empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.10.202510:16 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ অক্টোবর: S&P 500 এবং নাসডাক সূচকে সামান্য কারেকশন হয়েছে

গত শুক্রবার, মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.01% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নাসডাক 100 সূচক 0.28% হ্রাস পেয়েছে। শিল্পখাতভিত্তিক ডাও জোন্স সূচক 0.51% বৃদ্ধি পেয়েছে।

প্রযুক্তি খাতভিত্তিক কোম্পানিগুলোর স্টকের ঊর্ধ্বমুখী প্রবণতা শুক্রবার কিছুটা মন্থর হয়, রেকর্ড উচ্চতা থেকে মূল্য়ের কারেকশন শুরু হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে প্রচলিত আশাবাদের মধ্যে হামাসকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তা এবং মার্কিন সরকারের চলমান শাটডাউনের ফলে অর্থনৈতিক দুর্বলতার লক্ষণ প্রকাশের কারণে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছেদ পড়েছে। যুক্তরাষ্ট্রে ঋণ গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ 10-বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ শুক্রবার একদিনেই পাঁচ বেসিস পয়েন্টের বেশি কমে যায়।

Exchange Rates 06.10.2025 analysis

প্যালান্টির টেকনোলজিস ইনকর্পোরেটেডের স্টক সবচেয়ে বেশির দরপতনের তালিকায় অন্যতম ছিল, বড় ধরনের যোগাযোগ সংকট সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর যেটির দর ৭.৫% হ্রাস পেয়েছে। দিনের শেষভাগে দরপতন সত্ত্বেও S&P 500 সূচকে সামান্য প্রবৃদ্ধি বজায় ছিল—এটি জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত সূচকটির সবচেয়ে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতায় পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সতর্কবার্তায় বলেন, যদি হামাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধ থামাতে তার প্রস্তাবে সম্মত না হয়, তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। নিউইয়র্ক মার্কেটে সেশন শেষ হওয়ার কিছু আগে হামাস ট্রাম্পের প্রস্তাবের কিছু শর্ত—যার মধ্যে জিম্মি মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে—গ্রহণ করে, ফলে হামাস রবিবার পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমার আগেই সাড়া দিয়েছে বলে পরিলক্ষিত হয়েছে।

শুক্রবার প্রকাশিত ISM পরিষেবা খাতের প্রতিবেদনের ফলাফল অনুযায়ী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে—যেখানে মহামারির পর প্রথমবারের মতো ব্যবসায়িক কর্মকাণ্ড হ্রাস পায় এবং নতুন অর্ডার বৃদ্ধির সংখ্যা খুবই কম ছিল। এটি উদ্বেগের বিষয়, কারণ পরিসেবা খাত যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রধান চালিকাশক্তি—জিডিপি এবং কর্মসংস্থানের একটি বড় অংশের উৎস। এই মন্থরতার কারণ হিসেবে একাধিক বিষয়কে দায়ী করা হচ্ছে, যেগুলোর মধ্যে রয়েছে উচ্চ সুদের হার, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং ক্রেতাদের চাহিদা কমে যাওয়া। ঋণ গ্রহণের খরচ বেড়ে যাওয়া ব্যবসাগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে, আর পণ্যের মূল্য বৃদ্ধির কারণে ভোক্তাদের আয় হ্রাস পাচ্ছে—যা পরিষেবা খাতের চাহিদাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। তবে, ISMসূচকের হতাশাজনক ফলাফল সত্ত্বেও এটা বলা গুরুত্বপূর্ণ যে সামগ্রিকভাবে দেশটির পরিষেবা খাত এখনো স্থিতিশীল রয়েছে।

এই পরিস্থিতি থেকে সোয়াপ ট্রেডারদের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে অক্টোবর মাসে ফেডারেল রিজার্ভ সম্ভবত আরও ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমাবে, যদিও শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ দেখা যায় এ নিয়ে যে, আরও কতটা সুদের হার কমানো প্রয়োজন—পূর্বে তারা সুদের হার এক-চতুর্থাংশ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছিল। শিকাগো ফেডের প্রেসিডেন্ট অস্টেন গুলসবী তার আগের অভিমত পুনর্ব্যক্ত করে বলেন, সুদের হার কমানোর ব্যাপারে নীতিনির্ধারকদের অত্যন্ত সতর্ক হয়ে অগ্রসর হওয়া উচিত। অন্যদিকে, ফেডের গভর্নর স্টিভেন মিরান, যিনি সেপ্টেম্বর মাসে আরও বড় ধরনের হ্রাসের পক্ষে ছিলেন, বলেন—যদি আবাসন মূল্য অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, তবে তিনি মুদ্রাস্ফীতি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করবেন।

কমোডিটি মার্কেটে, OPEC+-এর সরবরাহ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে তেলের দাম ব্যারেলপ্রতি $61-এর নিচে নেমে যায়, যদিও গাজা সংঘর্ষ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পরে শুক্রবার তেলের মূল্য কিছুটা বেড়ে যায়। স্বর্ণের মূল্য পরপর সপ্তম সপ্তাহে আত্মবিশ্বাসের সঙ্গে বৃদ্ধি পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস এবং অব্যাহত মুদ্রাস্ফীতি জনিত উদ্বেগের কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ ক্রয় বাড়িয়ে দিয়েছে।

Exchange Rates 06.10.2025 analysis

S&P 500 সূচকের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান লক্ষ্য হবে সূচকটির নিকটবর্তী রেজিস্ট্যান্স লেভেল $6,743 অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল ব্রেক করলে নতুন ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হতে পারে এবং পরবর্তী লেভেল $6,756-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পাশাপাশি, বুলিশ ট্রেডারদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো $6,769 লেভেলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা, যা ক্রেতাদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দিতে পারে। তবে, যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যায় এবং সূচকটি মূল্য নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,727 লেভেলের আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের পক্ষ থেকে সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক হলে, সূচকটি দ্রুত $6,711 পর্যন্ত এবং সেখান থেকে $6,697 লেভেল পর্যন্ত নেমে যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.