empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.10.202509:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২৯ অক্টোবর

বিটকয়েনের মূল্য বর্তমানে প্রায় $112,500-এ নেমে এসেছে, তবে মূল্য বৃদ্ধির সম্ভাবনা এখনো অটুট রয়েছে। ইথেরিয়ামের মূল্য অস্থায়ীভাবে $4,000-এর নিচে নেমে আসলেও, পুনরায় এটির মূল্য এই লেভেলের উপরে উঠেছে।

আসন্ন ফেডারেল রিজার্ভ বৈঠকের আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভোলাটিলিটি বা অস্থিরতা অব্যাহত রয়েছে। বৈঠকে সুদের হার 0.25% হ্রাসের সম্ভাবনা রয়েছে, যা ঝুঁকিপূর্ণ অ্যাসেটের চাহিদা বাড়াতে সহায়ক হবে — যার মধ্যে ক্রিপ্টোকারেন্সিও অন্তর্ভুক্ত।

Exchange Rates 29.10.2025 analysis

ট্রেডাররা এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে মুদ্রানীতির ভবিষ্যৎ দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন। সুদের হার হ্রাসের ফলে ঋণগ্রহীতাদের ওপর চাপ কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত হবে, যা শেষ পর্যন্ত মার্কেটে লিকুইডিটি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। উচ্চ রিটার্নের সম্ভাবনা সম্পন্ন অ্যাসেট হিসেবে ক্রিপ্টোকারেন্সিগুলো এ পরিস্থিতি থেকে উপকৃত হতে পারে। তবে, মনে রাখা জরুরি যে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিনিয়োগকারীদের মনোভাব এখনো বহিঃপ্রভাব যেমন ভূ-রাজনৈতিক উত্তেজনা, নীতিগত পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবনের দ্বারা প্রভাবিত হয়। তবুও, ক্রিপ্টোকারেন্সির দীর্ঘমেয়াদি সম্ভাবনা এখনো ইতিবাচক।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট ক্রিপ্টোকারেন্সির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, ডি-সেন্ট্রালাইজড ফাইন্যান্সের (DeFi) বিকাশ এবং ব্লকচেইন প্রযুক্তির নতুন নতুন ব্যবহার ক্রমাগতভাবে এই মার্কেটের প্রতি আগ্রহ তৈরি করছে। ফেড যদি মূল সুদের হার হ্রাস করে, তাহলে সেটি ক্রিপ্টোকারেন্সির মূল্যে সম্ভাব্য বৃদ্ধি ঘটানোর জন্য অতিরিক্ত অনুঘটক হিসেবে কাজ করতে পারে। তবে, ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেয়া এবং বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্যময় করার প্রয়োজনীয়তার দিকটিও গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল হিসেবে, আমি আপাতত বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকের ওপর নির্ভর করেই কৌশল নির্ধারণ করব, কারণ মধ্যমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা এখনো সক্রিয় রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Exchange Rates 29.10.2025 analysis

বিটকয়েন

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $114,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $113,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $114,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $112,700 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $113,400 এবং $114,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $111,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $112,700-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $111,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $113,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $112,700 এবং $111,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

Exchange Rates 29.10.2025 analysis

ইথেরিয়াম

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $4,098-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $4,038-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $4,098-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $4,001 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $4,038 এবং $4,098-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $3,946-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $4,001-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $3,946 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $4,038-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $4,001 এবং $3,946-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.