্ণ 1.1650-এর রেজিস্ট্যান্স পেরিয়ে 1.17-এর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করতে পারবে (একই টাইমফ্রেমে কুমো ক্লাউডের লোয়ার বাউন্ডারি)।

এই ধরনের পরিস্থিতির ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ সম্প্রতি প্রকাশিত ADP প্রতিবেদনের ফলাফল (বেসরকারি খাতে মাত্র +৪০,০০০ কর্মী নিয়োগ করা হয়েছে) দুর্বল ছিল, এবং চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস ইনকর্পোরেটেডের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে ১.৫৩ লাখ চাকরি হ্রাস পেয়েছে। অবশ্য, এসব প্রতিবেদনের ফলাফল সরাসরি নন-ফার্ম পে-রোলসের সঙ্গে তুলনীয় নয় (ভিন্ন পদ্ধতি ও উৎস), তবে সতর্কবার্তা সম্পূর্ণভাবে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়।

এই কারণেই মার্কেটের ট্রেডাররা এখনো সতর্ক অবস্থান নিয়েছে: EUR/USD পেয়ারের ট্রেডাররা বড় পদক্ষেপ নিচ্ছেন না — না ঊর্ধ্বমুখী প্রবণতার উপর ভিত্তি করে (শাটডাউন সমাপ্তির প্রত্যাশায়), না নিম্নমুখী প্রবণতার উপর ভিত্তি করে (নন ফার্ম পেরোল প্রতিবেদনের প্রত্যাশায়)।

টেকনিক্যাল চিত্রেও চলমান অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিক্রেতারা এই পেয়ারের মূল্যের 1.1540 লেভেল (H4 টাইমফ্রেমে কুমো ক্লাউডের লোয়ার বাউন্ডারি) ব্রেক করতে পারেনি, আবার ক্রেতারাও এই পেয়ারের মূল্যকে 1.1590-এর ইন্টারমিডিয়েট রেজিস্টেন্স (D1 টাইমফ্রেমে বলিঙ্গার ব্যান্ডের মিড লাইন) অতিক্রম করাতে পারেনি। বর্তমান মৌলিক চিত্র EUR/USD পেয়ারের মূল্যে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশ করে, তবে ক্রেতারা এই পেয়ারের মূল্যের 1.1590 লেভেলের ওপরে অবস্থান নিশ্চিত করার পরই লং পজিশন ওপেন করার বুদ্ধিমানের কাজ হবে। ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে এই পেয়ারের মূল্যের পরবর্তী লক্ষ্যমাত্রাগুলো হচ্ছে — 1.1650 (D1 টাইমফ্রেমে কুমো ক্লাউডের লোয়ার বাউন্ডারি) এবং 1.1700 (একই টাইমফ্রেমে বলিঙ্গার ব্যান্ড-এর আপার লাইন)।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.