empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.10.202508:46 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: আজ যেসকল ইভেন্টের উপর মনোযোগ দেওয়া উচিত, ২৮ অক্টোবর: নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

Exchange Rates 28.10.2025 analysis

মঙ্গলবার মাত্র একটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানি থেকে GfK কনজ্যুমার কনফিডেন্স ইনডেক্স বা ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হবে, যার গুরুত্ব ট্রেডারদের জন্য প্রায় সেই রকমই, যেমনটি গতকাল প্রকাশিত বিজনেস ক্লাইমেট বা ব্যবসায়িক পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনের ক্ষেত্রে ছিল। গত কয়েক সপ্তাহ ধরে মার্কেটের ট্রেডাররা বৈশ্বিক মৌলিক প্রেক্ষাপট এবং গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলোকে পুরোপুরিভাবে উপেক্ষা করে চলেছে। তাই, এই কনজ্যুমার কনফিডেন্স ইনডেক্সের ফলাফল মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এমন সম্ভাবনা খুবই কম। আজ যুক্তরাজ্য, ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্যালেন্ডার অনুযায়ীও তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের কথা নেই।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

Exchange Rates 28.10.2025 analysis

মঙ্গলবারেও কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই। এই সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এবং ফেডারেল রিজার্ভ (ফেড) গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে, তাই এই মুহূর্তে এসব কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের কাছ থেকে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য বা নীতিনির্ধারণ সংক্রান্ত কোনো ঘোষণা পাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং, সম্ভাব্য একমাত্র নতুন তথ্যসূত্র হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। তবে, মার্কেটের বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যও আগের মতো প্রভাব তৈরি করছে না। উদাহরণস্বরূপ, সোমবার যখন বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য উত্তেজনা হ্রাস পাওয়ার ঘোষণা আসে — যেখানে উভয় পক্ষ একটি "কাঠামোগত সমঝোতায়" পৌঁছায় এবং শুল্ক হার আর না বাড়িয়ে আপাতত বাণিজ্য যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে — তবুও মার্কেটে এ বিষয়ের কার্যত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

উপসংহার:

সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিং, মার্কেটে আবারও উভয় কারেন্সি পেয়ারের মূল্যের অত্যন্ত দুর্বল মুভমেন্ট ও এলোমেলো ট্রেডিং পরিলক্ষিত হতে পারে। ইউরোর জন্য ট্রেডিং রেঞ্জ হলো 1.1655–1.1666, যেখান থেকে লং এবং শর্ট — উভয় ধরনের পজিশন বিবেচনায় নেওয়া যেতে পারে। ব্রিটিশ পাউন্ডের মূল্য 1.3329–1.3331 এরিয়ায় ঘুরপাক খাচ্ছে — এখান থেকেও ট্রেড পজিশন ওপেন করা সম্ভব। তবে বেশিরভাগ ট্রেডিং সিগন্যালের ক্ষেত্রে বর্তমানে মূল্য লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সফল হচ্ছে না, কারণ মার্কেটে এখনো অত্যন্ত স্বল্প মাত্রার ভোলাটিলিটি বা অস্থিরতা বিরাজ করছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.