empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

04.11.202511:12 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট – ৪ নভেম্বর: S&P 500 এবং নাসডাক সূচক চাপের সম্মুখীন

গতকাল মার্কিন স্টক মার্কেটে মিশ্র ফলাফলের সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.17% বৃদ্ধি পেয়েছে, আর নাসডাক 100 সূচক 0.46% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.48% বৃদ্ধি পেয়েছে।

তবে আজ স্টক মার্কেট আবারও চাপের সম্মুখীন হয়েছে, কারণ ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আরও সতর্ক হতে বাধ্য করছে। S&P 500 ফিউচার কন্ট্র্যাক্টের দর 0.8% কমেছে, যদিও প্রধান সূচকটি সোমবার সামান্য ঊর্ধ্বমুখী ছিল। নাসডাক 100 ফিউচারের দর 1.1% হ্রাস পেয়েছে। ইউরোপীয় স্টক সূচকগুলোও নতুন করে দরপতনের জন্য প্রস্তুত হচ্ছে।

Exchange Rates 04.11.2025 analysis

এই অনিশ্চয়তা আরও গভীর হয়েছে যুক্তরাষ্ট্রের সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের পর, যা বর্তমান পরিস্থিতির স্পষ্টতা ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে। উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনে শিল্প খাতে আরও সঙ্কোচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা ফেডকে আরও নমনীয় আর্থিক নীতিমালা প্রণয়নের দিকে নিয়ে যেতে পারে। সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্সটিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের উৎপাদন সূচক 0.4 পয়েন্ট কমে 48.7-এ পৌঁছেছে। ৫০-এর নিচে থাকা মান মূল্য সঙ্কোচন নির্দেশ করে, এবং বছরের বেশির ভাগ সময় সূচকটি এই সংকীর্ণ পরিসরের মধ্যেই অবস্থান করছে। অপরদিকে, মূল্যস্ফীতি-সংক্রান্ত সূচকগুলো নিম্নমুখী প্রবণতা দেখালেও এখনো লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রয়েছে, যা ফেডের জন্য নীতিগত অবস্থানের ক্ষেত্রে দ্বিধা তৈরি করেছে। ফলে, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট হ্রাস করে অপেক্ষাকৃত নিরাপদ অবস্থান নেওয়ার কৌশল নিয়েছেন।

এশিয়ার স্টক সূচকও 0.8% হ্রাস পেয়েছে, এবং দক্ষিণ কোরিয়ায় এসকে হাইনিক্স ইনকর্পোরেটেডের শেয়ারের দর 240% বৃদ্ধির পর দেশটির নিয়ন্ত্রক সংস্থা ব্যতিক্রমধর্মী বিনিয়োগ সতর্কতা জারি করেছে।

মার্কিন ডলার সূচক টানা পঞ্চম দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে, যেটির দর বেশিরভাগ কারেন্সির বিপরীতে বৃদ্ধি পেয়ে চলতি বছরের আগস্ট মাসের পর সর্বোচ্চ লেভেলে ট্রেড করছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে মিশ্র সংকেত, যা ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য থেকে এসেছে—বিশেষত ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল গত সপ্তাহে সতর্ক করেছেন যে ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সিদ্ধান্ত পূর্বনির্ধারিত নয়।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সদস্য ভবিষ্যতে সুদের হার কমানো নিয়ে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব শিকাগোর প্রেসিডেন্ট অস্টেন গুলসবি জানিয়েছেন, তিনি শ্রমবাজারের চেয়ে মূল্যস্ফীতিকে বেশি উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করছেন। ফেড গভর্নর লিসা কুক অবশ্য বলেছেন, তার মতে শ্রমবাজারের দুর্বলতা মূল্যস্ফীতির গতিশীলতার চেয়েও বেশি গুরুতর। তবে তিনিও আগামী মাসে আরেকবার সুদের হার কমানোর পক্ষে সরাসরি সমর্থন জানাননি।

লিসা কুক বলেন, "নীতিনির্ধারণ এখন কোনো নির্ধারিত পথে এগোচ্ছে না। আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে বৈশ্বিক ম্যান্ডেটের উভয় দিক থেকেই ঝুঁকি অতিমাত্রায় রয়েছে। ডিসেম্বরসহ প্রতিটি বৈঠকই এখন 'লাইভ মিটিং'।"

মার্কেটের অন্য খাতে, স্বর্ণ টানা তৃতীয় সেশনে দরপতনের শিকার হয়েছে। ট্রেজারি বন্ড মার্কেট স্থিতিশীল ছিল, এবং অপরিশোধিত তেলের দাম কমেছে, কারণ মার্কেটের ট্রেডাররা OPEC+ এর উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা স্থগিতের প্রতিক্রিয়ায় রয়েছে। জাপানের অর্থমন্ত্রী নতুন করে কারেন্সি মার্কেটের পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে মৌখিক সতর্কবার্তা দেওয়ায় ইয়েন কিছুটা শক্তিশালী হয়েছে।

Exchange Rates 04.11.2025 analysis

S&P 500 সূচকের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের মূল লক্ষ্য হবে $6,801 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা। এটি সফলভাবে করা গেলে সূচকটি আরও ঊর্ধ্বমুখী হতে পারবে এবং $6,819 লেভেল ব্রেকআউটের সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি, ক্রেতাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হবে সূচকটির দর $6,837-এর ওপরে থাকা অবস্থায় মার্কেটের নিয়ন্ত্রণ ধরে রাখা, যা তাঁদের অবস্থানকে আরও জোরদার করবে।

অন্যদিকে, যদি ঝুঁকি হ্রাসজনিত কারণে সূচকটির দর নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,784 এরিয়ায় থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হয়ে উঠতে হবে। যদি এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হয়, তাহলে সূচকটির মূল্য খুব দ্রুত $6,769-এ ফিরে যেতে পারে এবং পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $6,756।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.