empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.09.202510:36 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: এই সপ্তাহে ট্রেডারদের দৃষ্টি প্রকাশিতব্য মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে থাকবে (EUR/USD পেয়ার এবং স্বর্ণের মূল্যের পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে)

গত সপ্তাহটি বিশ্ববাজারের জন্য বেশ দ্ব্যর্থক ছিল—নিকট ভবিষ্যতে মার্কিন অর্থনীতির ব্যাপারে কী প্রত্যাশা করা যায় এবং শ্রমবাজারের তীব্র অবনতি ফেডারেল রিজার্ভকে আরও আক্রমণাত্মকভাবে সুদের হার কমাতে প্ররোচিত করবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত শুক্রবার আমি উল্লেখ করেছিলাম, যদি প্রকাশিত কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের নিচে আসে, তবে ফেড মূল সুদের হার 0.25% নয়, একবারে 0.50% কমাতে পারে। কিন্তু প্রকাশিত প্রতিবেদনের ফলাফল প্রত্যাশার কাছাকাছিও যায়নি, আগস্টে কর্মসংস্থান বৃদ্ধির ফলাফল ভয়াবহভাবে 22,000-এ নেমে এসেছে, যেখানে পূর্বাভাস ছিল 75,000। যদিও জুলাইয়ের পরিসংখ্যান ঊর্ধ্বমুখীভাবে সংশোধন করে 79,000 করা হয়েছে, তবুও তা খুবই কম। এরপর থেকেই ব্যবসায়িক সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয় যে ফেড হয়তো শ্রমবাজারের ভয়াবহ পরিস্থিতির কারণে মূল সুদের হার একবারে 0.50% কমাতে পারে।

আজ সকালে ফেড ফান্ডস ফিউচারস অনুযায়ী 0.25% হারে সুদ কমানোর সম্ভাবনা 100%, পাশাপাশি এখন 10% সম্ভাবনা রয়েছে যে সুদের হার একবারে 0.50% কমানো হতে পারে। আমার মতে, এ সম্ভাবনা যথেষ্টই বেশি, কারণ শুক্রবার প্রকাশিত শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল অত্যন্ত নেতিবাচক ছিল এবং এখনো সকল মার্কিন ট্রেডার এ খবরের প্রতি সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায়নি।

তবে নেতিবাচক সংবাদ মার্কিন অর্থনীতির স্থবিরতা ও স্ট্যাগফ্লেশনের ঝুঁকি বাড়িয়েছে, যেখানে প্রবৃদ্ধির মন্থরতার সাথে মুদ্রাস্ফীতি বৃদ্ধি ঘটে। এ সপ্তাহে প্রকাশিতব্য মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনগুলো প্রাধান্য পাবে—বুধবার উৎপাদক মূল্য সূচক (PPI) প্রকাশিত হবে, আর বৃহস্পতিবার ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশিত হবে। ধারণা করা হচ্ছে, PPI মাসিক ভিত্তিতে জুলাইয়ের 0.9% থেকে আগস্টে উল্লেখযোগ্যভাবে কমে 0.3%-এ নেমে আসবে। অন্যদিকে, CPI বা ভোক্তা মূল্য সূচক গত মাসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাতে পারে, যা আসলে ইতিবাচক না হয়ে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এতে মার্কিন অর্থনীতি স্ট্যাগফ্লেশনের দিকে এগোচ্ছে—এমন আশংকা আরও জোরদার হবে, আসন্ন ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশার কারণে সৃষ্ট আশাবাদ মিলিয়েও যেতে পারে।

তাহলে আজ মার্কেট থেকে কী প্রত্যাশা করা যায়? আমার বিশ্বাস, মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত মার্কেটে সামগ্রিকভাবে স্বল্প মাত্রার ট্রেডিং কার্যকলাপ দেখা যাবে। তবে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতা বজায় থাকবে, কারণ বিনিয়োগকারীদের আগ্রহ কেবল মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে নয়, বরং ফেডের চূড়ান্ত আর্থিক নীতিমালা সংক্রান্ত সিদ্ধান্তের দিকেও রয়েছে, যা ১৭ সেপ্টেম্বর ঘোষণা করা হবে এবং সুদের হার কমানোই হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর ফলে, ফরেক্স মার্কেটে ডলারের মূল্যের নিম্নমুখী প্রবণতা, স্টক মার্কেটের সূচকের বৃদ্ধি—যা ইতোমধ্যেই এশিয়া ও ইউরোপে ঊর্ধ্বমুখী রয়েছে—এবং ক্রিপ্টোকারেন্সি ও স্বর্ণের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

মার্কেটের সার্বিক চিত্র বিশ্লেষণ করে আমি এটিকে বেশ ইতিবাচক বলেই মনে করছি।

আজকের পূর্বাভাস:

Exchange Rates 08.09.2025 analysis

Exchange Rates 08.09.2025 analysis

EUR/USD
এই পেয়ারের মূল্য এখনো 1.1610–1.1735 রেঞ্জের ভেতরে রয়েছে, যেখান থেকে ফেডের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ঊর্ধ্বমুখী ব্রেকআউটের সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি শক্তিশালীভাবে বৃদ্ধি না পেলে এই ঊর্ধ্বমুখী মোমেন্টামকে আরও ত্বরান্বিত করতে পারে। এ পরিস্থিতিতে পেয়ারটির মূল্য 1.1810 পর্যন্ত উঠতে পারে। 1.1744 লেভেলকে এই পেয়ার ক্রয়ের এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে।

স্বর্ণ
স্বল্পমেয়াদি কনসোলিডেশনের পর স্বর্ণের দাম আবারো বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই স্বর্ণের মূল্য আউন্স প্রতি $3600.00 ছাড়িয়ে গেছে। প্রত্যাশিত সুদের হার হ্রাস এবং ডলারের দরপতন স্বর্ণের মূল্যকে $3650.00 পর্যন্ত নিয়ে যেতে পারে। 3609.00 লেভেল স্বর্ণ ক্রয় করার জন্য ব্যবহার করা যেতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.