empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.10.202510:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট – ২৮ অক্টোবর: S&P 500 এবং নাসডাক সূচক আবারও নতুন সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে

গত শুক্রবার, মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 1.23% বৃদ্ধি পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 1.86% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.71% বৃদ্ধি পেয়েছে।

নতুন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছানোর পর, মার্কিন স্টক সূচকগুলোতে এশিয়ান ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা বিরতি দেখা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ আয়ের প্রতিবেদন প্রকাশ এবং প্রধান কেন্দ্রীয় ব্যাংকের রাজনৈতিক বিবৃতির জন্য অপেক্ষা করছেন। এশিয়ার স্টক সূচকগুলো 0.4% হ্রাস পেয়েছে, এবং ইউরোপীয় স্টক সূচকের ফিউচারে দুর্বল সূচনার ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে।

Exchange Rates 28.10.2025 analysis

মার্কেটের অনেক ট্রেডার এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের সমাধানের সম্ভাবনা দেখছেন। এই বাণিজ্য উত্তেজনা হ্রাসই গতকাল স্টক মার্কেটে প্রবৃদ্ধির অন্যতম কারণ। তবে এই সপ্তাহে সেই আশাবাদ বাস্তবতার পরীক্ষার মুখে পড়বে: বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের বৈঠক থেকে সংকেতের সন্ধানে রয়েছেন — ফেড কমিটি ঠিক কত দ্রুত হারে সুদের হার কমাতে চলেছে এবং নতুন একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে।

বড় প্রযুক্তি কোম্পানি যেমন অ্যামাজন ইনকর্পোরেটেড এবং মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিবেদনগুলো স্পষ্ট করে তুলবে যে এই প্রবৃদ্ধির গতি বজায় রাখা যাবে কিনা।

মার্কেটের অন্যান্য খাতে, ইয়েন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে এবং টানা সাত দিন পর দরপতনের ধারার সমাপ্তি ঘটেছে, কারণ মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং সদ্য নিয়োগপ্রাপ্ত জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামার মধ্যে বিনিময় হারের অস্থিরতা নিয়ে আলোচনা হয়েছিল। কারেন্সি ট্রেডাররা এই ঘটনাকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নমনীয় ডলার নীতির প্রতি সংকেত হিসেবে দেখেছেন। তবে, ব্যাংক অব জাপানকে এই সপ্তাহে তাদের ভূমিকাও সুস্পষ্ট করতে হবে। ডিসেম্বর মাসে সুদের হার বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করা হবে কিনা, তা এখনও অনিশ্চিত।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদের কারণে ইউয়ানের দর প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। ডলার দ্বিতীয় দিনের মতো দরপতনের শিকার হয়েছে। স্বর্ণের দাম প্রতি আউন্স $4,000-এর নিচেই রয়ে গেছে — বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা কমে এসেছে।

তামার মূল্য, যা বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত, গত বছরের সর্বোচ্চ লেভেল থেকে মাত্র $60 কমে এখন ট্রেড করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার— পাঁচটি কোম্পানি, যেগুলো মার্কিন স্টক সূচকের প্রায় এক চতুর্থাংশ প্রতিনিধিত্ব করে — মাইক্রোসফট কর্পোরেশনের, অ্যালফাবেট ইনকর্পোরেটেড, মেটা প্লাটফর্মস ইনকর্পোরেটেড, অ্যামাজন এবং অ্যামজন এবং অ্যাপল ইনকর্পোরেটেড আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।

Exchange Rates 28.10.2025 analysis

S&P 500-এর টেকনিক্যাল চিত্রের প্রসঙ্গে বলা যায়, আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,874 অতিক্রম করানো। এই লেভেল অতিক্রম করা গেলে সূচকটি আরও শক্তিশালী হবে এবং $6,896 লেভেল ব্রেকআউটের সম্ভাবনা উন্মুক্ত হবে।

একই সঙ্গে, ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে $6,914 লেভেলের উপরে কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা — যা তাঁদের অবস্থান আরও শক্তিশালী করে তুলবে।

যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে মার্কেটে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, তাহলে সূচকটির দর $6,854 এরিয়ার আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেলের ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটি দ্রুত $6,837-এ চলে যেতে পারে এবং সেখান থেকে $6,819-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.