empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.09.202510:48 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: PCE সূচক পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধি পেলে মার্কিন স্টক মার্কেটকে সহায়তা করতে পারে এবং ডলারের দরপতন ঘটাতে পারে ( #USDX এবং GBP/USD-এর পুনরায় দরপতনের সম্ভাবনা রয়েছে)

মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে বাড়ছে এমন প্রথম গুরুত্বপূর্ণ সংকেত বিনিয়োগকারীদের জন্য এক প্রকার ঠান্ডা বৃস্টির মতো কাজ করেছে, যার ফলে ডলারের মূল্যের তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ইকুইটির চাহিদার পতন দেখা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচার (PCE) প্রাইস ইনডেক্স পূর্বাভাসের তুলনায় সামান্য বেশি বৃদ্ধি পেয়ে 2.1%-এ পৌঁছেছে, যেখানে পূর্বাভাস ছিল 2.0%। তবে এটি এখনো আগের প্রান্তিকের 3.7%-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। কোর PCE সূচকও সামান্য বেড়ে 2.5% থেকে 2.6%-এ পৌঁছেছে, যেখানে গতবার এটি 3.5% ছিল।

ভালো খবরও আছে—দ্বিতীয় প্রান্তিকের জিডিপির সংশোধিত ফলাফল উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, যা পূর্বাভাসকৃত 3.3%-এর তুলনায় 3.8%-এ পৌঁছেছে, যা আগের প্রান্তিকে -0.5% ছিল। এছাড়া আগস্টে টেকসই পণ্যের অর্ডার শক্তিশালীভাবে বেড়ে 2.9%-এ পৌঁছেছে, যেখানে জুলাইয়ে এটি 2.7% হ্রাস পেয়েছিল (পূর্বাভাস ছিল -0.3%)।

তাহলে বৃহস্পতিবার মার্কেটে নেতিবাচক প্রবণতার ঢেউ কেন তৈরি হলো? প্রধান কারণ হলো বিনিয়োগকারীদের এই উদ্বেগ যে মুদ্রাস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী হতে শুরু করতে পারে। হ্যাঁ, প্রান্তিক ভিত্তিতে PCE সূচক সামান্য বেড়েছে, তবে তা ব্যাপকভাবে বাড়েনি। বিনিয়োগকারীদের জন্য আরও উদ্বেগের বিষয় হলো যে আজকের বার্ষিক এবং মাসিক নতুন PCE সূচকও বৃদ্ধি পেতে পারে, যা ফেডকে এ বছর সুদের হার কমানোর প্রক্রিয়ায় বিরতি দেওয়ার যৌক্তিকতা প্রদান করবে।

পূর্বাভাস অনুযায়ী, আগস্টে সামগ্রিক বার্ষিক এবং মাসিক PCE মূল্য সূচক যথাক্রমে 2.6% থেকে বেড়ে 2.8% এবং 0.2% থেকে বেড়ে 0.3%-এ পৌঁছাতে পারে। সর্বসম্মত পূর্বাভাস হলো 2.7% এবং 0.3%। কোর PCE সূচক মাসিক ভিত্তিতে 0.3%-এ অপরিবর্তিত থাকতে পারে এবং বার্ষিক ভিত্তিতে 2.9% থেকে বেড়ে 3.0%-এ পৌঁছাতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত আয় ও ব্যয়ের প্রতিবেদন প্রকাশিত হবে, যা আয় ও ব্যয় বৃদ্ধির মন্থরতা নির্দেশ করতে পারে।

মার্কেটের ট্রেডাররা PCE সূচকের ফলাফলের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে?

যদি ফলাফল পূর্বাভাস অনুযায়ী বা তার সামান্য নিচে আসে, তবে মার্কিন ইকুইটি মার্কেটে শর্ট পজিশন ক্লোজ এবং ডলারের দরপতন হতে দেখা যেতে পারে, যেখানে DXY আবারও গতকালের শুরুর অবস্থানে ফিরে আসতে পারে, কারণ মার্কেটে ইতোমধ্যেই পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির সম্ভাবনাকে মূল্যায়িত হয়েছে। এই পরিস্থিতি ফেড কর্তৃক আরও সুদের হার কমানোর সম্ভাবনাকে বাতিল করে দিচ্ছে না।

সামগ্রিকভাবে আমি মার্কেটে মাঝারি পর্যায়ের ইতিবাচক পরিস্থিতি দেখছি।

দৈনিক পূর্বাভাস:

Exchange Rates 26.09.2025 analysis

Exchange Rates 26.09.2025 analysis

#USDX (ডলার সূচক):

ডলার সূচক 98.35-এর উপরে রয়েছে। যদি PCE সূচক পূর্বাভাস অনুযায়ী প্রকাশিত হয়, তবে এটি ডলারের চাহিদার উপর চাপ সৃষ্টি করতে পারে এবং DXY-কে 97.55-এ নামিয়ে আনতে পারে। 98.28 একটি গুরুত্বপূর্ণ সেলিং লেভেল হিসেবে বিবেচনা করা যেতে পারে।

GBP/USD পেয়ার:

এই পেয়ার যুক্তরাজ্যের অর্থনৈতিক সমস্যার কারণে চাপের মধ্যে রয়েছে। PCE সূচক পূর্বাভাস অনুযায়ী প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ অব্যাহত থাকতে পারে। মূল্য 1.3335 লেভেলের নিচে নামলে 1.3260 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে, এরপর আরও দরপতন হয়ে মূল্য 1.3160 পর্যন্ত যেতে পারে। 1.3319 একটি গুরুত্বপূর্ণ সেলিং লেভেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.