empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.10.202511:00 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: কেন স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,000-এর নিচে নেমে গেল?

এই সপ্তাহের শুরুতে তীব্র দরপতনের পর, স্বর্ণের মূল্য প্রতি আউন্সে $4,000-এর নিচে নেমে গেছে, কারণ যুক্তরাষ্ট্র ও চীন মধ্যকার বাণিজ্য আলোচনায় অগ্রগতির ফলে নিরাপদ অ্যাসেটের প্রতি চাহিদা কিছুটা কমে গেছে।

Exchange Rates 28.10.2025 analysis

স্বর্ণের মূল্যের এই লেভেলটি মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ একটি লেভেল হিসেবেও বিবেচিত হয়। স্বর্ণের মূল্য এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সেটি স্বল্পমেয়াদী ট্রেডারদের লং পজিশন ক্লোজ করতে প্ররোচিত করতে পারে, যা বিয়ারিশ প্রবণতা আরও জোরালো করে তুলবে। তবে, বর্তমানে দরপতন হওয়া সত্ত্বেও, স্বর্ণের চাহিদাকে সমর্থন করার পেছনের মৌলিক উপাদানগুলো এখনো যথেষ্ট শক্তিশালী। ভূরাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভবিষ্যৎ মুদ্রানীতির অনিশ্চয়তা — এসবই স্বর্ণের চাহিদাকে এখনও সহায়তা করে যাচ্ছে। সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আশঙ্কা থাকা অবস্থায়, ট্রেডাররা এখনো স্বর্ণকে অস্থির সময়েও একটি নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচনা করছেন।

কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো স্বর্ণের প্রতি আগ্রহী, কারণ তারা রিজার্ভে বৈচিত্র্য আনতে এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে চায়। আগামী সপ্তাহগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনার অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। যদি আলোচনায় অচলাবস্থা শুরু হয় বা বাণিজ্যসংক্রান্ত উত্তেজনা আবার বাড়ে, তাহলে স্বর্ণের চাহিদা আবারও বেড়ে যেতে পারে এবং মূল্য $4,000 বা তারও ওপরে পৌঁছে যেতে পারে। অন্যদিকে, যতক্ষণ না স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টির জন্য নতুন কোনো অনুঘটক সামনে আসে, ততক্ষণ পর্যন্ত এটি চাপের মধ্যে থাকতে পারে।

মঙ্গলবার, স্বর্ণের মূল্য $3,973-এ নেমে আসে — যা আগের সেশনে 3.2% দরপতনের পরবর্তী প্রতিক্রিয়ায় ঘটেছে। তবুও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম ৫০% এরও বেশি বেড়েছে।

বর্তমান দরপতন বড় ট্রেডার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য বড় পরিসরে স্বর্ণ ক্রয়ের একটি সুযোগ হয়ে উঠতে পারে। দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক, যারা ১০ বছরেরও বেশি সময় আগে শেষবার স্বর্ণ কিনেছিল, তারা এখন মধ্য-মেয়াদী থেকে দীর্ঘ-মেয়াদে অতিরিক্ত স্বর্ণ সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে।

এছাড়াও আশা করা হচ্ছে যে, বুধবার শেষ হওয়া দুই দিনব্যাপী বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে। সাধারণত সুদের হার হ্রাস স্বর্ণের মূল্যের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।

Exchange Rates 28.10.2025 analysis

বর্তমানে স্বর্ণের টেকনিক্যাল পরিস্থিতি অনুযায়ী, ক্রেতাদের প্রথম লক্ষ্য হবে স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $3,954-এ পুনরুদ্ধার করা। এটি করা গেলে, তারা স্বর্ণের মূল্যকে $4,008 লেভেলে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবে — তবে এই লেভেল ব্রেকআউট করে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা থাকবে $4,062 লেভেল।

অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন হতে থাকে, তাহলে মূল্য $3,906 এরিয়ায় থাকা অবস্থায় বিক্রেতারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, তাহলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি ক্রেতাদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে এবং স্বর্ণের মূল্য অন্তত $3,849 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে থেকে $3,802 পর্যন্তও দরপতন হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.